২০ ডিসেম্বর প্রত্যাহার
সিলেট প্রেসক্লাব নির্বাচনে বিভিন্ন পদে ২১ প্রার্থীর মনোনয়পত্র দাখিল
- Update Time : ০২:১১:৫৪ অপরাহ্ন, শুক্রবার, ১৯ ডিসেম্বর ২০২৫
- / ২৪ Time View
সিলেট প্রেসক্লাবের ২০২৬-২৭ সেশনের দ্বি-বার্ষিক নির্বাচনে জমা পড়া মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। গত বুধবার সিলেট প্রেসক্লাবের তিন সদস্যের নির্বাচন কমিশন এই বাছাই কার্যক্রম সম্পন্ন করেন। বাছাইকালে জমা পড়া ২১টি মনোনয়পত্রই বৈধ বলে বিবেচিত হয়।
সভাপতি পদে মুকতাবিস উন নূর ও ইকরামুল কবীর।সিনিয়র সহ সভাপতি পদে কবীর আহমদ সোহেল ও এম আব্দুল হান্নান। সহসভাপতি পদে আমিরুল ইসলাম চৌধুরী এহিয়া, কবির আহমদ,কামাল উদ্দিন আহমদ ও মো. ফয়সল আলম। সাধারন সম্পাদক পদে মোহাম্মদ সিরাজুল ইসলামও ইয়াহইযা ফজল। সহ-সাধারন সম্পদক পদে সাকিব আহমদ মিটু ও খালেদ আহমদ।কোষাধক্ষ পদে ফয়সল আমীন ও গোলজার আহমদ।
ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক পদে শেখ আশরাফুল আলম নাছির ও শফিক আহমদ শফি। পঠাগার ও প্রকাশনা সম্পাদ পদে মো.মুহিবুর রহমান।সদস্য পদে আব্দুল আউয়াল চৌধুরী শিপার,আনাস হাবিব কলিন্স,মুহাম্মদ আমজাদ হোসাইন,মো.ফয়সল আলম মনোনয়ন পত্র দাখিল করেন। আগামী ২০ ডিসেম্বর শনিবার বিকেল ৪টা থেকে ৫টা পর্যন্ত মনোনয়পত্র প্রত্যাহার করা যাবে। ওইদিন বিকেল ৬টায় চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হবে।
নির্বাচন কমিশনের প্রিজাইডিং অফিসার অ্যাডভোকেট এমাদ উল্লাহ শহিদুল ইসলাম, কমিশনের সদস্য ব্লাস্টের সাবেক কো-অর্ডিনেটর অ্যাডভোকেট মো. ইরফানুজ্জামান চৌধুরী ও আইজীবী সমিতির সিনিয়র সদস্য অ্যাডভোকেট সন্তু দাস এ বাছাই প্রক্রিয়া সম্পন্ন করেন।
বাছাইকৃত প্রার্থী তালিকা সন্ধ্যা ৭টায় নোটিশ বোর্ডে প্রকাশ করা হয়েছে। এ সময় প্রেসক্লাব সভাপতি ইকরামুল কবির, সাবেক সভাপতি মুকতাবিস-উন-নূর ও ইকবাল সিদ্দিকী, সিনিয়র সহ-সভাপতি খালেদ আহমদ, সাধারণ সম্পাদক মোহাম্মদ সিরাজুল ইসলাম, সাবেক সাধারণ সম্পাদক সমরেন্দ্র বিশ্বাস সমর,সাবেক সহ সভাপতি হুমায়ুন রশীদ চৌধুরী,আব্দুল মালিক জাকা, নির্বাহী কমিটির অন্যান্য কর্মকর্তাসহ প্রার্থী ও ক্লাব সদস্যরা উপস্থিত ছিলেন।
গত ১৫ ডিসেম্বর উৎসবমুখর পরিবেশে মনোনয়নপত্র সংগ্রহের মধ্য দিয়ে সিলেট প্রেসক্লাবের নির্বাচনী প্রক্রিয়া শুরু হয়। আগামী ৩১ ডিসেম্বর বুধবার বিকেল ৩টা থেকে ৫টা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।



























































































































































































