ঢাকা ০৪:৪০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৯ অক্টোবর ২০২৫, ২৪ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ
২৫ লক্ষ টাকা মূল্যের ঢেউটিন আত্নসাৎ

সীতাকুন্ডে ৪৮ ঘন্টার মধ্যে রহস্য উদঘাটন; গ্রেফতার ১

সীতাকুণ্ড সংবাদদাতা
  • Update Time : ০৮:৫৯:০৩ অপরাহ্ন, বুধবার, ৯ অক্টোবর ২০২৪
  • / ১১৪ Time View

চট্টগ্রামের সীতাকুন্ডে তদন্ত গ্রহণের ৪৮ ঘন্টার মধ্যে ২৫ লক্ষ টাকা মূল্যের ঢেউটিন আত্নসাৎ এর ঘটনায় রুজু হওয়া মামলার রহস্য উদঘাটন সহ ঘটনার সাথে জড়িত আসামীকে গ্রেফতার করেছে পিবিআই চট্টগ্রাম জেলা। গত ০৭ অক্টোবর ২০২৪ খ্রিঃ তারিখ মাদারীপুর জেলার মাদারীপুর সদর থানাধীন মোস্তফাপুর বাজার থেকে  আসামী সবুজ ফকিরকে গ্রেফতার করা হয়। তার দেওয়া তথ্যের ভিত্তিতে খুলনা জেলার আড়ংঘাটা থানা এলাকা হতে ২৫ লক্ষ টাকা মূল্যের ১৪ মে.টন ঢেউটিন সহ চোরাই কাজে ব্যবহৃত গাড়ী (ট্রাক) উদ্ধার করা হয়।

এম.আলম ট্রান্সপোর্ট এজেন্সীর ম্যানেজার মোঃ রুবেল হাওলাদার বিভিন্ন ব্রুকারের মাধ্যমে ট্রাক সংগ্রহ করে বিভিন্ন কোম্পানির, ব্যক্তিগত মালামাল কমিশনের বিনিময়ে পরিবহন সেবা প্রদান করে থাকে। গত ১০/০৯/২০২৪ ইং তারিখ দুপুর অনুমান ১২.০০ ঘটিকার সময় সীতাকুন্ড থানাধীন বড় কুমিরা এলাকার কর্ণফুলী ষ্টীল মিলস্ লিঃ নামক ঢেউটিন ফ্যাক্টরী হতে বরিশাল সদরে যাওয়ার উদ্দেশ্যে একটি ট্রাক বুকিং এর আবেদন মোবাইলের মাধ্যমে এম. আলম ট্রান্সপোর্ট এজেন্সী কর্তৃপক্ষের কাছে আসে। ম্যানেজার মোঃ রুবেল হাওলাদার ব্রুকার মোঃ ইমরান, কদমতলী, চট্টগ্রাম, এর মাধ্যমে ২৪,০০০/- টাকায় একটি ট্রাক ভাড়া করে। তাকে ব্রুকার ইমরান ট্রাক ড্রাইভার এমদাদ এর মোবাইল নম্বর এবং ট্রাকের নম্বর দেয়। ট্রাকটি কর্ণফুলী ষ্টীল মিলস্ লিঃ পৌছালে মালামাল লোড হওয়ার পর এম. আলম ট্রান্সপোর্ট এজেন্সীর প্রতিনিধি মোঃ সাগর ড্রাইভারকে ভাড়া বাবদ নগদ ২৪,০০০/- (চব্বিশ হাজার) টাকা প্রদান করে। পরবর্তীতে বর্ণিত ট্রাক ড্রাইভার বাদীর বুকিংকৃত মালামাল সহ বরিশালের উদ্দেশ্যে গত ১০/০৯/২০২৪ ইং তারিখ রাত অনুমান ১১.৪০ ঘটিকার সময় রওনা হয়। পরদিন গত ১১/০৯/২০২৪ ইং তারিখ বরিশালের শরীফ এন্ড সন্স এর লোকজন বাদীর ট্রান্সপোর্টকে ফোন করে জানায় তাদের বুকিংকৃত মালামাল ঢেউটিন নিয়ে ট্রাক ড্রাইভার পৌঁছায় নাই। বাদী তাৎক্ষণিক ট্রাক ড্রাইভারের মোবাইলে ফোন করলে মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়। ট্রাক এর চালক এমদাদ তার সহযোগী অজ্ঞাতনামা আসামীদের সহযোগিতায় বাদীর সহিত প্রতারণা পূর্বক বিশ্বাসভঙ্গ করে ২৫,০০,০০০/- (পঁচিশ লক্ষ) টাকার মালামাল (ঢেউটিন) আত্মসাৎ করেছে মর্মে সীতাকুন্ড থানায় একখানা এজাহার দায়ের করেন। বাদীর উক্তরূপ এজাহারের ভিত্তিতে অফিসার ইনচার্জ, সীতাকুন্ড থানা, চট্টগ্রাম সীতাকুন্ড থানার মামলা নং-২২, তারিখ-১৬/০৯/২০২৪ ইং, ধারা-৪০৬/৪২০ পেনাল কোড রুজু করে এবং সীতাকুন্ড থানা চট্টগ্রাম মামলাটির তদন্ত শুরু করে।

গত ১০/০৯/২০২৪ খ্রিঃ সীতাকুন্ড থানাধীন বড় কুমিরা এলাকার কর্নফুলী স্ট্রীল মিল লিঃ ঢেউটিন ফ্যাক্টরী হতে ২৫ লক্ষ টাকার ঢেউটিন ট্রাকের প্রকৃত নাম্বারের স্থলে জালিয়াতি করে জাল ডিজিটাল নাম্বার প্লেট প্রস্তুত করে প্রতিস্থাপন করে ট্রাক যোগে বরিশাল সদরে পৌঁছে দেওয়ার চুক্তি ভঙ্গ করায় ক্ষতিগ্রস্থ বাদী রুবেল হাওলাদার কর্তৃক দায়েরকৃত আলোচিত প্রতারণা মামলাটির দীর্ঘদিন রহস্য উদ্ঘাটন, আলামত উদ্ধার ও আসামী গ্রেফতার না হওয়ায় বাদী নিরুপায় হয়ে চট্টগ্রাম জেলা পিবিআই কার্যালয়ে পুলিশ সুপারের বরাবর লিখিত আবেদন করেন। আবেদনের প্রেক্ষিতে তাৎক্ষনিক ভাবে পিবিআই বিধি অনুযায়ী মামলাটি থানা হইতে পিবিআই কর্তৃক তদন্ত গ্রহনের জন্য উদ্ধর্তন কর্তৃপক্ষের অনুমতি গ্রহন সাপেক্ষে তদন্ত তৎপরতা শুরু করেন। পিবিআই চট্টগ্রাম জেলার একটি চৌকস ও দক্ষ টিম এসআই শাহাদাত হোসেন এর নেতৃত্বে আধুনিক তথ্য প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে মাত্র ৪৮ ঘন্টার মধ্যে মাদারিপুর থানা এলাকা হইতে ঘটনার সাথে সম্পৃক্ত মূল আসামী সবুজ ফকির, পিতা-দেলোয়ার ফকির , গ্রাম-জিকরহাটী, থানা-মাদারীপুর সদর, জেলা মাদারীপুর কে গ্রেফতার করে । তার দেওয়া তথ্য মতে কেএমপি খুলনার আড়ংঘাটা থানা এলাকা হতে লুণ্ঠিত ২৫ লক্ষ টাকার আলামত ঢেউটিন এবং যশোর জেলার বেনাপোল স্থলবন্দর এলাকা হতে মালামাল পরিবহনে ব্যবহৃত কর্ভার্ড ভ্যান উদ্ধার করা হয়।

Please Share This Post in Your Social Media

২৫ লক্ষ টাকা মূল্যের ঢেউটিন আত্নসাৎ

সীতাকুন্ডে ৪৮ ঘন্টার মধ্যে রহস্য উদঘাটন; গ্রেফতার ১

সীতাকুণ্ড সংবাদদাতা
Update Time : ০৮:৫৯:০৩ অপরাহ্ন, বুধবার, ৯ অক্টোবর ২০২৪

চট্টগ্রামের সীতাকুন্ডে তদন্ত গ্রহণের ৪৮ ঘন্টার মধ্যে ২৫ লক্ষ টাকা মূল্যের ঢেউটিন আত্নসাৎ এর ঘটনায় রুজু হওয়া মামলার রহস্য উদঘাটন সহ ঘটনার সাথে জড়িত আসামীকে গ্রেফতার করেছে পিবিআই চট্টগ্রাম জেলা। গত ০৭ অক্টোবর ২০২৪ খ্রিঃ তারিখ মাদারীপুর জেলার মাদারীপুর সদর থানাধীন মোস্তফাপুর বাজার থেকে  আসামী সবুজ ফকিরকে গ্রেফতার করা হয়। তার দেওয়া তথ্যের ভিত্তিতে খুলনা জেলার আড়ংঘাটা থানা এলাকা হতে ২৫ লক্ষ টাকা মূল্যের ১৪ মে.টন ঢেউটিন সহ চোরাই কাজে ব্যবহৃত গাড়ী (ট্রাক) উদ্ধার করা হয়।

এম.আলম ট্রান্সপোর্ট এজেন্সীর ম্যানেজার মোঃ রুবেল হাওলাদার বিভিন্ন ব্রুকারের মাধ্যমে ট্রাক সংগ্রহ করে বিভিন্ন কোম্পানির, ব্যক্তিগত মালামাল কমিশনের বিনিময়ে পরিবহন সেবা প্রদান করে থাকে। গত ১০/০৯/২০২৪ ইং তারিখ দুপুর অনুমান ১২.০০ ঘটিকার সময় সীতাকুন্ড থানাধীন বড় কুমিরা এলাকার কর্ণফুলী ষ্টীল মিলস্ লিঃ নামক ঢেউটিন ফ্যাক্টরী হতে বরিশাল সদরে যাওয়ার উদ্দেশ্যে একটি ট্রাক বুকিং এর আবেদন মোবাইলের মাধ্যমে এম. আলম ট্রান্সপোর্ট এজেন্সী কর্তৃপক্ষের কাছে আসে। ম্যানেজার মোঃ রুবেল হাওলাদার ব্রুকার মোঃ ইমরান, কদমতলী, চট্টগ্রাম, এর মাধ্যমে ২৪,০০০/- টাকায় একটি ট্রাক ভাড়া করে। তাকে ব্রুকার ইমরান ট্রাক ড্রাইভার এমদাদ এর মোবাইল নম্বর এবং ট্রাকের নম্বর দেয়। ট্রাকটি কর্ণফুলী ষ্টীল মিলস্ লিঃ পৌছালে মালামাল লোড হওয়ার পর এম. আলম ট্রান্সপোর্ট এজেন্সীর প্রতিনিধি মোঃ সাগর ড্রাইভারকে ভাড়া বাবদ নগদ ২৪,০০০/- (চব্বিশ হাজার) টাকা প্রদান করে। পরবর্তীতে বর্ণিত ট্রাক ড্রাইভার বাদীর বুকিংকৃত মালামাল সহ বরিশালের উদ্দেশ্যে গত ১০/০৯/২০২৪ ইং তারিখ রাত অনুমান ১১.৪০ ঘটিকার সময় রওনা হয়। পরদিন গত ১১/০৯/২০২৪ ইং তারিখ বরিশালের শরীফ এন্ড সন্স এর লোকজন বাদীর ট্রান্সপোর্টকে ফোন করে জানায় তাদের বুকিংকৃত মালামাল ঢেউটিন নিয়ে ট্রাক ড্রাইভার পৌঁছায় নাই। বাদী তাৎক্ষণিক ট্রাক ড্রাইভারের মোবাইলে ফোন করলে মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়। ট্রাক এর চালক এমদাদ তার সহযোগী অজ্ঞাতনামা আসামীদের সহযোগিতায় বাদীর সহিত প্রতারণা পূর্বক বিশ্বাসভঙ্গ করে ২৫,০০,০০০/- (পঁচিশ লক্ষ) টাকার মালামাল (ঢেউটিন) আত্মসাৎ করেছে মর্মে সীতাকুন্ড থানায় একখানা এজাহার দায়ের করেন। বাদীর উক্তরূপ এজাহারের ভিত্তিতে অফিসার ইনচার্জ, সীতাকুন্ড থানা, চট্টগ্রাম সীতাকুন্ড থানার মামলা নং-২২, তারিখ-১৬/০৯/২০২৪ ইং, ধারা-৪০৬/৪২০ পেনাল কোড রুজু করে এবং সীতাকুন্ড থানা চট্টগ্রাম মামলাটির তদন্ত শুরু করে।

গত ১০/০৯/২০২৪ খ্রিঃ সীতাকুন্ড থানাধীন বড় কুমিরা এলাকার কর্নফুলী স্ট্রীল মিল লিঃ ঢেউটিন ফ্যাক্টরী হতে ২৫ লক্ষ টাকার ঢেউটিন ট্রাকের প্রকৃত নাম্বারের স্থলে জালিয়াতি করে জাল ডিজিটাল নাম্বার প্লেট প্রস্তুত করে প্রতিস্থাপন করে ট্রাক যোগে বরিশাল সদরে পৌঁছে দেওয়ার চুক্তি ভঙ্গ করায় ক্ষতিগ্রস্থ বাদী রুবেল হাওলাদার কর্তৃক দায়েরকৃত আলোচিত প্রতারণা মামলাটির দীর্ঘদিন রহস্য উদ্ঘাটন, আলামত উদ্ধার ও আসামী গ্রেফতার না হওয়ায় বাদী নিরুপায় হয়ে চট্টগ্রাম জেলা পিবিআই কার্যালয়ে পুলিশ সুপারের বরাবর লিখিত আবেদন করেন। আবেদনের প্রেক্ষিতে তাৎক্ষনিক ভাবে পিবিআই বিধি অনুযায়ী মামলাটি থানা হইতে পিবিআই কর্তৃক তদন্ত গ্রহনের জন্য উদ্ধর্তন কর্তৃপক্ষের অনুমতি গ্রহন সাপেক্ষে তদন্ত তৎপরতা শুরু করেন। পিবিআই চট্টগ্রাম জেলার একটি চৌকস ও দক্ষ টিম এসআই শাহাদাত হোসেন এর নেতৃত্বে আধুনিক তথ্য প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে মাত্র ৪৮ ঘন্টার মধ্যে মাদারিপুর থানা এলাকা হইতে ঘটনার সাথে সম্পৃক্ত মূল আসামী সবুজ ফকির, পিতা-দেলোয়ার ফকির , গ্রাম-জিকরহাটী, থানা-মাদারীপুর সদর, জেলা মাদারীপুর কে গ্রেফতার করে । তার দেওয়া তথ্য মতে কেএমপি খুলনার আড়ংঘাটা থানা এলাকা হতে লুণ্ঠিত ২৫ লক্ষ টাকার আলামত ঢেউটিন এবং যশোর জেলার বেনাপোল স্থলবন্দর এলাকা হতে মালামাল পরিবহনে ব্যবহৃত কর্ভার্ড ভ্যান উদ্ধার করা হয়।