স্কুলে ঢুকে শিশুদের জিম্মি, বন্দুকধারী আটক

- Update Time : ০৫:৫১:২৬ অপরাহ্ন, বুধবার, ২৬ এপ্রিল ২০২৩
- / ২৬৭ Time View
ভারতের একটি স্কুলে এক বন্দুকধারী ঢুকে সেখানকার শিশুদের জিম্মি করেন। আজ বুধবার দুপুরে পশ্চিমবঙ্গের মালদহের মুচিয়া চন্দ্রমোহন স্কুলে এ ঘটনা ঘটে। তবে পুলিশ ওই বন্দুকধারীকে আটক করেছে। স্থানীয় বেশ কয়েকটি গণমাধ্যমের খবরে এসব তথ্য জানানো হয়।
বন্দুকধারী ব্যক্তির দাবি, বারবার পুলিশের কাছে ধরনা দিলেও তারা তার ছেলেকে উদ্ধার করতে পারেনি। তার অপহৃত সন্তানকে উদ্ধার করতে হবে। না হলে শিশুদের ওপর গুলি চালাবেন ও পেট্রলবোমা ছুড়বেন।
তবে পুলিশের দাবি, এই ব্যক্তি মানসিক ভারসাম্যহীন। তার নাম দেবকুমার বল্লভ।
জানা যায়, স্কুলের নিরাপত্তাকর্মীদের চোখ এড়িয়ে তিনি স্কুলে ঢুকে বারান্দায় হাঁটাহাঁটি করছিলেন। এ সময় সপ্তম শ্রেণির শিক্ষক প্রতিভা হেমব্রম ক্লাসে যাচ্ছিলেন। তিনি এই ব্যক্তিকে অভিভাবক মনে করেছিলেন। তিনি শ্রেণিকক্ষে ঢুকে পড়াতে শুরু করার একটু পরই ওই ব্যক্তি বন্দুক উঁচিয়ে ক্লাসে ঢুকে পড়েন। তিনি টেবিলে পেট্রল ভরা দুটি বোমা রাখেন। হাতের পিস্তল উঁচিয়ে দাবি করেন, পুলিশ তার অপহৃত ছেলেকে উদ্ধার করতে পারেনি। তাই তিনি ছেলে উদ্ধারের দাবি তুলেছেন। বলেছেন, না হলে বোমা মারবেন ও গুলি চালাবেন।
ইতিমধ্যে এই ঘটনার কথা স্থানীয় থানায় পৌঁছে গেলে পুলিশ বাহিনী ছুটে আসে। পরে পুলিশ ওই ব্যক্তিকে থানায় নিয়ে যায়। তাকে তল্লাশি করে দুটি পিস্তল ও প্যান্টের ভেতর থেকে একটি চাকু উদ্ধার করা হয়।
মালদহের পুলিশ সুপার প্রদীপ যাদব সাংবাদিকদের বলেছেন, ওই যুবকের পারিবারিক সমস্যা রয়েছে। পুলিশ ঘটনা তদন্ত শুরু করেছে। ওই ব্যক্তি কোথা থেকে পিস্তল সংগ্রহ করেছেন, তা খতিয়ে দেখা হচ্ছে।