সোশ্যাল মিডিয়ার সমালোচনা দেখার সময় নেই: লিটন

- Update Time : ০৭:১৯:৫৫ অপরাহ্ন, বুধবার, ২০ সেপ্টেম্বর ২০২৩
- / ১৮০ Time View
বিশ্বকাপের আগে ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজকে ধরা হচ্ছে পরীক্ষা-নিরীক্ষার সিরিজ। এর মাঝে সোশ্যাল মিডিয়াতে সমালোচনা শুরু হয়েছে যুব বিশ্বকাপজয়ী ক্রিকেটার তানজিম হাসান সাকিবের পুরোনা ফেসবুক পোস্ট নিয়ে।
যদিও ইতিমধ্যে ক্ষমা চেয়েছেন তরুণ এই পেসার। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পক্ষ থেকে ভবিষ্যতের জন্য সতর্ক করা হয়েছে।
বুধবার (২০ সেপ্টেম্বর) সংবাদ সম্মেলনে আসেন আসন্ন সিরিজে অধিনায়ক পাওয়া লিটন দাস। সেখানে তার কাছে জানতে চাওয়া হয় বিশ্বকাপের আগে মাঠের বাইরের এসব আলোচনা কীভাবে দেখেন? এমন প্রশ্নের উত্তরে লিটনের অকপট জবাব, ‘দেখি না।’
লিটন বলেন, ‘আমি বললাম উনার প্রশ্নে। এখন এত পরিমাণে খেলা, সামাজিক যোগাযোগমাধ্যম দেখার মতো সময় আমাদের হাতে নেই। প্রতিটি খেলোয়াড়ের কারও কাছে নেই।
যে যার ব্যক্তিগত জীবন নিয়ে ব্যস্ত থাকে। তারপরের সময়টা পরিবারকে দেয়। আমার কাছে মনে হয় না এই জিনিসটা প্রভাব রাখে।’
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
জনপ্রিয়