ঢাকা ০২:৩৭ অপরাহ্ন, সোমবার, ৩১ মার্চ ২০২৫, ১৭ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ

সিলেটে হাইকোর্টের পূর্ণাঙ্গ বেঞ্চ পুনঃস্থাপনের দাবিতে প্রধান বিচারপতির নিকট স্মারকলিপি

মো.মুহিবুর রহমান, সিলেট থেকে
  • Update Time : ০৬:৪৩:১৬ অপরাহ্ন, বুধবার, ২৯ জানুয়ারী ২০২৫
  • / ৭৪ Time View

বাংলাদেশের ‘আধ্যাত্মিক ও অর্থনৈতিক রাজধানী’ পুণ্যভূমি সিলেটে হাইকোর্টের পূর্ণাঙ্গ বেঞ্চ পুনঃস্থাপন ও প্রতিষ্ঠাসহ ৩০ দফা দাবি সম্বলিত স্মারকলিপি সিলেটে সফরকালে প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের কাছে তুলে দেন সিলেট বিভাগ গণদাবী ফোরাম নেতৃবৃন্দ। সোমবার বেলা ২টায় স্মারকলিপি তুলে দেন ফোরামের ভারপ্রাপ্ত সভাপতি চৌধুরী আতাউর রহমান আজাদ এডভোকেট।

এসময় প্রধান বিচারপতি স্মারকলিপি গ্রহণ করেন এবং পর্যায়ক্রমে স্মারকলিপিতে উল্লিখিত বিষয়গুলো সমাধনের আশ্বাস দেন।

এসময় সিলেটের সাবেক পিপি ও সিলেট বিভাগ হাইকোর্ট বেঞ্চ বাস্তবায়ন কমিটির সহ সভাপতি এডভোকেট গিয়াস উদ্দিন আহমদ, গণদাবী ফোরাম সিলেট মহানগর সভাপতি শামীম হাসান চৌধুরী এডভোকেট, ফোরামের উপদেষ্টা মুফতি আব্দুর রহমান চৌধুরী এডভোকেট, সিনিয়র আইনজীবী সিরাজ উদ্দিন খান, বিশ্বজিৎ ঘোষ এডভোকেট, মহানন্দ পাল এডভোকেট, শরীফুল হুদা চৌধুরী এডভোকেট, রাশেদুজ্জামান এডভোকেট সহ বিচার বিভাগের ঊর্ধ্বতন ও জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

উলেখ্য, প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদ পাঁচ দিনের সফরে শুক্রবার সন্ধ্যায় বিমান যোগে সিলেট আসেন। তারপর সিলেট সার্কিট হাউজে রাত্রি যাপন করেন। পরে শনিবার সকালে মৌলবীবাজার জেলার দুসাই রিসোর্টে ‘বিচার বিভাগের স্বাধীনতা এবং দক্ষতা’- শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে রাখেন।

এতে সভাপতিত্ব করেন বাংলাদেশ সুপ্রীম কোর্টের জেষ্ঠ্য বিচারপতি মোহাম্মদ আশফাকুল ইসলাম। সেমিনারে সিলেট বিভাগের কর্মরত বিভিন্ন পর্যায়ের বিচারবিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বাংলাদেশ সুপ্রীম কোর্ট ও ইউএনডিপি যৌথভাবে এর আয়োজন করে। পরে তিনি ব্যারিষ্টার সৈয়দ আফজাল হাসান উদ্দিনের বাড়িতে যান। তারপর প্রধান বিচারপতি সিলেট সার্কিট হাউজে যান। তিনি রোববার সকালে সিলেটের বিভিন্ন আদালত পরিদর্শন ও সিলেট জেরা আইনজীবী সমিতি কতৃক সংবর্ধনা অনুষ্টানে যোগদান করেন। পরে সিলেট সার্কিট হাউজে অবস্থান করবেন। তিনি সন্ধ্যায় সিলেট সর্কিট হাউজে কনফারেন্স হলে সিলেটের বিচার বিভাগীয় কর্মকতাদের সাথে মতবিনিময়ে মিলিত হন।

প্রধান বিচারপতি সোমবার সকালে সিলেট চৌহাট্টাস্থ জেলা ও দায়রা জজের সরকারি বাসভবন গৌরগোবিন্দ হিলস পরিদর্শন করবেন। পরে তিনি সিলেট ক্যাডেট কলেজে যান। সেখানে অবস্থানের পর সিলেট সার্কট হাউজে যান। প্রধান বিচারপতি মঙ্গলবার সকাল ১১টা ১০ মিনিটে বিমান যোগে ঢাকার উদ্দেশ্যে সিলেট ত্যাগ করেন।

Please Share This Post in Your Social Media

সিলেটে হাইকোর্টের পূর্ণাঙ্গ বেঞ্চ পুনঃস্থাপনের দাবিতে প্রধান বিচারপতির নিকট স্মারকলিপি

মো.মুহিবুর রহমান, সিলেট থেকে
Update Time : ০৬:৪৩:১৬ অপরাহ্ন, বুধবার, ২৯ জানুয়ারী ২০২৫

বাংলাদেশের ‘আধ্যাত্মিক ও অর্থনৈতিক রাজধানী’ পুণ্যভূমি সিলেটে হাইকোর্টের পূর্ণাঙ্গ বেঞ্চ পুনঃস্থাপন ও প্রতিষ্ঠাসহ ৩০ দফা দাবি সম্বলিত স্মারকলিপি সিলেটে সফরকালে প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের কাছে তুলে দেন সিলেট বিভাগ গণদাবী ফোরাম নেতৃবৃন্দ। সোমবার বেলা ২টায় স্মারকলিপি তুলে দেন ফোরামের ভারপ্রাপ্ত সভাপতি চৌধুরী আতাউর রহমান আজাদ এডভোকেট।

এসময় প্রধান বিচারপতি স্মারকলিপি গ্রহণ করেন এবং পর্যায়ক্রমে স্মারকলিপিতে উল্লিখিত বিষয়গুলো সমাধনের আশ্বাস দেন।

এসময় সিলেটের সাবেক পিপি ও সিলেট বিভাগ হাইকোর্ট বেঞ্চ বাস্তবায়ন কমিটির সহ সভাপতি এডভোকেট গিয়াস উদ্দিন আহমদ, গণদাবী ফোরাম সিলেট মহানগর সভাপতি শামীম হাসান চৌধুরী এডভোকেট, ফোরামের উপদেষ্টা মুফতি আব্দুর রহমান চৌধুরী এডভোকেট, সিনিয়র আইনজীবী সিরাজ উদ্দিন খান, বিশ্বজিৎ ঘোষ এডভোকেট, মহানন্দ পাল এডভোকেট, শরীফুল হুদা চৌধুরী এডভোকেট, রাশেদুজ্জামান এডভোকেট সহ বিচার বিভাগের ঊর্ধ্বতন ও জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

উলেখ্য, প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদ পাঁচ দিনের সফরে শুক্রবার সন্ধ্যায় বিমান যোগে সিলেট আসেন। তারপর সিলেট সার্কিট হাউজে রাত্রি যাপন করেন। পরে শনিবার সকালে মৌলবীবাজার জেলার দুসাই রিসোর্টে ‘বিচার বিভাগের স্বাধীনতা এবং দক্ষতা’- শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে রাখেন।

এতে সভাপতিত্ব করেন বাংলাদেশ সুপ্রীম কোর্টের জেষ্ঠ্য বিচারপতি মোহাম্মদ আশফাকুল ইসলাম। সেমিনারে সিলেট বিভাগের কর্মরত বিভিন্ন পর্যায়ের বিচারবিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বাংলাদেশ সুপ্রীম কোর্ট ও ইউএনডিপি যৌথভাবে এর আয়োজন করে। পরে তিনি ব্যারিষ্টার সৈয়দ আফজাল হাসান উদ্দিনের বাড়িতে যান। তারপর প্রধান বিচারপতি সিলেট সার্কিট হাউজে যান। তিনি রোববার সকালে সিলেটের বিভিন্ন আদালত পরিদর্শন ও সিলেট জেরা আইনজীবী সমিতি কতৃক সংবর্ধনা অনুষ্টানে যোগদান করেন। পরে সিলেট সার্কিট হাউজে অবস্থান করবেন। তিনি সন্ধ্যায় সিলেট সর্কিট হাউজে কনফারেন্স হলে সিলেটের বিচার বিভাগীয় কর্মকতাদের সাথে মতবিনিময়ে মিলিত হন।

প্রধান বিচারপতি সোমবার সকালে সিলেট চৌহাট্টাস্থ জেলা ও দায়রা জজের সরকারি বাসভবন গৌরগোবিন্দ হিলস পরিদর্শন করবেন। পরে তিনি সিলেট ক্যাডেট কলেজে যান। সেখানে অবস্থানের পর সিলেট সার্কট হাউজে যান। প্রধান বিচারপতি মঙ্গলবার সকাল ১১টা ১০ মিনিটে বিমান যোগে ঢাকার উদ্দেশ্যে সিলেট ত্যাগ করেন।