সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে দুদকের অভিযান

- Update Time : ০৮:৪৮:০৫ অপরাহ্ন, বুধবার, ১০ সেপ্টেম্বর ২০২৫
- / ১৩৮ Time View
সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ব্যাপক অনিয়মের অভিযোগে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
বুধবার দুপুর সাড়ে ১২টা থেকে দুদকের সিলেট কার্যালয়ের কর্মকর্তারা এই অভিযান পরিচালনা করেন।
এক ঘণ্টাব্যাপী এ অভিযানে হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড, ওয়াশরুম, রোগীদের খাবার পরিবেশন ব্যবস্থা, প্যাথলজি বিভাগসহ নথিপত্র খতিয়ে দেখা হয়।
দুদক কর্মকর্তারা জানিয়েছেন, প্রাথমিক তদন্তে বেশ কিছু অনিয়ম ধরা পড়েছে।
এর মধ্যে রয়েছেন- হাসপাতালজুড়ে অপরিচ্ছন্নতা,আউটসোর্সিংয়ে অনিয়ম, ২৬২ জন কর্মচারীর বেতন তিন মাস ধরে আটকে রাখা, রোগীদের নির্ধারিত খাবার মেনুর চেয়ে কম দেওয়া, হাসপাতালের ওষুধ বাইরে বিক্রি করা,রোগীদের প্রয়োজনীয় ওষুধ না দেওয়া, অ্যাম্বুলেন্সে অতিরিক্ত জ্বালানি খরচ দেখিয়ে প্রতিটি অ্যাম্বুলেন্স থেকে মাসে বাড়তি ১,৮০০ টাকা নেওয়া।
দুদকের কর্মকর্তারা জানান, অভিযানে পাওয়া এসব অভিযোগের রেকর্ড সংগ্রহ করা হয়েছে। যাচাই–বাছাই শেষে প্রয়োজনীয় সুপারিশ করা হবে।
সিলেট বিভাগের সবচেয়ে বড় স্বাস্থ্যসেবা কেন্দ্র ৫০০ শয্যার ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রতিদিন গড়ে ১,৫০০ রোগী সেবা নেন। দীর্ঘদিন ধরে এ হাসপাতালে চিকিৎসা সেবার মান নিয়ে রোগী ও স্বজনদের নানা অভিযোগ রয়েছে।তাই সাবেক অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত সিলেটে আবুসিনা ছাত্রাবাসে জেলা হাসপাতাল নির্মান করলে আমলাতান্ত্রিক জটিলতায় এটি চালু হয়নি। এটি চালু হলে এম এজি এসমানী হাসপাতারের উপর চাপ কিছুটা হলেও কমবে।
এছাড়া শাহপরান (রহঃ) মাজার গেইটের সামনে শাহপরান হাসপাতাল চালু থাকলেও চিকিৎসক কর্মচারী নেই বল্লে চলে।এগুলো সঠিক ভাবে চালাতে পারলে এমএজি ওসমানী হাসপালের চাপ অনেকটা কমে আসবে বলে অনেকে মনে করেন।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
জনপ্রিয়