সুন্দরগঞ্জে জেএসডি’র কাউন্সিল

- Update Time : ০৬:৩২:৪৮ অপরাহ্ন, শুক্রবার, ১৮ জুলাই ২০২৫
- / ৯ Time View
গাইবান্ধার সুন্দরগঞ্জে জাতীয় সমাজতান্ত্রিক দল (জেএসডি)’র উপজেলা কাউন্সিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৮ জুলাই) বিকালে এ লক্ষ্যে উপজেলার শোভাগঞ্জ বাজারে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন- জেএসডি’র কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি আমিন উদ্দিন বিএসসি। বিশেষ অতিথি ছিলেন- জেলা জেএসডি’র আহ্বায়ক আলী আজগর (আরজ), যুগ্ন-আহ্বায়ক মেকাইল হোসেন খন্দকার।
উপজেলা জেএসডি’র সভাপতি হাজী আব্দুল মান্নান’র সভাপতিত্বে অনুষ্ঠিত অধিবেশনে সম্মানীত অতিথির বক্তব্য রাখেন জাতীয় শক্তির চেয়ারম্যান অধ্যক্ষ এম. শরিফুল ইসলাম। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন শামছুল ইসলাম, নূরুন্নবী মিয়া, গোলজার রহমানসহ উপজেলা ও বিভিন্ন ইউনিয়নের জেএসডি’র নেতৃবৃন্দ।
পরে দ্বি-বার্ষিক কাউন্সিল অধিবেশনে হাজী আব্দুল মান্নানকে সভাপতি, মেকাইল হোসেন খন্দকারকে সাঃ সম্পাদক ও গোলজার রহমানকে সাংগঠনিক সম্পাদক করে ৩১ সদস্য বিশিষ্ট উপজেলা জেএসডি’র কার্যকরি কমিটি ঘোষণা করেন অতিথিবৃন্দ।