ঘন কুয়াশা
সূর্যের দেখা নেই দিনাজপুরে
- Update Time : ১১:৩২:৫৩ পূর্বাহ্ন, শনিবার, ১ নভেম্বর ২০২৫
- / ১৪৪ Time View
দিনাজপুরে সূর্যের দেখা নেই গত বৃহস্পতিবার থেকে। মাঝেমধ্যে বৃষ্টি হচ্ছে। সকাল ও সন্ধ্যায় থাকছে ঘন কুয়াশা। গতকাল শুক্রবার তাপমাত্রা ২ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস কমেছে। অনেক এলাকায় মানুষকে শীতবস্ত্র পরে চলাফেরা করতে দেখা গেছে।
আবহাওয়া অধিদপ্তরের কর্মকর্তারা জানিয়েছেন, ভারতের অন্ধ্রপ্রদেশে আঘাত হানা ঘূর্ণিঝড় মোন্থার প্রভাবে দিনাজপুরে এমন বৈরী আবহাওয়া আজ শনিবার পর্যন্ত থাকবে। কাল রোববার সূর্যের দেখা মিলতে পারে।
স্থানীয়রা বলছেন, হিমালয়ের কাছাকাছি অবস্থানের কারণে দিনাজপুরে আগেভাগে শীত অনুভূত হয়। গত কয়েক দিন ধরে সকাল ও সন্ধ্যায় কুয়াশা পড়ছে। তবে গত বৃহস্পতি ও গতকাল শুক্রবার কুয়াশার কারণে যান চলাচল বাধাগ্রস্ত হয়। সূর্য না ওঠায় বেশ ঠান্ডা অনুভূত হচ্ছে।
সদরের মাসিমপুরের কৃষক রফিকুল ইসলাম বলেন, গত বছর এই সময়ে কুয়াশার সঙ্গে হালকা শীত ছিল। এবার হঠাৎ করে ঘন কুয়াশার সঙ্গে ঠান্ডা পড়ছে। দুই দিন সূর্যের দেখা না মেলায় মনে হচ্ছে, পুরো শীত এসে গেছে।
দিনাজপুরের আঞ্চলিক আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের কর্মকর্তারা জানান, গতকাল শুক্রবার দিনাজপুরে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২২ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। আগের দিন এটি ছিল ২৪ দশমিক ৬।
পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা তোফাজ্জল হোসেন বলেন, ঘূর্ণিঝড় মোন্থার প্রভাবে আকাশে ঘন মেঘমালার বিস্তৃতি। এ জন্য সূর্যের দেখা মিলছে না।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
জনপ্রিয়






































































































