স্ত্রীর অধিকারের দাবিতে স্বামীর বাড়ির সামনে অবস্থান
- Update Time : ০৭:২২:১১ অপরাহ্ন, শনিবার, ১ নভেম্বর ২০২৫
- / ১৫২ Time View
গাইবান্ধা সদর উপজেলার লক্ষীপুর ইউনিয়নের তুষার আকন্দের বাড়ির সামনে ঝড়-বৃষ্টি উপেক্ষা করে স্ত্রীর অধিকারের দাবিতে অবস্থান করছেন এক তরুণী। গত শুক্রবার (৩১ অক্টোবার) বিকাল থেকে রাত ১০টা ৩০ মিনিট পর্যন্ত ওই তরুণীকে স্বামীর বাড়ির সামনে অবস্থান করতে দেখা গেছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, লক্ষীপুর ইউনিয়নের বাসিন্দা আমজাদ হোসেনের কলেজপড়ুয়া মেয়ে মোছাঃ আজেনা খাতুন একই এলাকার নুরুল ইসলাম আকন্দের ছেলে তুষার আকন্দকে গত ২৩ আগস্ট ২০২৫ তারিখে রেজিস্ট্রার মাধ্যমে বিয়ে করেন।
বিয়ের পর নবদম্পতি প্রায় দুই মাস গাইবান্ধা শহরে ভাড়া বাসায় একসঙ্গে বসবাস করেন। পরে তুষার চাকরির উদ্দেশ্যে ঢাকা চলে গেলে আজেনা কিছুদিন পর বাবার বাড়িতে ফিরে আসেন। এরপর থেকে স্বামী তুষারের সঙ্গে তার যোগাযোগ বন্ধ হয়ে যায়। দীর্ঘ সময় যোগাযোগ না পেয়ে শুক্রবার বিকেলে আজেনা স্বামীর বাড়িতে গেলে তুষারের মা ও ভাই তাকে বাড়ি থেকে বের করে দেন।
পরে আজেনা ঝড়-বৃষ্টি উপেক্ষা করে স্বামীর বাড়ির সামনে অবস্থান নেন এবং নিজের দাম্পত্য অধিকার প্রতিষ্ঠার দাবি জানান।
এসময় স্থানীয়রা জানান, আজেনা অবস্থান নেওয়ার পর তুষারের ভাই একটি ৩০ অক্টোবর তারিখের তালাকনামা দেখান।
তবে এ বিষয়ে আজেনা দাবি করেন, “আমাকে কোনো তালাকের নোটিশ দেওয়া হয়নি, আমি আমার স্বামীর ঘরে যেতে চাই।”
ঘটনাটি এলাকায় ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি করেছে। বর্তমানে স্থানীয় জনপ্রতিনিধি ও সচেতন মহল বিষয়টি সমাধানে উদ্যোগ নিচ্ছেন বলে জানা গেছে।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
জনপ্রিয়


































































































