সোনার নতুন দাম মঙ্গলবার থেকে কার্যকর

- Update Time : ১১:২৮:৪১ অপরাহ্ন, সোমবার, ৬ অক্টোবর ২০২৫
- / ১৬ Time View
দুই লাখ টাকার মাইলফলক ছুঁয়ে ফেলল সোনার ভরি। এটিই দেশের ইতিহাসে সোনার সর্বোচ্চ দর। নতুন দর মঙ্গলবার থেকে সারা দেশে কার্যকর হবে।
বাংলাদেশ জুয়েলার্স সমিতি আজ সোমবার সন্ধ্যায় সোনার মূল্যবৃদ্ধির ঘোষণা দেয়। তাদের দেওয়া হিসাব অনুযায়ী, মঙ্গলবার থেকে সোনার দাম ভরিপ্রতি সর্বোচ্চ ৩ হাজার ১৫০ টাকা বাড়বে। সর্বশেষ গত রোববার সোনার দাম ২ হাজার ২২৯ টাকা বেড়েছিল। তার মানে তিন দিনে ভরিপ্রতি সোনার দাম বেড়েছে ৫ হাজার ৩৭৯ টাকা। তাতে প্রতি ভরি সোনার দাম দুই লাখ টাকা ছাড়িয়ে যাচ্ছে। জুয়েলার্স সমিতির তথ্যানুযায়ী, দেশের বাজারে কাল থেকে এক ভরি, অর্থাৎ ২২ ক্যারেটের হলমার্ক করা সোনা কিনতে খরচ করতে হবে ২ লাখ ৭২৬ টাকা। এ ছাড়া প্রতি ভরি ২১ ক্যারেট সোনা ১ লাখ ৯১ হাজার ৬০৫ টাকা, ১৮ ক্যারেট ১ লাখ ৬৪ হাজার ২২৯ টাকা এবং সনাতন পদ্ধতির সোনা ১ লাখ ৩৬ হাজার ৪৪৫ টাকায় বিক্রি হবে।দেশের স্বাধীনতাযুদ্ধের সময় সোনার ভরি ছিল ১৭০ টাকা।
আজ পর্যন্ত প্রতি ভরি ২২ ক্যারেট সোনা ১ লাখ ৯৭ হাজার ৫৭৬ টাকা, ২১ ক্যারেট সোনা ১ লাখ ৮৮ হাজার ৫৯৫ টাকা, ১৮ ক্যারেট ১ লাখ ৬১ হাজার ৬৫১ টাকা এবং সনাতন পদ্ধতির সোনা ১ লাখ ৩৪ হাজার ২৫৩ টাকায় বিক্রি হয়েছে। মঙ্গলবার থেকে ২২ ক্যারেট সোনার দাম ভরিতে ৩ হাজার ১৫০ টাকা, ২১ ক্যারেটে ৩ হাজার ১০ টাকা এবং ১৮ ক্যারেটে ২ হাজার ৫৭৮ টাকা দাম বাড়বে। এ ছাড়া সনাতন পদ্ধতির সোনার দাম ভরিতে ২ হাজার ১৯২ টাকা বাড়বে।
বিশ্ববাজারে কয়েক দিন ধরে সোনার দাম টানা বাড়ছে। আজ সোমবার একপর্যায়ে প্রতি আউন্স সোনার দাম ৩ হাজার ৯৫২ ডলারে দাঁড়ায়। ১ অক্টোবর সোনার দাম ছিল ৩ হাজার ৮৭১ ডলার।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
জনপ্রিয়