স্কুল ব্যাগে বিশেষ কায়দায় গাঁজা বিক্রি, অতঃপর…

- Update Time : ০৯:১৭:৫২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ এপ্রিল ২০২৩
- / ৩২০ Time View
স্কুল ব্যাগে বিশেষ কায়দায় রাখা এক কেজি ছয়শ গ্রাম গাঁজাসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে চট্টগ্রাম পুলিশ।
মঙ্গলবার বিকাল ৩টার দিকে এসআই মনিরের নেতৃত্বে নগরীর পাহাড়তলী থানাধীন নোয়াপাড়ায় চেয়ারম্যান কলোনির পাকা রাস্তা থেকে একটি টিম তাকে আটক করেন।
গোয়েন্দা তথ্যে বিশেষ অভিযানকালে ঘটনাস্থল থেকে লাল কালো স্কুল ব্যাগভর্তি গাঁজা বহনকারী ব্যক্তি পালিয়ে যেতে চেষ্টা করে। তখন পুলিশ ব্যাগভর্তি গাঁজাসহ দেলোয়ারকে আটক করে।
দেলোয়ার প্রথমে স্কুলছাত্র বলে তথ্য দিলেও নাম ঠিকানা এলোমেলো বলায় পুলিশের সন্দেহ হয় বলে জানান দায়িত্বরত পুলিশ। পরে ব্যাপক জিজ্ঞাসাবাদে স্বীকার করে তিনি দীর্ঘদিন গাঁজা বিক্রি করে আসছেন।
আটককৃত দেলোয়ার নোয়াখালী সেনবাগের হিজলী গ্রামের আব্দুল মান্নানের পুত্র।
পাহাড়তলী থানার ওসি মোস্তাফিজুর রহমান বলেন, দেলোয়ার একজন মাদক ব্যবসায়ী। তার বিরুদ্ধে চট্টগ্রাম নগরীর বিভিন্ন থানায় একাধিক মাদক মামলা রয়েছে। তার বিরুদ্ধে মাদক আইনে মামলা হয়েছে। তাকে আদালতে সোপর্দ করা হবে বলেও জানিয়েছেন।