ব্রেকিং নিউজঃ
সিলেট সীমান্তে বিএসএফের গুলিতে নিহত ১, আহত ৪

সিলেট প্রতিনিধি
- Update Time : ০১:০৭:৩১ পূর্বাহ্ন, রবিবার, ৩১ অগাস্ট ২০২৫
- / ৪১ Time View
সিলেটের কানাইঘাটের ডোনা সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)-এর গুলিতে আব্দুর রহমান (৪০) নামে এক বাংলাদেশি নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও চারজন।
শনিবার বিকাল ৫টা পর্যন্ত তার লাশ সীমান্তের জিরো পয়েন্টে পড়েছিল বলে নিশ্চিত করেছেন কানাইঘাট থানার ওসি আব্দুল আউয়াল।
তিনি জানান, বিএসএফের সঙ্গে যোগাযোগ করে লাশ হস্তান্তরের প্রক্রিয়া চলছে।
নিহত আব্দুর রহমান উপজেলার আটগ্রাম বড়চাতল (বাকুরি) গ্রামের খলিলুর রহমানের ছেলে।
স্থানীয় সূত্র জানায়, আব্দুর রহমানসহ কয়েকজন চোরাচালানের মহিষ আনতে সীমান্তে গেলে বিএসএফ সদস্যরা তাদের লক্ষ্য করে গুলি চালায়। এতে ঘটনাস্থলে আব্দুর রহমানের মৃত্যু হয়।
এদিকে পূর্ব লক্ষীপ্রসাদ ইউনিয়নের ইউপি সদস্য নুরুল ইসলাম গণমাধ্যমকে জানান, এ ঘটনায় আহত হয়েছেন জামিল আহমদ, হুসেন আহমদ, আয়নুল হক ও জুমিল আহমদ। তারা বিভিন্ন স্থানে চিকিৎসা নিচ্ছেন।
শুক্রবার বিকালে উপজেলার ডোনা সীমান্তের ১৩৩৯ নম্বর পিলারের কাছে এ ঘটনা ঘটে।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
জনপ্রিয়