স্পিরিট খেয়ে ছয়জনের মৃত্যু, গোপনে দাফন

- Update Time : ০২:৫৩:৫৫ পূর্বাহ্ন, সোমবার, ১৩ অক্টোবর ২০২৫
- / ৬০ Time View
চুয়াডাঙ্গায় বিষাক্ত (স্পিরিট) মদপানে ছয়জনের মৃত্যু হয়েছে। এছাড়া অসুস্থ হয়ে আলিম উদ্দিন নামের আরও একজন চুয়াডাঙ্গা সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। তার অবস্থা আশঙ্কাজনক। তাদের কেউ ভ্যানচালক, কেউ মিল শ্রমিক, আবার কেউ মাছ ব্যবসায়ী।
এরই মধ্যে গোপনে চারজনের দাফন হয়েছে। রোববার রাতে চুয়াডাঙ্গা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালেদুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘বৃহস্পতিবার রাতে কয়েকজন একসঙ্গে স্পিরিট (মদ) পান করেন। এরপরই বিভিন্ন সময় একে একে ছয়জন মারা গেছে। রোববার অসুস্থ হয়ে সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় দুজনের মৃত্যুর পরই বিষয়টি প্রকাশ্যে আসে।
স্পিরিট পানে মৃতরা হলেন, চুয়াডাঙ্গা সদর উপজেলার নফরকান্তি গ্রামের ভ্যানচালক খেদের আলী (৪০), খেজুরা গ্রামের মাছ ব্যবসায়ী মোহাম্মদ সেলিম (৪০), পিরোজখালি গ্রামের ভ্যানচালক মোহাম্মদ লাল্টু ওরফে রিপু (৩০), শংকরচন্দ্র গ্রামের শ্রমিক মোহাম্মদ শহীদ (৪৫), ডিঙ্গেদহ গ্রামের মিল শ্রমিক মোহাম্মদ সামির (৫৫) এবং একই এলাকার শ্রমিক সরদার মোহাম্মদ লালটু (৫২)।
সদর উপজেলার শংকরচন্দ্র ইউনিয়ন পরিষদের ১ নম্বর ওয়ার্ডের সদস্য দুলু মিয়া বলেন, ‘ডিঙ্গেদহ বাজারে একসঙ্গে বেশ কয়েকজন স্পিরিট পান করেছিলেন। আমার ওয়ার্ডের দুজন মারা গেছেন। এছাড়া আরও কয়েকজনের মৃত্যুর খবর পেয়েছি।’
জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) জামাল আল নাসের জানান, মদপানে ছয়জনের মৃত্যুর খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ। চারজনকে ইতোমধ্যে গোপনে দাফন করা হয়েছে। আমরা দু’জনের মরদেহ পেয়েছি। মৃত্যুর সঠিক কারণ উদঘাটনে তদন্ত চলছে।