ঢাকা ১১:১২ পূর্বাহ্ন, বুধবার, ২৬ জুন ২০২৪, ১২ আষাঢ় ১৪৩১ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজঃ
কোরআন মজিদের ৪০ আয়াতে আল্লাহ-ও রাসুলের নাম একসাথে পাশাপাশি লিখাঃ যেমন! নোয়াখালীতে পুলিশের ওপর হামলা চালিয়ে আসামি ছিনতাই, গ্রেপ্তার ১৪ বাঁশের সাঁকো ভেঙে যাওয়ায় চরম দুর্ভোগে দুইপাড়ের কয়েকশ পরিবার সবার স্বার্থে সিন্ডিকেটের কবল থেকে বাজারকে রক্ষা করতে হবে: পাটমন্ত্রী সিলেটে পানি আরও কমছে, খুলছে পর্যটন কেন্দ্র সিলেটে বন্যার জন্য অলওয়েদার সড়ক কতটা দায়ী? আশুগঞ্জে ব্যাংকের নিরাপত্তাকর্মী হত্যা: দুইজনের যাবজ্জীবন, তিনজনের ১০ বছর করে জেল লন্ডনে ‘ডিজিটাল থেকে স্মার্ট বাংলাদেশ অগ্রযাত্রায় আমাদের করণীয়’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত সিলেটে বন্যায় ৭ লাখ ৭২ হাজার শিশু ক্ষতিগ্রস্ত হাঁড়িভাঙ্গা আম ও সবজি সংরক্ষণের মিঠাপুকুরে বিশেষায়িত হিমাগার স্থাপিত হবে – কৃষিমন্ত্রী
'লালে লাল বাবা শাহজালাল', স্লোগানে মুখরিত মাজার প্রাঙ্গন

সিলেটে হযরত শাহজালাল (রহঃ) এর ৭০৫ তম ওরস শুরু

মো.মুহিবুর রহমান, সিলেট
  • Update Time : ০৯:০০:৩৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ মে ২০২৪
  • / ৫৫ Time View

ওলিকুল শিরোমণি হজরত শাহজালাল (রহঃ) এর ৭০৫তম ওরস শুরু হয়েছে। আজ মঙ্গলবার (২৮ জুন)।দুই দিনব্যাপী ওরসকে ঘিরে হযরত শাহজালালের (রহ.) দরগাহ এলাকায় নেওয়া হয়েছে ব্যাপক প্রস্তুতি। দল বেঁধে আসা দেশ-বিদেশের ভক্তদের হাতে রয়েছে বাহারি গিলাফ। আর মুখে মুখে উচ্চারণ ‘লালে লাল – বাবা শাহজালাল’। শান্তিপূর্ণভাবে ওরস সম্পন্ন করতে প্রশাসন এবং মাজার কর্তৃপক্ষ নিয়েছে বিভিন্ন পদক্ষেপ। ওরসের সার্বিক নিরাপত্তায় নেওয়া হয়েছে কয়েক স্তরের নিরাপত্তা। দরগাহ এলাকায় বসানো হয়েছে অত্যাধুনিক সিসি ক্যামেরা এবং মাজারের প্রত্যেকটি প্রবেশ দ্বারে বাড়ানো হয়েছে বাড়তি পুলিশি নিরাপত্তা। পুলিশ ও মাজার-সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে এসব তথ্য পাওয়া গেছে।
মাজার কতৃপক্ষ সুত্র জানায়, প্রতিবছর আরবি মাসের ১৯ ও ২০ জিলকদ দুই দিনব্যাপী হযরত শাহজালাল (রহঃ) এর ওরস অনুষ্ঠিত হয়ে থাকে। সোমবার দিবাগত রাত থেকে পশু জবাই করার মধ্য দিয়ে ওরসের কার্যক্রম শুরু হয়েছে। আজ মঙ্গলবার সকালে ঐতিহাসিক গিলাফ ছড়ানোর মাধ্যমে ওরস কার্যক্রমের মূল আনুষ্ঠানিকতা শুরু করেন শাহজালাল (রহ.) দরগাহ কর্তৃপক্ষ। বুধবার ভোররাতে অনুষ্ঠিত হবে আখেরি মোনাজাত, এরপর শিরনি বিতরণের মাধ্যমেলাহ সমাপ্ত হয়ে দুইদিন ব্যাপী এই ওরসের কার্যক্রম। ওরস উপলক্ষে ভক্ত-আশেকানরা শতাধিক গরু ও খাসি এসেছেন নজরানা হিসাবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে সিলেট সিটি কর্পোরেশনের ভারপ্রাপ্ত মেয়র মখলিসুর রহমান কামরান তিনটি গরু মাজারের মোত্তায়ল্লী সরেকওম ফতেহ উল্লাহ আল আমানের কাছ গত মঙ্গলবার হস্থান্তর করেন। সারাদেশ থেকে আসা ভক্ত-আশেকানদের মধ্যে শিরনি বিতরণেরা জন্য পশুগুলো জবাই করা হয়। এই সময়ে ভক্তরা জিকির ও এবাদত বন্দেগির মাধ্যমে সময় অতিবাহিত করবেন।
অন্যায়,অবিচারও দুঃশাসনের বিরুদ্ধে সোচ্চার-অবিচল ভাবমূতি নিয়ে সিলেট অঞ্চলে প্রায় ৮শ বছর আগে সুদূর ইয়েমেন থেকে আগমন করেন হযরত শাহজালাল (রহঃ)। তাঁর জন্ম ১২৭১ খৃস্টাব্দে আরবের ইয়েমেন প্রদ্রেশের কুনিয়া বা কানিয়া নামক স্থানে। ইসলাম প্রচারের জন্য হযরত শাহজালাল (রহ.) ১৩০৩ খ্রিস্টাব্দে ৩৬০ সফরসঙ্গী নিয়ে সিলেট আসেন। ১৩৪৬ খ্রিস্টাব্দের ১৯ জিলকদ তিনি ইন্তেকাল করেন। সিলেটে তিনি যে টিলায় বসবাস করতেন, সেখানেই তাকে দাফন করা হয়। তার কবরকে ঘিরেই পরে গড়ে উঠেছে মাজার।

Please Share This Post in Your Social Media

'লালে লাল বাবা শাহজালাল', স্লোগানে মুখরিত মাজার প্রাঙ্গন

সিলেটে হযরত শাহজালাল (রহঃ) এর ৭০৫ তম ওরস শুরু

Update Time : ০৯:০০:৩৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ মে ২০২৪

ওলিকুল শিরোমণি হজরত শাহজালাল (রহঃ) এর ৭০৫তম ওরস শুরু হয়েছে। আজ মঙ্গলবার (২৮ জুন)।দুই দিনব্যাপী ওরসকে ঘিরে হযরত শাহজালালের (রহ.) দরগাহ এলাকায় নেওয়া হয়েছে ব্যাপক প্রস্তুতি। দল বেঁধে আসা দেশ-বিদেশের ভক্তদের হাতে রয়েছে বাহারি গিলাফ। আর মুখে মুখে উচ্চারণ ‘লালে লাল – বাবা শাহজালাল’। শান্তিপূর্ণভাবে ওরস সম্পন্ন করতে প্রশাসন এবং মাজার কর্তৃপক্ষ নিয়েছে বিভিন্ন পদক্ষেপ। ওরসের সার্বিক নিরাপত্তায় নেওয়া হয়েছে কয়েক স্তরের নিরাপত্তা। দরগাহ এলাকায় বসানো হয়েছে অত্যাধুনিক সিসি ক্যামেরা এবং মাজারের প্রত্যেকটি প্রবেশ দ্বারে বাড়ানো হয়েছে বাড়তি পুলিশি নিরাপত্তা। পুলিশ ও মাজার-সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে এসব তথ্য পাওয়া গেছে।
মাজার কতৃপক্ষ সুত্র জানায়, প্রতিবছর আরবি মাসের ১৯ ও ২০ জিলকদ দুই দিনব্যাপী হযরত শাহজালাল (রহঃ) এর ওরস অনুষ্ঠিত হয়ে থাকে। সোমবার দিবাগত রাত থেকে পশু জবাই করার মধ্য দিয়ে ওরসের কার্যক্রম শুরু হয়েছে। আজ মঙ্গলবার সকালে ঐতিহাসিক গিলাফ ছড়ানোর মাধ্যমে ওরস কার্যক্রমের মূল আনুষ্ঠানিকতা শুরু করেন শাহজালাল (রহ.) দরগাহ কর্তৃপক্ষ। বুধবার ভোররাতে অনুষ্ঠিত হবে আখেরি মোনাজাত, এরপর শিরনি বিতরণের মাধ্যমেলাহ সমাপ্ত হয়ে দুইদিন ব্যাপী এই ওরসের কার্যক্রম। ওরস উপলক্ষে ভক্ত-আশেকানরা শতাধিক গরু ও খাসি এসেছেন নজরানা হিসাবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে সিলেট সিটি কর্পোরেশনের ভারপ্রাপ্ত মেয়র মখলিসুর রহমান কামরান তিনটি গরু মাজারের মোত্তায়ল্লী সরেকওম ফতেহ উল্লাহ আল আমানের কাছ গত মঙ্গলবার হস্থান্তর করেন। সারাদেশ থেকে আসা ভক্ত-আশেকানদের মধ্যে শিরনি বিতরণেরা জন্য পশুগুলো জবাই করা হয়। এই সময়ে ভক্তরা জিকির ও এবাদত বন্দেগির মাধ্যমে সময় অতিবাহিত করবেন।
অন্যায়,অবিচারও দুঃশাসনের বিরুদ্ধে সোচ্চার-অবিচল ভাবমূতি নিয়ে সিলেট অঞ্চলে প্রায় ৮শ বছর আগে সুদূর ইয়েমেন থেকে আগমন করেন হযরত শাহজালাল (রহঃ)। তাঁর জন্ম ১২৭১ খৃস্টাব্দে আরবের ইয়েমেন প্রদ্রেশের কুনিয়া বা কানিয়া নামক স্থানে। ইসলাম প্রচারের জন্য হযরত শাহজালাল (রহ.) ১৩০৩ খ্রিস্টাব্দে ৩৬০ সফরসঙ্গী নিয়ে সিলেট আসেন। ১৩৪৬ খ্রিস্টাব্দের ১৯ জিলকদ তিনি ইন্তেকাল করেন। সিলেটে তিনি যে টিলায় বসবাস করতেন, সেখানেই তাকে দাফন করা হয়। তার কবরকে ঘিরেই পরে গড়ে উঠেছে মাজার।