স্ত্রী বাবার বাড়ী আসায় শালিকার মেয়েকে বিয়ে করল স্বামী

- Update Time : ০৫:৪৯:১০ অপরাহ্ন, সোমবার, ১৯ মে ২০২৫
- / ২০ Time View
স্ত্রী বাবার বাড়ী আসার ১৫ দিনের মাথায় স্বামী তার স্ত্রীর বোনের মেয়েকে বিয়ে করল, এ ঘটনায় রাজবাড়ীর আদালতে মামলা দায়ের করেছে পাংশা উপজেলার নারায়নপুর গ্রামের গভরু বাশঁফোড়ের মেয়ে রিমা বাঁশফোড়। প্রায় ১০ বছর আগে রিমা বাঁশফোড়কে বিয়ে করেন জামালপুর জেলার মেলান্দহ উপজেলার বেল তৈল (আদিপেত) গ্রামের শ্রী রাজনের ছেলে শ্রী রাজবাবু অরফে রাজকুমার।
বিয়ের পর তাদের সংসারে ২টি ছেলে সন্তান রয়েছে রাজেস (৮) ও রুহান (৫)। রিমা বাঁশফোড়ের পূর্বে একটি বিয়ে হয়েছিল সে ঘরে বিবাহ যোগ্য একটি কন্য রয়েছে সে তার নানা বাড়ী থেকে পড়াশোনা করছে।
এ দিকে রিমা তার বাবার বাড়ী বেড়াতে আসলে স্বামী রাজকুমার অরফে রাজবাবু কুষ্টিয়ায় রিমার চাচাত বোনের মেয়েকে বিয়ে করে বাড়ী উঠেছে। এ ঘটনায় ১৫ এপ্রিল ২০২৫ রাজবাড়ীর আদালতে ২০১৮ সালের যৌতুক নিরোধ আইন এর ০৩ ধারায় একটা মামলা দায়ের করেছে।
মামলার এজহার থেকে জানাযায় ২০১৬ সালের ২০ আগষ্ট হিন্দু বিবাহ আইন মোতাবেক তাদের বিবাহ হয় বিবাহের সময় ২ লক্ষাধিক টাকার বিভিন্ন উপঢোকন গ্রহণ করে স্বামী রাজবাবু ও তার পরিবার, সম্প্রতি সময়ে নানা অযুহাতে স্ত্রী রিমা বাঁশফোড়কে শারিরিক ও মানুষিক ভাবে নির্যাতন করে আসছিল রাজবাবু। এরই মধ্যে দির্ঘ দিন ধরে পরকীয়ায় জড়িয়ে থাকা রাজবাবু প্রথম স্ত্রীর অনুমতি ছাড়াই ২য় বিয়ে করে এবং সেই সাথে প্রথম স্ত্রীকে নানা ভাবে হুমকি দিয়ে আসছে শশুড় বাড়ী জামালপুর জেলায় গিলেই তাকে প্রাণে মেরে ফেলবে।
এ দিকে রিমা বাশফোড় পাংশা রেল স্টেশনের পাশে রেল কলোনীতে অসুস্থ বাবার বাড়ীতে মানবেতর জীবনযাপন করছে, ছোট ছোট শিশুরা তার বাবার নিকট স্ব-পরিবারে থাকার আকুতি জানান। অসহায় রিমা বাঁশফোড় আইনের আশ্রায় নিয়ে মামলা দায়ের করায় তাকে নানা ভাবে হুমকি ধামকি দিয়ে আসছে। সেই সাথে ওই রাজকুমার নানা ভাবে টিকটকসহ বিভিন্ন স্যোসাল মিডিয়ায় নানা রকম কুরুচিপূর্ণ মন্তব্য অব্যহত রেখেছে।
রিমা বাশফোড়ের আইনজীবি এ্যাড.শহিদুল ইসলাম বলেন এ বিষয়ে আদালত মামলা আমলে নিয়ে ওয়ারেন্ট জারি করেছেন, বাদী ন্যায় বিচার পাবে বলে আমরা বিশ্বাস করি।