ঢাকা ০৫:১০ অপরাহ্ন, রবিবার, ২৩ নভেম্বর ২০২৫, ৯ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

সিলেট সীমান্তে ভারতীয় খাসিয়াদের গুলিতে বাংলাদেশি যুবক নিহত

সিলেট প্রতিনিধি
  • Update Time : ০৩:৫০:৪৯ অপরাহ্ন, রবিবার, ২৩ নভেম্বর ২০২৫
  • / ১৬ Time View

সিলেটের কানাইঘাটের লোভাছড়া সীমান্ত

সিলেটের কানাইঘাটের লোভাছড়া সীমান্তে জামাল উদ্দিন (৪৫) নামের এক বাংলাদেশির মরদেহ উদ্ধার করা হয়েছে। তাকে ভারতীয় খাসিয়ারা গুলি করে হত্যা করেছে বলে অভিযোগ পাওয়া গেছে।নিহত জামাল উদ্দিন কানাইঘাট উপজেলার কান্দলা বাংলাটিলা গ্রামের মৃত মকরম আলীর পুত্র।

নিহতের পরিবার সূত্রে জানা যায়, কাজের সন্ধানে শনিবার সকালে বাড়ি থেকে বেরিয়ে যান জামাল। পরে আর বাড়ি ফিরেননি। রাতে বিজিবির টহল দল বাংলাদেশের অভ্যন্তরে গুলিবিদ্ধ অবস্থায় তার মরদেহ দেখতে পায়।

তবে কানাইঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল আউয়াল জানান, জামাল উদ্দিনসহ কয়েকজন গত রাতে সুপারি চুরি করতে ভারতের অভ্যন্তরে ঢুকে পড়ে। এসময় খাসিয়ারা গুলি করে। এতে জামাল উদ্দিন আহত হয়। পরে দেশের সীমান্তের ভেতরে ঢুকে সে মারা যায়।

তিনি বলেন, পুলিশ রোববার ভোরে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে। এরপর মরদেহ ময়নাতদন্তের জন্য রবিবার সকালে সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

Please Share This Post in Your Social Media

সিলেট সীমান্তে ভারতীয় খাসিয়াদের গুলিতে বাংলাদেশি যুবক নিহত

সিলেট প্রতিনিধি
Update Time : ০৩:৫০:৪৯ অপরাহ্ন, রবিবার, ২৩ নভেম্বর ২০২৫

সিলেটের কানাইঘাটের লোভাছড়া সীমান্তে জামাল উদ্দিন (৪৫) নামের এক বাংলাদেশির মরদেহ উদ্ধার করা হয়েছে। তাকে ভারতীয় খাসিয়ারা গুলি করে হত্যা করেছে বলে অভিযোগ পাওয়া গেছে।নিহত জামাল উদ্দিন কানাইঘাট উপজেলার কান্দলা বাংলাটিলা গ্রামের মৃত মকরম আলীর পুত্র।

নিহতের পরিবার সূত্রে জানা যায়, কাজের সন্ধানে শনিবার সকালে বাড়ি থেকে বেরিয়ে যান জামাল। পরে আর বাড়ি ফিরেননি। রাতে বিজিবির টহল দল বাংলাদেশের অভ্যন্তরে গুলিবিদ্ধ অবস্থায় তার মরদেহ দেখতে পায়।

তবে কানাইঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল আউয়াল জানান, জামাল উদ্দিনসহ কয়েকজন গত রাতে সুপারি চুরি করতে ভারতের অভ্যন্তরে ঢুকে পড়ে। এসময় খাসিয়ারা গুলি করে। এতে জামাল উদ্দিন আহত হয়। পরে দেশের সীমান্তের ভেতরে ঢুকে সে মারা যায়।

তিনি বলেন, পুলিশ রোববার ভোরে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে। এরপর মরদেহ ময়নাতদন্তের জন্য রবিবার সকালে সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।