স্কুল বাসের চাপায় শিক্ষার্থী-অভিভাবকসহ নিহত ১১

- Update Time : ০৫:০২:৩৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ সেপ্টেম্বর ২০২৪
- / ১০০ Time View
চীনের পূর্বাঞ্চলে একটি স্কুল বাসের চাপায় শিক্ষার্থী ও অভিভাবকসহ অন্তত ১১ জন নিহত হয়েছে। এসময় বাসটি জনতার ভিড়ে উঠে পড়লে এতে চাপা পড়ে শিক্ষার্থীসহ ১১ জন নিহত এবং ১৩ জন আহত হয়।
স্থানীয় সময় মঙ্গলবার সকাল ৭টা ২৭ মিনিটে শানদং প্রদেশের তাইয়ান নগরীর কাছে এ দুর্ঘটনা ঘটে। বাসটি মানুষের ভিড়ের উপরে উঠে গিয়েছিল।
রাষ্ট্রীয় সম্প্রচার কর্তৃপক্ষ সিসিটিভি জানিয়েছে, চালক ‘নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে’ বাসটি দুর্ঘটনার কবলে পড়ে। এতে ৫ শিক্ষার্থীসহ ১১ জন নিহত এবং ১৩ জন আহত হয়।
সিসিটিভি অনুসারে, বাসটি রাস্তায় পাশে অপেক্ষামাণ শিক্ষার্থী ও অভিভাবকদের চাপা দিলে পাঁচ শিক্ষার্থী ও ছয় অভিভাবকসহ ১১ জন নিহত হয়। সিসিটিভি সম্প্রচার কর্তৃপক্ষ স্থানীয় সময় সকাল সাড়ে ১১টায় জানিয়েছে, এখন পর্যন্ত ১১ জনের মৃত্যুর খবর নিশ্চিত হওয়া গেছে।
এএফপি তাৎক্ষণিকভাবে ছবিগুলোর সত্যতা যাচাই করতে পারেনি। কিছুক্ষণ পর ছবিগুলো মুছে ফেলা হয় বলে মনে হয়েছে। দুর্বল নিরাপত্তা এবং বেপরোয়া গাড়ি চালানোর কারণে দেশটিতে প্রায়ই প্রাণঘাতী সড়ক দুর্ঘটনা ঘটছে।
নওরোজ/এসএইচ