স্বামীর এক চড়ে স্ত্রীর মৃত্যু

- Update Time : ১০:১৮:৩৫ অপরাহ্ন, শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪
- / ৮৫ Time View
ভারতের মুর্শিদাবাদের নবগ্রাম থানা এলাকায় স্ত্রীকে চড় দিয়ে হত্যার অভিযোগে স্বামীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বুধবার (২৬ডিসেম্বর) বিকালে ধানের কাজ করতে গিয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে এ ঘটনা ঘটে।
অভিযুক্ত স্বামী জানিয়েছেন, স্ত্রীকে কষিয়ে চড় দিয়েছিলেন। তার পরেই তাঁর মৃত্যু হয়েছে।
স্থানীয়রা জানিয়েছেন, মুর্শিদাবাদের নবগ্রাম এলাকায় ধান কাটার কাজে এসেছিলেন সুনিরাম কিস্কু এবং রিমোলা হেমব্রম নামে এক দম্পতি। কাজ করতে করতে কোনও বিষয় নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে কথা কাটাকাটি হয় । তখন রাগের চোটে স্ত্রীর গালে সপাটে কষিয়ে একটি চড় দেন স্বামী। তখনই মাঠে পড়ে যান ১৬ বছরের রিমোলা। তাঁর আর জ্ঞান ফেরেনি ।
বেশ কিছুক্ষণ ধরে স্ত্রীর জ্ঞান ফেরানোর চেষ্টা করেন স্বামী। কিন্তু রিমোলা জ্ঞানহীন হয়েই পড়েছিলেন। কয়েক জনের সাহায্যে ওই বধূকে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল। কিন্তু চিকিৎসক তাঁকে মৃত বলে ঘোষণা করেন। অস্বাভাবিক মৃত্যুর খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ। তার পর সুনিরামকে আটক করে থানায় নিয়ে যান।
পুলিশ জানিয়েছে, অভিযুক্ত বলেছেন, ঝগড়ার সময়ে স্ত্রীকে চড় মেরেছিলেন। তাতে মাটিতে পড়ে গিয়ে মৃত্যু হয় রিমোলার। অভিযুক্তকে আরও জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তাঁর বিরুদ্ধে মামলা হয়েছে। ময়নাতদন্তের জন্য মৃতদেহ পাঠানো হয়েছে হাসপাতালে।
সুত্র : আনন্দ বাজার