সুন্দরবন পূর্ব বনবিভাগে অভয়ারণ্যে মাছ ধরা নিষিদ্ধ, খালে লাল পতাকা
- Update Time : ০৮:১৩:৫৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ নভেম্বর ২০২৫
- / ২৫ Time View
সুন্দরবন পূর্ব বনবিভাগের দুবলা ও সেলারচর বনাঞ্চলের অভয়ারণ্যে মাছ ধরায় নিষিদ্ধ নদী ও খালে জেলেদের সতর্কতার জন্য লাল পতাকা স্থাপন করেছে বনবিভাগ।
বন বিভাগ সূত্রে জানা যায়, সুন্দরবন পূর্ব বন বিভাগের শরণখোলা রেঞ্জের শেলারচর ও দুবলার অভয়ারণ্যের মাছ ধরায় নিষিদ্ধ নদী ও খালে কেউ যাতে মাছ ধরতে না পারে সে লক্ষ্যে জেলেদের সতর্ক করার জন্য গত দুইদিন ধরে খাল ও নদীর প্রবেশ মুখ ও আশপাশে লাল পতাকা স্থাপন করছেন বন রক্ষীরা।

শেলারচর ফরেস্ট টহল ফাড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা ফরেস্টার আব্দুর সবুর বলেন, জেলেদের সতর্কতার জন্য সেলার চর টহল ফাড়ির আওতাধীন ছাপড়াখালি খাল, চানমিয়ার খাল, গাববাড়িয়ার খাল ,মরা চানমিয়ার খাল, আদানি গুডগুডি খাল ও সিংগারটেক বনাঞ্চলের খালের প্রবেশ মুখ ও আশপাশের বিভিন্ন স্থানে লাল পতাকা স্থাপন করা হয়েছে।
এছাড়া সেলারচর শুটকি পল্লীর আশপাশের বনের মধ্যে হরিণের বিচরণ এলাকায় কেউ যাতে প্রবেশ করতে না পারে সেজন্য লাল ফিতার বেষ্টনী দেওয়া হয়েছে বলে ফরেষ্টার আঃ সবুর জানান।
জেলে পল্লী দুবলার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফরেস্ট রেঞ্জার মিল্টন রায় বলেন, বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) মহোদয়ের নির্দেশে হরিণ শিকার ও অভয়ারণ্যের খালে মাছ ধরা প্রতিরোধে নিষিদ্ধ এলাকা সমূহে জেলেদের সতর্কতার জন্য লাল পতাকা স্থাপনের কাজ শুরু হয়েছে।
গত সোম ও মঙ্গলবার দুই দিনে বনরক্ষীরা দুবলার আলোর কোল, মেহেলআলী সহ আশপাশের খালে লাল পতাকা স্থাপন ও হরিণের বিচরণ এলাকায় ভুল করে যাতে কেউ ঢুকতে না পারে সেজন্য সুন্দরবনের বিভিন্ন পয়েন্টে লাল ফিতার বেষ্টনী দেওয়া হয়েছে।
সুন্দরবন পূর্ব বনবিভাগ বাগেরহাটের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) মোঃ রেজাউল করিম চৌধুরী বলেন, সুন্দরবনের অভয়ারণ্যের খালে মাছ ধরা নিষিদ্ধ। জেলেরা অনেক সময় অভয়ারণ্যের খালে ঢুকে পড়ে ,সে কারণে জেলেদের সতর্ক করার লক্ষ্যে অভয়ারণ্যের খাল ও আশপাশের সুন্দরবনের বিভিন্ন পয়েন্টে লাল পতাকা স্থাপনের জন্য রেঞ্জ ও স্টেশন কর্মকর্তাদের নির্দেশনা দেওয়া হয়েছে বলে (ডিএফও) জানিয়েছেন ।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
জনপ্রিয়






































































































































































































