ঢাকা ০৪:৩১ অপরাহ্ন, সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫, ১ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের দাবিতে শাহবাগ ব্লকেড

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : ০২:৫৮:৪০ অপরাহ্ন, সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫
  • / ৩৪ Time View

শাহবাগ ব্লকেড

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির ওপর হামলাকারীদের গ্রেপ্তার ও স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরীর পদত্যাগের দুই দফা দাবিতে শাহবাগ মোড় অবরোধ করেছেন জাতীয় ছাত্রশক্তির নেতাকর্মীরা। সোমবার দুপুর ১২ টা ৪৫ মিনিটের দিকে তারা শাহবাগ মোড় অবরোধ করেন। অবরোধের ফলে চারদিকের সড়কে যানজট তৈরি হয়। তবে অবরোধকারীর সংখ্যা কম হওয়ায় যান চলাচল পুরোপুরি বন্ধ করা যায়নি।

তারা ‘আমরা আছি লাখো ভাই, লাগছে গুলি হাদির গায়, ব্লকেড ব্লকেড শাহবাগ ব্লকেড, ওয়ান টু থ্রি ফোর জাহাঙ্গীর নো মোর, দফা এক দাবি এক জাহাঙ্গীরের পদত্যাগ, এক দুই তিন চার জাহাঙ্গীর তুই গদি ছাড়’ ইত্যাদি স্লোগান দেন।

জাতীয় ছাত্রশক্তির আহবায়ক আবু বাকের মজুমদার বলেন, স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের দাবি জানিয়েছি আমরা ঢাকা শহরের ছাত্র জনতাকে আহবান জানাই, তারা যেন ব্লকেড কর্মসূচি সফল করেন।

তিনি বলেন, আমাদের কর্মসূচি জনদুর্ভোগ তৈরির জন্য নয়। জনমত আদায়ের জন্যই আমাদের এই কর্মসূচি। আমরা আশাবাদী, অনতিবিলম্বে প্রধান উপদেষ্টা তার অথর্ব স্বরাষ্ট্র উপদেষ্টার বিষয়ে সিদ্ধান্ত নেবেন।

তিনি দুই দফা দাবি জানায়ে বলেন, বিপ্লবী হাদী ভাইয়ের ওপর হামলাকারীদের অতি দ্রুত গ্রেপ্তার করতে হবে এবং অনতিবিলম্বে স্বরাষ্ট্র উপদেষ্টাকে পদত্যাগ করতে হবে।

ছাত্রশক্তির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক খান তালাত মাহমুদ রাফি বলেন, যারা গুলি করে পালিয়ে গিয়েছে তাদেরকে আজকে আমাদের রাষ্ট্রের প্রশাসন এখন পর্যন্ত গ্রেপ্তার করতে পারেনি। আমরা সেদিন ২৪ ঘণ্টার আল্টিমেটাম দিয়েছিলাম, তারা ২৪ ঘণ্টার মধ্যে কিচ্ছু করতে পারেনি। বরং আমরা দেখেছি আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টা তরকারিতে পেঁয়াজ হয়েছে কিনা সেটা টেস্ট করছেন। যেখানে তার গুরুদায়িত্ব হচ্ছে রাষ্ট্রের জনগণের নিরাপত্তা নিশ্চিত করা। সেখানে আমরা দেখেছি পরিষ্কারভাবে এই অথর্ব স্বরাষ্ট্র উপদেষ্টা তার দায়িত্ব পালন করতে ব্যর্থ হয়েছেন।’

তিনি বলেন, ‘আমার ভাই মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে, আর সন্ত্রাসীরা ভারতে পালিয়ে যায়। আমরা পরিষ্কারভাবে বলতে চাই এরকম অথর্ব উপদেষ্টার প্রয়োজনীয়তা বাংলাদেশের মানুষের নেই।’

Please Share This Post in Your Social Media

স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের দাবিতে শাহবাগ ব্লকেড

নিজস্ব প্রতিবেদক
Update Time : ০২:৫৮:৪০ অপরাহ্ন, সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির ওপর হামলাকারীদের গ্রেপ্তার ও স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরীর পদত্যাগের দুই দফা দাবিতে শাহবাগ মোড় অবরোধ করেছেন জাতীয় ছাত্রশক্তির নেতাকর্মীরা। সোমবার দুপুর ১২ টা ৪৫ মিনিটের দিকে তারা শাহবাগ মোড় অবরোধ করেন। অবরোধের ফলে চারদিকের সড়কে যানজট তৈরি হয়। তবে অবরোধকারীর সংখ্যা কম হওয়ায় যান চলাচল পুরোপুরি বন্ধ করা যায়নি।

তারা ‘আমরা আছি লাখো ভাই, লাগছে গুলি হাদির গায়, ব্লকেড ব্লকেড শাহবাগ ব্লকেড, ওয়ান টু থ্রি ফোর জাহাঙ্গীর নো মোর, দফা এক দাবি এক জাহাঙ্গীরের পদত্যাগ, এক দুই তিন চার জাহাঙ্গীর তুই গদি ছাড়’ ইত্যাদি স্লোগান দেন।

জাতীয় ছাত্রশক্তির আহবায়ক আবু বাকের মজুমদার বলেন, স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের দাবি জানিয়েছি আমরা ঢাকা শহরের ছাত্র জনতাকে আহবান জানাই, তারা যেন ব্লকেড কর্মসূচি সফল করেন।

তিনি বলেন, আমাদের কর্মসূচি জনদুর্ভোগ তৈরির জন্য নয়। জনমত আদায়ের জন্যই আমাদের এই কর্মসূচি। আমরা আশাবাদী, অনতিবিলম্বে প্রধান উপদেষ্টা তার অথর্ব স্বরাষ্ট্র উপদেষ্টার বিষয়ে সিদ্ধান্ত নেবেন।

তিনি দুই দফা দাবি জানায়ে বলেন, বিপ্লবী হাদী ভাইয়ের ওপর হামলাকারীদের অতি দ্রুত গ্রেপ্তার করতে হবে এবং অনতিবিলম্বে স্বরাষ্ট্র উপদেষ্টাকে পদত্যাগ করতে হবে।

ছাত্রশক্তির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক খান তালাত মাহমুদ রাফি বলেন, যারা গুলি করে পালিয়ে গিয়েছে তাদেরকে আজকে আমাদের রাষ্ট্রের প্রশাসন এখন পর্যন্ত গ্রেপ্তার করতে পারেনি। আমরা সেদিন ২৪ ঘণ্টার আল্টিমেটাম দিয়েছিলাম, তারা ২৪ ঘণ্টার মধ্যে কিচ্ছু করতে পারেনি। বরং আমরা দেখেছি আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টা তরকারিতে পেঁয়াজ হয়েছে কিনা সেটা টেস্ট করছেন। যেখানে তার গুরুদায়িত্ব হচ্ছে রাষ্ট্রের জনগণের নিরাপত্তা নিশ্চিত করা। সেখানে আমরা দেখেছি পরিষ্কারভাবে এই অথর্ব স্বরাষ্ট্র উপদেষ্টা তার দায়িত্ব পালন করতে ব্যর্থ হয়েছেন।’

তিনি বলেন, ‘আমার ভাই মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে, আর সন্ত্রাসীরা ভারতে পালিয়ে যায়। আমরা পরিষ্কারভাবে বলতে চাই এরকম অথর্ব উপদেষ্টার প্রয়োজনীয়তা বাংলাদেশের মানুষের নেই।’