সিলেট প্রেসক্লাব নির্বাচনে দাখিলকৃত সকল প্রার্থীর মনোনয়পত্র বৈধ ঘোষণা

- Update Time : ১১:৩৩:১৫ অপরাহ্ন, বুধবার, ৩ এপ্রিল ২০২৪
- / ১১০ Time View
সিলেট প্রেসক্লাবের ২০২৪-২০২৫ মেয়াদের কার্যনির্বাহী পরিষদ নির্বাচনে দাখিলকৃত প্রার্থীদের তালিকা প্রকাশ করা হয়েছে।
মঙ্গলবার ক্লাবের নির্বাচন পরিচালনা কমিটি যাচাই-বাছাই শেষে এ তালিকা প্রকাশ করে। এতে দাখিলকৃত সকল প্রার্থীর মনোনয়পত্র বৈধ ঘোষণা করা হয়।
বাছাইকৃত প্রার্থী তালিকায় রয়েছেন সভাপতি পদে আবদুল কাদের তাপাদার, ইকরামুল কবির, এম এ হান্নান ও হুমায়ূন রশিদ চৌধুরী। সহসভাপতি দুটি পদে খালেদ আহমদ, বাপ্পা ঘোষ চৌধুরী, মুহাম্মদ আমজাদ হোসাইন ও মো. ফয়ছল আলম। সাধারণ সম্পাদক পদে কবীর আহমদ সোহেল, মো. আফতাব উদ্দিন ও মোহাম্মদ সিরাজুল ইসলাম।
সহসাধারণ সম্পাদক পদে খালেদ আহমদ, দিগেন সিংহ, ফয়সাল আমীন ও শুয়াইবুল ইসলাম। কোষাধ্যক্ষ পদে আনিস রহমান ও নূর আহমদ। ক্রীড়া ও সংস্কৃতি সম্পাদক পদে এ টি এম তুরাব ও শেখ আব্দুল মজিদ। পাঠাগার ও প্রকাশনা সম্পাদক পদে কবির আহমদ ও মো. মুহিবুর রহমান।
৩টি সদস্য পদে আব্দুর রাজ্জাক, আবুল কালাম কাওছার, শেখ আশরাফুল আলম নাসির ও সুনীল সিংহ। আজ সভাপতি পদে এম এ হান্নান ও সহ সভাপতি পদে মুহাম্মদ আমজাদ হোসাইন মনোনয়ন পত্র প্রত্যাহার করেন।