সিলেট প্রেসক্লাবের নির্বাচন ও সাধারণ সভা ৩১ ডিসেম্বর
- Update Time : ০৮:৪৬:৫১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫
- / ২৭ Time View
সিলেট প্রেসক্লাবের দ্বি-বার্ষিক সাধারণ সভা ও ২০২৬-২৭ সেশনের নির্বাচন আগামী ৩১ ডিসেম্বর বুধবার ক্লাব ভবনে অনুষ্ঠিত হবে। সাধারণ সভা শুরু হবে সকাল ১০টায়। বিকেল ৩টা থেকে শুরু হবে ভোট গ্রহণ। একটানা চলবে বিকেল ৫টা পর্যন্ত।
নির্বাচনী তফসিল অনুযায়ী মনোনয়ন পত্র প্রদান ১৫ ডিসেম্বর সন্ধ্যা ৬টা থেকে রাত ৮টা, জমা ১৭ ডিসেম্বর বিকেল ৪টা থেকে ৫টা এবং প্রত্যাহার ২০ ডিসেম্বর বিকেল ৪টা থেকে ৫টা পর্যন্ত। চুড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ ওই দিনই সন্ধ্যা ৬টায়। নির্বাচন সংক্রান্ত বিস্তারিত তথ্য প্রেসক্লাবের নোটিশ বোর্ডে টানানো নির্বাচনী তফসিল থেকে জানা যাবে।
নির্বাচন পরিচালনার জন্য সিলেট জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি ও সিলেট প্রেসক্লাবের আইন উপদেষ্টা অ্যাডভোকেট এমাদ উল্লাহ শহিদুল ইসলামকে আহবায়ক করে ৩ সদস্য বিশিষ্ট নির্বাচন কমিশন গঠন করা হয়েছে। কমিটির অপর দু’জন সদস্য হচ্ছেন জেলা আইনজীবী সমিতির সিনিয়র সদস্য মো. ইরফানুজ্জামান চৌধুরী অ্যাডভোকেট ও সন্তু দাস অ্যাডভোকেট। বুধাবার সন্ধ্যায় সিলেট প্রেসক্লাবের সভাপতি ইকরামুল কবির ও সাধারণ সম্পাদক মোহাম্মদ সিরাজুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে ক্লাব নোটিশ বোর্ডে তফসিল টানানো হয়।



















































































































































































