সোনারগাঁয়ে জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদের কমিটি গঠন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

- Update Time : ০৬:০৪:৪৯ অপরাহ্ন, রবিবার, ৯ ফেব্রুয়ারী ২০২৫
- / ৩৫ Time View
নারায়ণগঞ্জ সোনারগাঁ জাতীয় ওলামা-মাশায়েখ আইম্মা পরিষদ কমিটি গঠন ও মতবিনিময় সভা আনন্দবাজার বায়তুল কারীম জামে মসজিদে অনুষ্ঠিত হয়।
জাতীয় ওলামা-মাশায়েখ আইম্মা পরিষদ সোনারগাঁ থানার আহবায়ক মাওলানা মীর আবুল কালাম আজাদীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুফতি আদ্ দিফায়ী-সভাপতি জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদ নারায়ণগঞ্জ জেলা। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন মাওলানা ওবায়দুল কাদের নদভী- সাবেক সভাপতি জাতীয় ওলামা-মাশায়েখ আইম্মা পরিষদ সোনারগাঁ থানা।
এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুফতি কাউসার বাঙালি, মাওলানা জসিম উদ্দিন, মাওলানা কামরুল ইসলাম আরিফী, মুহা ফারুক আহমাদ মুন্সী। পরে সকলের উপস্থিতিতে জাতীয় ওলামা-মাশায়েখ আইম্মা পরিষদ সোনারগাঁ থানা শাখার কমিটি ঘোষণা করা হয়। মাওলানা কামরুল ইসলাম আরিফীকে সভাপতি, মাওলানা মীর আবুল কালাম আজাদীকে সহ-সভাপতি ও মাওলানা মোস্তফা কামাল হোসাইনকে সাধারণ সম্পাদক করে ৩১ সদস্য বিশিষ্ট কমিটির নাম প্রকাশ করা হয়।