ঢাকা ০৫:২৬ পূর্বাহ্ন, শুক্রবার, ১৪ মার্চ ২০২৫, ২৯ ফাল্গুন ১৪৩১ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজঃ
জাতীয় পরিচয় পত্রের কার্যক্রম সিভিল রেজিস্ট্রেশন কমিশনে হস্তান্তরের সিদ্ধান্ত বাতিলের দাবীতে মানববন্ধন রমেকের ডাক্তার মাহাবুবকে চান ‘না’ সহকর্মীরা, অন্যত্র বদলির দাবি  চায়ের দোকানের আঁড়ালে মদের ব্যবসা, গ্রেফতার ২ কুবির সাংবাদিকতা বিভাগের এক শিক্ষকের বিরুদ্ধে উত্তরসহ প্রশ্নফাঁসের অভিযোগ নারীর প্রতি সহিংসতা রোধে শর্টকোড চালুর সিদ্ধান্ত কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে চালু হচ্ছে বাস ট্র্যাকিং সিস্টেম ধর্ষণকারীর মৃত্যুদণ্ডের দাবিতে গাজীপুরে ছাত্র-জনতার বিক্ষোভ মিছিল নোয়াখালীতে নামাজ পড়তে গেলে মসজিদের শৌচাগারে শিশুকে বলৎকার বান্দরবানে দলবদ্ধ ধর্ষণের মামলায় ৪ আসামীর যাবজ্জীবন, ১ লাখ টাকা জরিমানা ধর্ষণ বিরোধী স্লোগানে মুখরিত কুবি ক্যাম্পাস

সৃজিত মুখার্জি ডেঙ্গুতে আক্রান্ত

নওরোজ বিনোদন ডেস্ক
  • Update Time : ০৬:৩২:১১ অপরাহ্ন, রবিবার, ২০ অগাস্ট ২০২৩
  • / ১৪৪ Time View

কলকাতার পরিচালক সৃজিত মুখার্জি ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন। ফেসবুকে নিজেই এ খবর দেন তিনি। নিজের সিনেমা ‘অটোগ্রাফ’-এর সেই জনপ্রিয় গান, ‘চল রাস্তায় সাজি ট্রামলাইন’-এর কথা বদলে দিয়ে, সেই ঢঙে পরিচালক লিখেছেন, ‘জল রাস্তায় হয় ডেঙ্গু, আর কম যায় তাই প্লাটিলেট… #কনফার্ম।’

পরিচালকের এমন পোস্টে উদ্বিগ্ন তার অনুরাগীরা। সৃজিতের পোস্টে কমেন্ট করছেন অভিনেত্রী, পরিচালক অপর্ণা সেন থেকে শুরু করে টালিপাড়ার আরো অনেকেই।

অপর্ণা সেন লিখেছেন, ‘টেককেয়ার রিজু! আমার ডেঙ্গু হয়েছিল, তাই জানি এটা কতটা দুর্বল করে দেয়! নার্সিং হোমে ভর্তি হয়ে যাবেন আশা করি।’ তার উত্তরে পরিচালক পাল্টা লিখেছেন, ‘এখনই নয়, কাল প্লাটিলেট চেক করে, বাক্স গোছাব ভাবছি।’ অপর্ণা সেন আবারও লেখেন, ‘সৃজিত মুখার্জি, আমি নিশ্চিত যে আপনি ভালো থাকবেন এবং আপনার মাও একজন ডাক্তার।

তবু যেখানে প্লাটিলেট গণনা জড়িত, সেখানে সতর্কতার দিক থেকে ভুল করাই ভালো।’ এদিকে কদিন আগে ফেসবুকে হেঁয়ালিপূর্ণ পোস্টে লিখেছিলেন সৃজিত, ‘অন্ধকার নামছে, এতটাই ঘন অন্ধকার যে চারদিকে কিছুই দেখতে পাওয়া যাচ্ছে না।’

ঠিক কী হয়েছে জানতে খোঁজ নিয়ে জানা যায়, পরিচালক অসুস্থ। এ বিষয়ে খোঁজ নিয়ে পরিচালকের স্ত্রী রাফিয়াত রশিদ মিথিলার সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, ‘বড় কিছু নয়, জ্বর হয়েছে। এখন উনি কিছুটা ভালো আছেন।’ তবে এখন জানা যাচ্ছে, তার সেই জ্বর আসলে ডেঙ্গুর কারণেই হয়েছে।

 

Please Share This Post in Your Social Media

সৃজিত মুখার্জি ডেঙ্গুতে আক্রান্ত

নওরোজ বিনোদন ডেস্ক
Update Time : ০৬:৩২:১১ অপরাহ্ন, রবিবার, ২০ অগাস্ট ২০২৩

কলকাতার পরিচালক সৃজিত মুখার্জি ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন। ফেসবুকে নিজেই এ খবর দেন তিনি। নিজের সিনেমা ‘অটোগ্রাফ’-এর সেই জনপ্রিয় গান, ‘চল রাস্তায় সাজি ট্রামলাইন’-এর কথা বদলে দিয়ে, সেই ঢঙে পরিচালক লিখেছেন, ‘জল রাস্তায় হয় ডেঙ্গু, আর কম যায় তাই প্লাটিলেট… #কনফার্ম।’

পরিচালকের এমন পোস্টে উদ্বিগ্ন তার অনুরাগীরা। সৃজিতের পোস্টে কমেন্ট করছেন অভিনেত্রী, পরিচালক অপর্ণা সেন থেকে শুরু করে টালিপাড়ার আরো অনেকেই।

অপর্ণা সেন লিখেছেন, ‘টেককেয়ার রিজু! আমার ডেঙ্গু হয়েছিল, তাই জানি এটা কতটা দুর্বল করে দেয়! নার্সিং হোমে ভর্তি হয়ে যাবেন আশা করি।’ তার উত্তরে পরিচালক পাল্টা লিখেছেন, ‘এখনই নয়, কাল প্লাটিলেট চেক করে, বাক্স গোছাব ভাবছি।’ অপর্ণা সেন আবারও লেখেন, ‘সৃজিত মুখার্জি, আমি নিশ্চিত যে আপনি ভালো থাকবেন এবং আপনার মাও একজন ডাক্তার।

তবু যেখানে প্লাটিলেট গণনা জড়িত, সেখানে সতর্কতার দিক থেকে ভুল করাই ভালো।’ এদিকে কদিন আগে ফেসবুকে হেঁয়ালিপূর্ণ পোস্টে লিখেছিলেন সৃজিত, ‘অন্ধকার নামছে, এতটাই ঘন অন্ধকার যে চারদিকে কিছুই দেখতে পাওয়া যাচ্ছে না।’

ঠিক কী হয়েছে জানতে খোঁজ নিয়ে জানা যায়, পরিচালক অসুস্থ। এ বিষয়ে খোঁজ নিয়ে পরিচালকের স্ত্রী রাফিয়াত রশিদ মিথিলার সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, ‘বড় কিছু নয়, জ্বর হয়েছে। এখন উনি কিছুটা ভালো আছেন।’ তবে এখন জানা যাচ্ছে, তার সেই জ্বর আসলে ডেঙ্গুর কারণেই হয়েছে।