ঢাকা ০১:৩৭ অপরাহ্ন, শনিবার, ১০ মে ২০২৫, ২৭ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

সৃজিত মুখার্জি ডেঙ্গুতে আক্রান্ত

নওরোজ বিনোদন ডেস্ক
  • Update Time : ০৬:৩২:১১ অপরাহ্ন, রবিবার, ২০ অগাস্ট ২০২৩
  • / ১৭০ Time View

কলকাতার পরিচালক সৃজিত মুখার্জি ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন। ফেসবুকে নিজেই এ খবর দেন তিনি। নিজের সিনেমা ‘অটোগ্রাফ’-এর সেই জনপ্রিয় গান, ‘চল রাস্তায় সাজি ট্রামলাইন’-এর কথা বদলে দিয়ে, সেই ঢঙে পরিচালক লিখেছেন, ‘জল রাস্তায় হয় ডেঙ্গু, আর কম যায় তাই প্লাটিলেট… #কনফার্ম।’

পরিচালকের এমন পোস্টে উদ্বিগ্ন তার অনুরাগীরা। সৃজিতের পোস্টে কমেন্ট করছেন অভিনেত্রী, পরিচালক অপর্ণা সেন থেকে শুরু করে টালিপাড়ার আরো অনেকেই।

অপর্ণা সেন লিখেছেন, ‘টেককেয়ার রিজু! আমার ডেঙ্গু হয়েছিল, তাই জানি এটা কতটা দুর্বল করে দেয়! নার্সিং হোমে ভর্তি হয়ে যাবেন আশা করি।’ তার উত্তরে পরিচালক পাল্টা লিখেছেন, ‘এখনই নয়, কাল প্লাটিলেট চেক করে, বাক্স গোছাব ভাবছি।’ অপর্ণা সেন আবারও লেখেন, ‘সৃজিত মুখার্জি, আমি নিশ্চিত যে আপনি ভালো থাকবেন এবং আপনার মাও একজন ডাক্তার।

তবু যেখানে প্লাটিলেট গণনা জড়িত, সেখানে সতর্কতার দিক থেকে ভুল করাই ভালো।’ এদিকে কদিন আগে ফেসবুকে হেঁয়ালিপূর্ণ পোস্টে লিখেছিলেন সৃজিত, ‘অন্ধকার নামছে, এতটাই ঘন অন্ধকার যে চারদিকে কিছুই দেখতে পাওয়া যাচ্ছে না।’

ঠিক কী হয়েছে জানতে খোঁজ নিয়ে জানা যায়, পরিচালক অসুস্থ। এ বিষয়ে খোঁজ নিয়ে পরিচালকের স্ত্রী রাফিয়াত রশিদ মিথিলার সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, ‘বড় কিছু নয়, জ্বর হয়েছে। এখন উনি কিছুটা ভালো আছেন।’ তবে এখন জানা যাচ্ছে, তার সেই জ্বর আসলে ডেঙ্গুর কারণেই হয়েছে।

 

Please Share This Post in Your Social Media

সৃজিত মুখার্জি ডেঙ্গুতে আক্রান্ত

নওরোজ বিনোদন ডেস্ক
Update Time : ০৬:৩২:১১ অপরাহ্ন, রবিবার, ২০ অগাস্ট ২০২৩

কলকাতার পরিচালক সৃজিত মুখার্জি ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন। ফেসবুকে নিজেই এ খবর দেন তিনি। নিজের সিনেমা ‘অটোগ্রাফ’-এর সেই জনপ্রিয় গান, ‘চল রাস্তায় সাজি ট্রামলাইন’-এর কথা বদলে দিয়ে, সেই ঢঙে পরিচালক লিখেছেন, ‘জল রাস্তায় হয় ডেঙ্গু, আর কম যায় তাই প্লাটিলেট… #কনফার্ম।’

পরিচালকের এমন পোস্টে উদ্বিগ্ন তার অনুরাগীরা। সৃজিতের পোস্টে কমেন্ট করছেন অভিনেত্রী, পরিচালক অপর্ণা সেন থেকে শুরু করে টালিপাড়ার আরো অনেকেই।

অপর্ণা সেন লিখেছেন, ‘টেককেয়ার রিজু! আমার ডেঙ্গু হয়েছিল, তাই জানি এটা কতটা দুর্বল করে দেয়! নার্সিং হোমে ভর্তি হয়ে যাবেন আশা করি।’ তার উত্তরে পরিচালক পাল্টা লিখেছেন, ‘এখনই নয়, কাল প্লাটিলেট চেক করে, বাক্স গোছাব ভাবছি।’ অপর্ণা সেন আবারও লেখেন, ‘সৃজিত মুখার্জি, আমি নিশ্চিত যে আপনি ভালো থাকবেন এবং আপনার মাও একজন ডাক্তার।

তবু যেখানে প্লাটিলেট গণনা জড়িত, সেখানে সতর্কতার দিক থেকে ভুল করাই ভালো।’ এদিকে কদিন আগে ফেসবুকে হেঁয়ালিপূর্ণ পোস্টে লিখেছিলেন সৃজিত, ‘অন্ধকার নামছে, এতটাই ঘন অন্ধকার যে চারদিকে কিছুই দেখতে পাওয়া যাচ্ছে না।’

ঠিক কী হয়েছে জানতে খোঁজ নিয়ে জানা যায়, পরিচালক অসুস্থ। এ বিষয়ে খোঁজ নিয়ে পরিচালকের স্ত্রী রাফিয়াত রশিদ মিথিলার সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, ‘বড় কিছু নয়, জ্বর হয়েছে। এখন উনি কিছুটা ভালো আছেন।’ তবে এখন জানা যাচ্ছে, তার সেই জ্বর আসলে ডেঙ্গুর কারণেই হয়েছে।