সেন্টমার্টিন থেকে ফেরার পথে স্পিডবোট ডুবি, নিখোঁজ ১

- Update Time : ০৪:২২:৪২ অপরাহ্ন, সোমবার, ১৪ অক্টোবর ২০২৪
- / ১০৭ Time View
কক্সবাজার সীমান্ত উপজেলা টেকনাফের সেন্টমার্টিন থেকে স্পিডবোট নিয়ে শাহপরীরদ্বীপে আসার পথে স্পিডবোট ডুবির ঘটনা ঘটেছে। এ ঘটনায় নুর আলাইশাহ (৮) নামের সেন্টমার্টিনের এক শিশু নিখোঁজ রয়েছে। এছাড়া উদ্ধার করা হয়েছে ৭ জন যাত্রীকে।
সোমবার (১৪ অক্টোবর) সকাল ১১ টার দিকে সাগর উত্তাল থাকায় নাফ নদীর গোলারচর এলাকায় এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আদনান চৌধুরী।
তিনি বলেন, সেন্টমার্টিন থেকে চালকসহ ৯ জন যাত্রী টেকনাফে ফিরছিলেন। নাফনদীর গোলাচর নামক এলাকায় পৌঁছালে দুর্ঘটনার কবলে পড়ে। এ সময় এক শিশু নিখোঁজ হয়। পাশে থাকা আরেকটি স্পিডবোট এসে আটজনকে উদ্ধার করে। নিখোঁজ শিশুটিকে উদ্ধারের চেষ্টা চলছে।
শাহপরীরদ্বীপ জেটি এলাকার লাইনম্যান আবদুল্লাহ বলেন, সেন্টমার্টিন থেকে ফেরার পথে একটি স্পিডবোট ডুবে যায়। বিষয়টি জানতে পেরে আমার স্পিডবোট নিয়ে গিয়ে তাদের উদ্ধার করি। উদ্ধার হাওয়া যাত্রীদের চিকিৎসা দেওয়া হচ্ছে।
নওরোজ/এসএইচ