সেবা সহজীকরণে ভূমি মেলা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে: তনিমা আফ্রাদ

- Update Time : ০৮:৪১:০৮ অপরাহ্ন, রবিবার, ২৫ মে ২০২৫
- / ৬৩ Time View
ভূমি সেবা সহজীকরণ ও জনগণের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার লক্ষ্যে তিন দিনব্যাপী ভূমি মেলা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
মেলার মূল উদ্দেশ্য হচ্ছে জনবান্ধব ও অনলাইন ভিত্তিক ভূমি সেবা প্রদানের মাধ্যমে জনগণের মাঝে ভূমি সচেতনতা বৃদ্ধি করা। ই-নামজারির আবেদন প্রক্রিয়া, অনলাইনে ভূমি উন্নয়ন কর প্রদান এবং এ সকল ফি সম্পূর্ণভাবে অনলাইনে গ্রহণ করা সংক্রান্ত বিষয়ে জনগণকে ব্যাপক ধারণা দেওয়া।
এছাড়া ডাকযোগে ভূমি সেবা-মৌজা ম্যাপ প্রাপ্তি, অনলাইনে ডিসিআর, অনলাইনে খতিয়ান প্রাপ্তি, ভূমি সেবা সম্পর্কে অভিযোগ জানাতে বা ভূমি সেবা সংক্রান্ত যে কোন বিষয় জানতে হট লাইন সেবা (১৬১২২) এর উপযোগিতা সম্পর্কেও সচেতন করা।
উপজেলা ভূমি অফিসের আয়োজনে ভূমি মেলার উদ্বোধনকালে অনুষ্ঠানের প্রধান অতিথি উপজেলা নির্বাহী কর্মকর্তা তনিমা আফ্রাদ বক্তব্য প্রদানকালে এ সব কথা বলেন।
রবিবার (২৫ মে) সকালে “নিয়মিত ভূমি উন্নয়ন কর প্রদান করি, নিজের জমি সুরক্ষিত রাখি” প্রতিপাদ্যে উপজেলা ভূমি অফিসের আয়োজনে ভূমি মেলা উপলক্ষে বর্ণাঢ্য র্যালী বের হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা ভূমি অফিস প্রাঙ্গণে সহকারী কমিশনার (ভূমি) নূরী তাসনিম ঊর্মি এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে ভূমি মেলার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা তনিমা আফ্রাদ।
এ সময় অন্যান্যের মাঝে উপজেলা জাতীয় মহিলা সংস্থার দায়িত্ব প্রাপ্ত কর্মকর্তা জেসমিন আক্তার, উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা ওবায়দুর রহমান সহ বিভিন্ন দপ্তর প্রধান, বিভিন্ন ইউনিয়ন ভূমি কর্মকর্তা, সেবা গ্রহীতা ও নানা শ্রেণী-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
জনপ্রিয়