ঢাকা ১০:৩৬ অপরাহ্ন, শুক্রবার, ০৮ অগাস্ট ২০২৫, ২৪ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

সেন্টমার্টিনকে ‘সিঙ্গেল ইউজ প্লাস্টিক’ মুক্ত করার চেষ্টা করছি: পরিবেশ উপদেষ্টা

আন্তর্জাতিক ডেস্ক
  • Update Time : ০২:৩৭:৩৯ অপরাহ্ন, বুধবার, ২৮ মে ২০২৫
  • / ৬৮ Time View

সেন্টমার্টিনকে ‘সিঙ্গেল ইউজ প্লাস্টিক’ মুক্ত করার চেষ্টা চলছে বলে জানিয়েছেন পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।

বুধবার (২৮ মে) দুপুরে রাজধানীর ইস্কাটনে ‘সেভ ক্যানেল, সেভ সিটি’–র এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

ঢাকার খাল নিয়ে পরিবেশ উপদেষ্টা বলেন, ঢাকার ১৯টি খালে পানির প্রবাহ ফিরিয়ে আনতে কাজ শুরু করা হয়েছে। শুভাঢ্যা খাল আর খাল নেই, এটি প্লাস্টিকের খালে পরিণত হয়েছে।

তিনি আরও বলেন, ঢাকা শহরের খাল ও নদী নিয়ে দুঃখের শেষ নেই। সরকার চাইলেই সব খাল দখলমুক্ত করতে পারবে না। এটি সময়সাপেক্ষ ব্যাপার। ঢাকার চারটি নদী পুনরুদ্ধারে কাজ করা হচ্ছে—বুড়িগঙ্গা, তুরাগ, ধলেশ্বরী মৃতপ্রায়, আর শীতলক্ষ্যা মোটামুটি ভালো আছে। তুরাগ নদী ফিরিয়ে আনতে বিশ্ব ব্যাংক সহায়তা করবে।

পলিথিন বাদ দেয়ার বিকল্প নেই জানিয়ে পরিবেশ উপদেষ্টা বলেন, দেশের স্বার্থে যখন একটি আইন করা হয়, সেটি নিয়ে সবার এগিয়ে আসা উচিত। নিজেদের স্বার্থেই প্লাস্টিক পরিহার করতে হবে। সুপারশপগুলোতে পলিথিনমুক্ত ব্যবস্থা চালু করা হয়েছে বলেও জানান তিনি।

Please Share This Post in Your Social Media

সেন্টমার্টিনকে ‘সিঙ্গেল ইউজ প্লাস্টিক’ মুক্ত করার চেষ্টা করছি: পরিবেশ উপদেষ্টা

আন্তর্জাতিক ডেস্ক
Update Time : ০২:৩৭:৩৯ অপরাহ্ন, বুধবার, ২৮ মে ২০২৫

সেন্টমার্টিনকে ‘সিঙ্গেল ইউজ প্লাস্টিক’ মুক্ত করার চেষ্টা চলছে বলে জানিয়েছেন পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।

বুধবার (২৮ মে) দুপুরে রাজধানীর ইস্কাটনে ‘সেভ ক্যানেল, সেভ সিটি’–র এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

ঢাকার খাল নিয়ে পরিবেশ উপদেষ্টা বলেন, ঢাকার ১৯টি খালে পানির প্রবাহ ফিরিয়ে আনতে কাজ শুরু করা হয়েছে। শুভাঢ্যা খাল আর খাল নেই, এটি প্লাস্টিকের খালে পরিণত হয়েছে।

তিনি আরও বলেন, ঢাকা শহরের খাল ও নদী নিয়ে দুঃখের শেষ নেই। সরকার চাইলেই সব খাল দখলমুক্ত করতে পারবে না। এটি সময়সাপেক্ষ ব্যাপার। ঢাকার চারটি নদী পুনরুদ্ধারে কাজ করা হচ্ছে—বুড়িগঙ্গা, তুরাগ, ধলেশ্বরী মৃতপ্রায়, আর শীতলক্ষ্যা মোটামুটি ভালো আছে। তুরাগ নদী ফিরিয়ে আনতে বিশ্ব ব্যাংক সহায়তা করবে।

পলিথিন বাদ দেয়ার বিকল্প নেই জানিয়ে পরিবেশ উপদেষ্টা বলেন, দেশের স্বার্থে যখন একটি আইন করা হয়, সেটি নিয়ে সবার এগিয়ে আসা উচিত। নিজেদের স্বার্থেই প্লাস্টিক পরিহার করতে হবে। সুপারশপগুলোতে পলিথিনমুক্ত ব্যবস্থা চালু করা হয়েছে বলেও জানান তিনি।