সোহেল তাজের সাত বউ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে চলছে চর্চা

- Update Time : ০৯:১৪:০৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৩১ ডিসেম্বর ২০২৪
- / ২৬২ Time View
বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী জাতীয় নেতা শহীদ তাজউদ্দীন আহমদের ছেলে এবং সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী সোহেল তাজ ৫৫ বছর বয়সে বাগদান সম্পন্ন করেছেন। পাত্রীর নাম শিমু। তিনি ‘আয়রন গার্ল’ হিসেবে পরিচিত।
জানা গেছে, গত রোববার (২৯ ডিসেম্বর) একটি ফিটনেস সেন্টারে হাঁটু গেড়ে বসে শিমুর হাতে আংটি পরান ৫৫ বছর বয়সী সোহেল তাজ। শিমু সোহেল তাজের ইনস্পায়ার ফিটনেস সেন্টারের ট্রেইনার।
আংটি বদলের একটি ভিডিও ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়। ভিডিওতে দেখা যাচ্ছে―হাঁটু গেড়ে কনের হাতে আংটি পরিয়ে দিচ্ছেন সোহেল তাজ। এ সময় আশপাশে উপস্থিত সবাই উচ্ছ্বাস প্রকাশ করেন এবং কড়োতালিতে মুখরিত হয়ে উঠে মুহূর্তটি।
জানা গেছে, দীর্ঘদিন ধরে ফিটনেস নিয়ে কাজ করা সোহেল তাজের ব্যক্তিজীবনের সঙ্গে এই বিশেষ অধ্যায় এবার জড়িয়ে গেল ইনস্পায়ার ফিটনেস সেন্টারের স্মৃতিতে।
এদিকে সোহেল তাজের নতুন অধ্যায়ে জড়ানোর ভিডিওটি এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। ভিডিওর মন্তব্যের ঘরে তাকে শুভেচ্ছা জানাতে দেখা গেছে ভক্ত-শুভাকাঙ্ক্ষীদের। অনেকেই অভিনন্দন জানিয়েছেন ফিটনেস সচেতন সোহেল তাজকে।
বাগদান মুহূর্তের একটি ভিডিও এরই মধ্যে সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভিডিওতে দেখা যায়, সোহেল তাজ হাঁটু গেড়ে কনের হাতে আংটি পরিয়ে দিচ্ছেন। এসময় উপস্থিত সবাই উচ্ছ্বাস প্রকাশ করছেন এবং হাততালি দিয়ে মুহূর্তটি উদযাপন করছেন। পেছনে বাগদান সম্বলিত একটি পোস্টারও দেখা যায়।
সোহেল তাজ তার বিয়ের জগতে একাধিক সম্পর্কের জন্য আলোচনায় এসেছেন। তিনি একাধিক বিয়ের কারণে সংবাদমাধ্যমে শিরোনাম হয়েছেন। সোহেল তাজের সাত বউয়ের একাধিক বিচ্ছেদের ঘটনা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে এখন চর্চা চলছে।
প্রথম বউ: কঙ্কা করিম
সোহেল তাজের প্রথম বউ ছিলেন কঙ্কা করিম, যিনি তার চেয়ে ছয় বছরের বড় ছিলেন। সতের বছর বয়সে ২৩ বছরের কঙ্কা করিমকে বিয়ে করেন সোহেল। তাদের সম্পর্ক চলেছিলো প্রায় ২০ বছর, তবে তাদের বিচ্ছেদ ঘটে।
দ্বিতীয় বউ: আমেরিকান নারী
দ্বিতীয় বউ ছিলেন একজন আমেরিকান নারী, যার সঙ্গে সোহেল তাজের সম্পর্ক দুই বছর স্থায়ী হয়েছিলো।
তৃতীয় বউ: বুলগেরিয়ান নারী
তৃতীয় বউ ছিলেন একটি বুলগেরিয়ান নারী, যার সঙ্গে সোহেল তাজের সম্পর্ক এক বছর দুই মাস চলেছিলো, এরপর বিচ্ছেদ ঘটে।
চতুর্থ বউ: কাশ্মীরি কন্যা
চতুর্থ বউ ছিলেন এক কাশ্মীরি শিক্ষার্থী, যিনি ঢাকার একটি প্রাইভেট মেডিক্যাল কলেজে পড়াশোনা করতেন। বয়স ছিলো বাইশ বছর। সম্পর্ক মাত্র সাত মাস স্থায়ী হয়েছিলো।
পঞ্চম বউ: আমেরিকান ক্যাসিনো গার্ল
পঞ্চম বউ ছিলেন একজন আমেরিকান ক্যাসিনো গার্ল, এবং তাদের সম্পর্ক মাত্র দেড় মাস টিকেছিলো।
ষষ্ঠ বউ: ঢাকাই বিহারী নারী
ষষ্ঠ বউ ছিলেন একজন ঢাকাই বিহারী নারী, যাদের সম্পর্ক তিন মাস চলেছিলো। এই সম্পর্ক বিচ্ছেদ ঘটে সোহেল তাজের মাদকাসক্তির কারণে বলে গুঞ্জন রয়েছে।
সপ্তম বউ: শাহনাজ পারভীন শিমু
সর্বশেষ, সপ্তম বউ হিসেবে সোহেল তাজের জীবন রাঙান শাহনাজ পারভীন শিমু, যিনি সাতাইশ বছর বয়সী রাগবি খেলোয়াড় এবং জিম ট্রেইনার। আপাতত, সোহেল এবং শিমুর সম্পর্ক যথেষ্ট আলোচনার জন্ম দিয়েছে।
এই সাত সম্পর্কের মধ্যে সোহেল তাজের জীবনের নানা অভিজ্ঞতা, সম্পর্কের টানাপোড়েন এবং বিচ্ছেদের গল্প আলোচিত হচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমে।
প্রসঙ্গত, ২০০১ সালের নির্বাচনে গাজীপুর-৪ (কাপাসিয়া) থেকে জাতীয় সংসদ সদস্য নির্বাচিত হন সোহেল তাজ। এরপর ২০০৮ সালের জাতীয় নির্বাচনে একই আসন থেকে নির্বাচিত হন। ২০০৯ সালের ৯ জানুয়ারি আওয়ামী লীগ নেতৃত্বাধীন মন্ত্রিসভায় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর দায়িত্ব পান। পরে একই বছরের ৩১ মে ব্যক্তিগত কারণ দেখিয়ে মন্ত্রিসভা থেকে পদত্যাগ করেন সোহেল তাজ।
এরপর ২০১২ সালের ২৩ এপ্রিল সংসদ সদস্য পদ থেকেও পদত্যাগ করেন তিনি। কিন্তু ওই সময় প্রক্রিয়াগত কারণে পদত্যাগপত্র গ্রহণ করা না হলেও একই বছরের ৭ জুলাই ফের পদত্যাগপত্র পেশ করেন। তখন পদত্যাগপত্র গ্রহণ করা হয় সোহেল তাজের।