সোনারগাঁয়ে মাজার পূজা ও গান বাজনা বন্ধের দাবিতে বিক্ষোভ মিছিল

- Update Time : ০৫:৩১:০৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ জানুয়ারী ২০২৫
- / ১২০ Time View
নারায়ণগঞ্জ সোনারগাঁও উপজেলা সাদিপুর ইউনিয়নে কয়েকটি মাজারে ওরশের নামে গান বাজনা,গাজার আসর,অশ্লীল বেহায়াপনা বন্ধের দাবিতে আলেম-উলামা ঐক্য পরিষদ ও এলাকার জনসাধারণ চোত্রাপাশা এলাকায় বিক্ষোভ মিছিল করেন।
এ সময় উপস্থিত ছিলেন আলেম-ওলাম ঐক্য পরিষদের পক্ষে আলহাজ্ব গোলাম মোস্তফা সদর বাংলাদেশ মুজাহিদ কমিটি ও মাওলানা আবুল বাশার সহ বিভিন্ন মসজিদ মাদ্রাসার ইমাম ও আলেম উলামা এবং এলাকার সুধী সমাজ।
এ সময় তারা বলেন আমরা এই বিষয়ে জেলা প্রশাসকের কার্যালয়, উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সোনারগাঁ থানা অফিসার ইনচার্জ এর নিকট লিখিত অভিযোগ দায়ের করেছি, আমরা আশা করছি আমাদের সমাজে মাজার পূজার নামে যে গান বাজনা মাদকের আস্তানা ও অশ্লীল বেহায়াপনা বন্ধের জন্য প্রশাসনের নিকট জোর দাবি জানাচ্ছি।
এ বিষয়ে সোনারগাঁও অফিসার্স ইনচার্জ এমএ বারি বলেন আমরা লিখিত অভিযোগ পেয়েছি তদন্ত সাপেক্ষে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে।