সিলেট কোর্ট পয়েন্টকে শহীদ সাংবাদিক তুরাব চত্বর ঘোষণা

- Update Time : ০৮:২৯:১৯ অপরাহ্ন, শুক্রবার, ১৬ অগাস্ট ২০২৪
- / ১৫৯ Time View
সিলেট নগরীর কোর্ট পয়েন্টকে শহীদ সাংবাদিক এটিএম তুরাব চত্বর ঘোষণা করা হয়েছে।
বৃহস্পতিবার বিকেল সাড়ে ৫টার দিকে সিলেটের প্রতিনিধিত্বশীল সাংবাদিক সংগঠনের নেতৃবৃন্দ, রাজনৈতিক নেতৃবৃন্দ ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন নেতৃবৃন্দের উপস্থিতিতে ব্যানার টানিয়ে আনুষ্ঠানিকভাবে তুরাব চত্বর নামকরণ করা হয়।
এসময় গত ১৯ জুলাই শুক্রবার দুপুরে পুলিশের গুলিতে নির্মমভাবে নিহত বাংলাদেশ ফটো জার্নালিস্ট এসোসিয়েশন (বিপিজেএ) সিলেট বিভাগীয় কমিটির কার্যনির্বাহী কমিটির সদস্য শহীদ সাংবাদিক এটিএম তুরাবের মাগফেরাত কামনায় বিশেষ মোনাজাত করা হয়।
দৈনিক জালালাবাদের চীফ ফটো জার্নালিস্ট হুমায়ুন কবির লিটনের সভাপতিত্বে ও বাংলাদেশ ফটো জার্নালিস্ট এসোসিয়েশন (বিপিজেএ) সিলেট বিভাগীয় কমিটির সাধারণ সম্পাদক মো. নুরুল ইসলামের পরিচালনায় তুরাব চত্বর নামকরণ অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ও সাবেক সিলেট সিটি মেয়র আরিফুল হক চৌধুরী, মহানগর জামায়াতের আমীর মুহাম্মদ ফখরুল ইসলাম, সিলেট প্রেসক্লাবের সভাপতি ইকরামুল কবির, সিনিয়র সহ-সভাপতি খালেদ আহমদ, সাধারণ সম্পাদক মোহাম্মদ সিরাজুল ইসলাম, সিলেট জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শাহ দিদার আলম চৌধুরী নবেল, বাংলাদেশ ফটো জার্নালিস্ট এসোসিয়েশন (বিপিজেএ) সিলেট বিভাগীয় কমিটির প্রতিষ্ঠাতা সভাপতি আতাউর রহমান আতা প্রমূখ।
নেতৃবৃন্দ বলেন, সিলেটের মাটিতে পেশাগত দায়িত্ব পালনকালে পুলিশ কর্তৃক গুলি করে সাংবাদিক হত্যা ইতিহাসের এক কলংকজনক অধ্যায়। তুরাব হত্যার সাথে জড়িত পুলিশ কর্মকর্তাদের বিচারের আওতায় নিয়ে আসতে হবে। দৃষ্টান্তমুলক শাস্তি নিশ্চিত করতে হবে। এ ব্যাপারে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে স্বোচ্ছার হতে হবে।
দেশব্যাপী ছাত্র-জনতার আন্দোলন চলাকালে গত ১৯ জুলাই শুক্রবার বাদ জুম্মা পুলিশের গুলিতে নির্মমভাবে নিহত হন বাংলাদেশ ফটো জার্নালিস্ট এসোসিয়েশন (বিপিজেএ) সিলেট বিভাগীয় কমিটির কার্যনির্বাহী কমিটির সদস্য শহীদ সাংবাদিক এটিএম তুরাব।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
জনপ্রিয়