ঢাকা ১২:০৪ পূর্বাহ্ন, বুধবার, ০২ জুলাই ২০২৫, ১৭ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজঃ
জুলাই আন্দোলনের অগ্নিস্ফুলিঙ্গ শুরু হয়েছিল রংপুর থেকেই: নাহিদ ইসলাম সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা অপপ্রচার ও ষড়যন্ত্রমূলক মামলা প্রত্যাহারের দাবিতে সংবাদ সম্মেলন নজরুল বিশ্ববিদ্যালয়ে জুলাই-আগস্ট গণঅভ্যূত্থানে শহীদদের স্মরণে দোয়া মাহ্ফিল অনুষ্ঠিত স্বৈরাচার পতনে ক্রীড়ানকের ভুমিকা পালন করে আবু সাঈদের মৃত্যু পূর্বাচলে ঘোড়ার মাংসসহ আটক ১ কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের নতুন বাজেটে বরাদ্দ বেড়েছে গবেষণা খাতে কুবির এক শিক্ষক ও এক কর্মকর্তাকে চাকরি থেকে অপসারণ সেনা কর্মকর্তা সেজে প্রতারণা, ভুয়া ‘মেজর’ আটক মগবাজারে আবাসিক হোটেলে স্বামী-স্ত্রী ও সন্তানের রহস্যজনক মৃত্যু ব্রাহ্মণবাড়িয়ায় ৪টি প্রতিষ্ঠানকে লাখ টাকা জরিমানা, ভুয়া চিকিৎসকের কারাদণ্ড

‘সোহরাওয়ার্দী কলেজের ক্ষয়ক্ষতি প্রায় ১০ কোটি টাকা’

নওরোজ ডেস্ক
  • Update Time : ০৬:০৬:০৮ অপরাহ্ন, সোমবার, ২৫ নভেম্বর ২০২৪
  • / ১৩১ Time View

রাজধানীর সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজে হামলা, ভাঙচুর ও প্রশাসনিক কাগজপত্র ফিরিয়ে দিতে ২৪ ঘণ্টার আল্টিমেটাম দিয়েছে শিক্ষার্থীরা। এসময় তারা কলেজে প্রায় ১০ কোটি টাকার ক্ষয়ক্ষতির ব্যাখ্যা চেয়েছেন শিক্ষার্থীরা।

রোববার (২৫ নভেম্বর) সন্ধ্যায় এ ঘটনায় ক্যাম্পাস প্রাঙ্গণে সার্বিক বিষয় নিয়ে সাংবাদ সম্মেলন করে সোহরাওয়ার্দী কলেজের শিক্ষার্থীরা।

সংবাদ সম্মেলনে সোহরাওয়ার্দী কলেজের শিক্ষার্থী লিখন ইসলাম বলেন, সোহরাওয়ার্দী কলেজে ১ম ও ৪র্থ বর্ষের পরীক্ষা চলাকালীন বিক্ষোভকারীরা হামলা করেন। এ সময় তারা পরীক্ষার্থীদের ডকুমেন্টস ও ফাইল ছিঁড়ে এবং পুড়িয়ে ফেলে।

তিনি বলেন, অভিজিতের মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে সোহরাওয়ার্দী কলেজে যে ধ্বংসযজ্ঞ চালানো হয়েছে তার সুষ্ঠু সমাধান চান শিক্ষার্থীরা। এসময় তিনি মাহাবুর রহমান মোল্লা কলেজসহ বাকি কলেজের প্রিন্সিপাল এবং সোহরাওয়ার্দী কলেজের প্রিন্সিপাল, অফিসার্স কাউন্সিলকে সমাধানের রোডম্যাপ দিতে হবে। যদি কোনো সমাধান না দিতে পারে তাহলে সোমবার সকাল ১০টায় বিক্ষোভ কর্মসূচি হবে।

তিনি আরো বলেন, সমাধানের বৈঠকে প্রিন্সিপালসহ ৬ জন শিক্ষক, সোহরাওয়ার্দী কলেজের ৫ জন শিক্ষার্থী প্রতিনিধি এবং কবি নজরুল কলেজের শিক্ষার্থী প্রতিনিধি রাখতে হবে। মাহাবুর রহমান মোল্লা কলেজসহ ১৯টি কলেজ মিলিয়ে ইউনাইটেড কলেজ অব বাংলাদেশ (ইউসিবি) সংগঠনের নেতৃত্ব হামলা চালিয়েছে। এই সংগঠনের নেপথ্যে কারা তার তদন্ত করতে হবে।

কবি নজরুল কলেেজের শিক্ষার্থী মেহেদী হাসান বলেন, কবি নজরুল কলেজের যাদের পরীক্ষা সোহরাওয়ার্দীতে ছিল অনেকেই আহত হয়েছে। যারা ইউসিবির ইন্ধনে হামলা চালিয়েছে এবং এই সংগঠনের নেপথ্যে আছে তাদেরকে খুঁজে বের করতে হবে। যে ক্ষতি তারা করেছে, এর দায়ভার কারা নিবে? এই ক্ষতিপূরণ গুলো কবে নিশ্চিত করবে সেটা আগামী ২৪ ঘণ্টার মধ্যে প্রশাসন, দেশের সরকার ও উপদেষ্টারা যদি নিশ্চিত না করেন তাহলে অন্য কলেজ না আসলেও কবি নজরুল এবং সোহরাওয়ার্দী কঠোর কর্মসূচিতে যাবে।

প্রসঙ্গত, এর আগে রোববার ডা. মাহাবুর রহমান মোল্লা কলেজের শিক্ষার্থী অভিজিৎ (১৮)-এর মৃত্যুকে কেন্দ্র করে ঢাকা ন্যাশনাল মেডিকেল ইনস্টিটিউট হাসপাতাল ঘেরাও করেন শিক্ষার্থীরা। এদিন দুপুর আড়াইটা নাগাদ সোহরাওয়ার্দী ও কবি নজরুল কলেজের শিক্ষার্থীদের সঙ্গে ন্যাশনাল মেডিকেল কলেজ ঘেরাও করতে আসা শিক্ষার্থীদের সংঘর্ষের একপর্যায়ে এ ঘটনা ঘটে।

নওরোজ/এসএইচ

Please Share This Post in Your Social Media

‘সোহরাওয়ার্দী কলেজের ক্ষয়ক্ষতি প্রায় ১০ কোটি টাকা’

নওরোজ ডেস্ক
Update Time : ০৬:০৬:০৮ অপরাহ্ন, সোমবার, ২৫ নভেম্বর ২০২৪

রাজধানীর সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজে হামলা, ভাঙচুর ও প্রশাসনিক কাগজপত্র ফিরিয়ে দিতে ২৪ ঘণ্টার আল্টিমেটাম দিয়েছে শিক্ষার্থীরা। এসময় তারা কলেজে প্রায় ১০ কোটি টাকার ক্ষয়ক্ষতির ব্যাখ্যা চেয়েছেন শিক্ষার্থীরা।

রোববার (২৫ নভেম্বর) সন্ধ্যায় এ ঘটনায় ক্যাম্পাস প্রাঙ্গণে সার্বিক বিষয় নিয়ে সাংবাদ সম্মেলন করে সোহরাওয়ার্দী কলেজের শিক্ষার্থীরা।

সংবাদ সম্মেলনে সোহরাওয়ার্দী কলেজের শিক্ষার্থী লিখন ইসলাম বলেন, সোহরাওয়ার্দী কলেজে ১ম ও ৪র্থ বর্ষের পরীক্ষা চলাকালীন বিক্ষোভকারীরা হামলা করেন। এ সময় তারা পরীক্ষার্থীদের ডকুমেন্টস ও ফাইল ছিঁড়ে এবং পুড়িয়ে ফেলে।

তিনি বলেন, অভিজিতের মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে সোহরাওয়ার্দী কলেজে যে ধ্বংসযজ্ঞ চালানো হয়েছে তার সুষ্ঠু সমাধান চান শিক্ষার্থীরা। এসময় তিনি মাহাবুর রহমান মোল্লা কলেজসহ বাকি কলেজের প্রিন্সিপাল এবং সোহরাওয়ার্দী কলেজের প্রিন্সিপাল, অফিসার্স কাউন্সিলকে সমাধানের রোডম্যাপ দিতে হবে। যদি কোনো সমাধান না দিতে পারে তাহলে সোমবার সকাল ১০টায় বিক্ষোভ কর্মসূচি হবে।

তিনি আরো বলেন, সমাধানের বৈঠকে প্রিন্সিপালসহ ৬ জন শিক্ষক, সোহরাওয়ার্দী কলেজের ৫ জন শিক্ষার্থী প্রতিনিধি এবং কবি নজরুল কলেজের শিক্ষার্থী প্রতিনিধি রাখতে হবে। মাহাবুর রহমান মোল্লা কলেজসহ ১৯টি কলেজ মিলিয়ে ইউনাইটেড কলেজ অব বাংলাদেশ (ইউসিবি) সংগঠনের নেতৃত্ব হামলা চালিয়েছে। এই সংগঠনের নেপথ্যে কারা তার তদন্ত করতে হবে।

কবি নজরুল কলেেজের শিক্ষার্থী মেহেদী হাসান বলেন, কবি নজরুল কলেজের যাদের পরীক্ষা সোহরাওয়ার্দীতে ছিল অনেকেই আহত হয়েছে। যারা ইউসিবির ইন্ধনে হামলা চালিয়েছে এবং এই সংগঠনের নেপথ্যে আছে তাদেরকে খুঁজে বের করতে হবে। যে ক্ষতি তারা করেছে, এর দায়ভার কারা নিবে? এই ক্ষতিপূরণ গুলো কবে নিশ্চিত করবে সেটা আগামী ২৪ ঘণ্টার মধ্যে প্রশাসন, দেশের সরকার ও উপদেষ্টারা যদি নিশ্চিত না করেন তাহলে অন্য কলেজ না আসলেও কবি নজরুল এবং সোহরাওয়ার্দী কঠোর কর্মসূচিতে যাবে।

প্রসঙ্গত, এর আগে রোববার ডা. মাহাবুর রহমান মোল্লা কলেজের শিক্ষার্থী অভিজিৎ (১৮)-এর মৃত্যুকে কেন্দ্র করে ঢাকা ন্যাশনাল মেডিকেল ইনস্টিটিউট হাসপাতাল ঘেরাও করেন শিক্ষার্থীরা। এদিন দুপুর আড়াইটা নাগাদ সোহরাওয়ার্দী ও কবি নজরুল কলেজের শিক্ষার্থীদের সঙ্গে ন্যাশনাল মেডিকেল কলেজ ঘেরাও করতে আসা শিক্ষার্থীদের সংঘর্ষের একপর্যায়ে এ ঘটনা ঘটে।

নওরোজ/এসএইচ