সভাপতি খোরশেদ আলম ও সাধারন সম্পাদক আশরাফ উদ্দিন
সিলেট জেলা স্ট্যাম্প ভেন্ডার সমিতির কমিটি গঠন

- Update Time : ০৮:২১:৫৮ অপরাহ্ন, বুধবার, ২৫ ডিসেম্বর ২০২৪
- / ১২৭ Time View
সিলেট জেলা স্ট্যাম্প ভেন্ডার সমিতির বার্ষিক সাধারন সভা ও নির্বাচন অনুষ্টিত হয়েছে। আজ বুধবার (২৫.১২.২০২৪) দুপুরে নগরীর একটি হোটেলে সাধারন সভা অনুষ্টিত হয়।
সমিতির সভাপতি হাজি আব্দুল খালিকের সভাপতিত্বে সাধারন সভায় বার্ষিক প্রতিবেদন পাঠ করেন সমিতির সাধারন সম্পাদক হাজী মো. আশরাফ উদ্দিন। মো.সিরাজুল ইসলামের পরিচালনায় বার্ষিক প্রতিবেদনের উপর আলোচনায় অংশ নেন জালাল উদ্দিন, এনাম মিয়া, মহি উদ্দিন শাহান, মিজানুর রহমান দুলাল, আব্দুল খালিক জৈন্তাপুর, গিয়াস আহমদ বালাগঞ্জ, কামরান আহমদ, আব্দুল কুদ্দুসসহ সমিতির সদস্যরা।
সভায় সমিতির স্থায়ী কার্যালয় স্থাপনের সিদ্ধান্ত নেয়া হয়। সভায় সমিতির উন্নয়নের লক্ষে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়। সভা শেষে সদস্যদের মতামতের মাধ্যমে মো. খোরশেদ আলম চৌধুরীকে সভাপতি ও হাজী মো. আশরাফ উদ্দিনকে সাধারন সম্পাদক করে ১৫ সদস্য বিশিষ্ট সিলেট জেলা স্ট্যাম্প ভেন্ডার সমিতি গঠন করা হয়।
কমিটিতে সহ সভাপতি সত্যেন্দ্র কুমার চন্দ, যুগ্ন সম্পাদক জাহাঙ্গীর আলম, অর্থ সম্পাদক মো. সিরাজুল ইসলাম, দপ্তর ও সমাজ কল্যান সম্পাদক মো. এনাম মিয়া, প্রচার সম্পাদক, এ কে এম সামছুদ্দিন, সদস্য মো বুরহান উদ্দিন ইকবাল, আব্দুল কাইয়ুম সরকার, মিজানুর রহমান বেলাল, কামরান আহমদ ও জালাল উদ্দিনকে নির্বাচিত করা হয়। এ ছাড়া মফস্বল প্রতিনিধি করা হয় সোমায়েল হোসেন চৌধুরী,আব্দুল মান্নান,আবু রুশদ ইকবালকে।
সভায় সকলের মতামতের ভিত্তিতে সমিতির উপদেষ্টা করা হয়েছে হাজী আব্দুল খালিক, ঋষিকেশ পাল, তজম্মুল আলী, আব্দুল মতিন ও আব্দুল খালিককে (জৈন্তাপুর) ।