ঢাকা ০৬:৪৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৮ জুন ২০২৪, ৪ আষাঢ় ১৪৩১ বঙ্গাব্দ

সিলেটে সিএনজিতে যাত্রীবেশে ছিনতাই ও মোবাইল সেট চুরি বৃদ্ধি

মো.মুহিবুর রহমান, সিলেট
  • Update Time : ০৯:৫১:১৯ অপরাহ্ন, শুক্রবার, ৭ জুন ২০২৪
  • / ৩৫ Time View

সিলেটে সিএনজিতে যাত্রীবেশে ভয়ঙ্কর চুরি,ছিনতাই বেড়েই চলছে। সিএনজি চালক সহ তিনজনের একটি চক্র কৌশলে যাত্রীর কাছ থেকে স্বর্ণসহ মোবাইল ফোন সহ টাকা ছিনিয়ে নিয়ে যায়। এদের সহযোগী ও ডাকাত চক্রের সন্ধান পেয়েছে পুলিশ। ওই দলের হাত থেকে অল্পের জন্য প্রাণে রক্ষা পেলেন এক সিএনজির এক যাত্রী। তবে তিনি তাদের কাছে তার মোবাইল সেট হারিয়েছেন বরে জানান।

বাংলাদেশ বেতার সিলেটের আঞ্চলিক বার্তা নিযন্ত্রকের সিনিয়র সংবাদ অনুবাদক মো.মুহিবুর রহমান ২৮ মে ২৪ বেতারে ডিউটি শেষে সিলেট প্রেসক্লাবের কম্পিউটার ল্যাবে সংবাদ সংক্রান্ত কাজ করেন। তারপর ২৮ মে রাত ৯টার পর সিলেট নগরীর সুবিদ বাজার পয়েন্টের পশ্চিম প্রান্তে সিএনজি যোগে লামাকাজী যাওয়ার কথা বল্লে চালক গাড়ীতে উঠায়। খান কনভেনশন সেন্টারের কাছে যাওয়ার পর চালক আবার বলেন, ‘আপনি কোথায় যাবেন। লামাকাজির কথা বলার সাথে সাথে চালক বলে,’আমি যাবোনা। নেমে যান ভাই’। তখন চালকসহ দুই যাত্রী ছিলো গাড়ীতে। তিনি সিএনজি থেকে নামার সাথেই দেখেন প্যান্টের পকেটে তার মোবাইল স্যামসাং গ্যালাক্সি এ টুয়েন্টি এস এন্ড্রয়েড ফোন , মোবাইল নং ০১৭১২১২২১২৮ নেই। পরে এ ঘটনায় ২৯ মে ২০২৪ তিনি সিলেট সদর (কোতয়ালী) থানায় সাধারন ডায়েরী করেন। যার নং ২৮৪৪ জিডি ট্র্যাকিং নং সিও ডিও এল ৬ তারিখ -২৯.০৫.২০২৪।

এ ঘটনার তদন্তের দাযিত্ব দেয়া হয় এ এসআই মো. নাজমুল ইসলামকে। তিনি এখন পর্যন্ত কোন কাজ ই শুরু করেননি। এ রকম প্রতিদিন সিলেট নগরীতে কয়েকশ ঘটনা ঘটছে। কিন্তু পুলিশ ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, এচক্রের অনেক সদস্যকে গ্রেফতার করে আদালতে হাজির করলেও তারা জামিন নিয়ে বের হয়ে আসে আবার কাজ শুরু করে দেয়।

এদিকে, এনজিও কর্মী সাইফ উদ্দিন গত কয়েকদিন আগে তার স্ত্রীকে নিয়ে জিন্দাবাজারে বাজার করতে গেলে এ চক্রের খপ্পরে পরে তার স্ত্রীর মোবাইল হারান। এ রকম নাম প্রকাশে অনিচ্ছুক অনেকেই এ চক্রের খপ্পরে পরে অনেক কিছু হারানোর অভিযোগ করেন।

এদিকে, গত বছরের ১৯ ডিসেম্বর সিলেটের বিশ্বনাথে সিএনজি অটোরিকশা চালক কামরুল ইসলাম (১৯)’কে দক্ষিণ সুরমা এলাকায় নিয়ে গলা কেটে হত্যা করে গাড়ি ছিনিয়ে নেয় ডাকাত দল। পরে ধরা পড়ে ঐ ছিনতাইকারী চক্র। তারা পুলিশের জিজ্ঞাসাবাদে হত্যাকান্ডের দায় স্বীকার করে জানায়, সিএনজি অটোরিকশা ছিনতাই করার জন্যই গাড়ির চালক কামরুল ইসলামকে গলা কেটে নির্মমভাবে খুন করা হয়।

অন্যদিকে, সিলেট মহানগর পুলিশ জানায়, সিএনজিতে ছিনতাই ও চোর চক্র দিন দিন ভয়ংকর হয়ে উঠছে। এ থেকে রেহাই পেতে মানুষকে সর্তক হয়ে যাতায়াত করতে হবে। এব্যপারে পুলিশ প্রশাসন সর্তক রয়েছে বলে পুলিশ সুত্র জানায়। এ রকম কোন ঘটনা ঘটলে সাথে সাথে পুলিশকে জানানোর জন্য তাদের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়।

Please Share This Post in Your Social Media

সিলেটে সিএনজিতে যাত্রীবেশে ছিনতাই ও মোবাইল সেট চুরি বৃদ্ধি

Update Time : ০৯:৫১:১৯ অপরাহ্ন, শুক্রবার, ৭ জুন ২০২৪

সিলেটে সিএনজিতে যাত্রীবেশে ভয়ঙ্কর চুরি,ছিনতাই বেড়েই চলছে। সিএনজি চালক সহ তিনজনের একটি চক্র কৌশলে যাত্রীর কাছ থেকে স্বর্ণসহ মোবাইল ফোন সহ টাকা ছিনিয়ে নিয়ে যায়। এদের সহযোগী ও ডাকাত চক্রের সন্ধান পেয়েছে পুলিশ। ওই দলের হাত থেকে অল্পের জন্য প্রাণে রক্ষা পেলেন এক সিএনজির এক যাত্রী। তবে তিনি তাদের কাছে তার মোবাইল সেট হারিয়েছেন বরে জানান।

বাংলাদেশ বেতার সিলেটের আঞ্চলিক বার্তা নিযন্ত্রকের সিনিয়র সংবাদ অনুবাদক মো.মুহিবুর রহমান ২৮ মে ২৪ বেতারে ডিউটি শেষে সিলেট প্রেসক্লাবের কম্পিউটার ল্যাবে সংবাদ সংক্রান্ত কাজ করেন। তারপর ২৮ মে রাত ৯টার পর সিলেট নগরীর সুবিদ বাজার পয়েন্টের পশ্চিম প্রান্তে সিএনজি যোগে লামাকাজী যাওয়ার কথা বল্লে চালক গাড়ীতে উঠায়। খান কনভেনশন সেন্টারের কাছে যাওয়ার পর চালক আবার বলেন, ‘আপনি কোথায় যাবেন। লামাকাজির কথা বলার সাথে সাথে চালক বলে,’আমি যাবোনা। নেমে যান ভাই’। তখন চালকসহ দুই যাত্রী ছিলো গাড়ীতে। তিনি সিএনজি থেকে নামার সাথেই দেখেন প্যান্টের পকেটে তার মোবাইল স্যামসাং গ্যালাক্সি এ টুয়েন্টি এস এন্ড্রয়েড ফোন , মোবাইল নং ০১৭১২১২২১২৮ নেই। পরে এ ঘটনায় ২৯ মে ২০২৪ তিনি সিলেট সদর (কোতয়ালী) থানায় সাধারন ডায়েরী করেন। যার নং ২৮৪৪ জিডি ট্র্যাকিং নং সিও ডিও এল ৬ তারিখ -২৯.০৫.২০২৪।

এ ঘটনার তদন্তের দাযিত্ব দেয়া হয় এ এসআই মো. নাজমুল ইসলামকে। তিনি এখন পর্যন্ত কোন কাজ ই শুরু করেননি। এ রকম প্রতিদিন সিলেট নগরীতে কয়েকশ ঘটনা ঘটছে। কিন্তু পুলিশ ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, এচক্রের অনেক সদস্যকে গ্রেফতার করে আদালতে হাজির করলেও তারা জামিন নিয়ে বের হয়ে আসে আবার কাজ শুরু করে দেয়।

এদিকে, এনজিও কর্মী সাইফ উদ্দিন গত কয়েকদিন আগে তার স্ত্রীকে নিয়ে জিন্দাবাজারে বাজার করতে গেলে এ চক্রের খপ্পরে পরে তার স্ত্রীর মোবাইল হারান। এ রকম নাম প্রকাশে অনিচ্ছুক অনেকেই এ চক্রের খপ্পরে পরে অনেক কিছু হারানোর অভিযোগ করেন।

এদিকে, গত বছরের ১৯ ডিসেম্বর সিলেটের বিশ্বনাথে সিএনজি অটোরিকশা চালক কামরুল ইসলাম (১৯)’কে দক্ষিণ সুরমা এলাকায় নিয়ে গলা কেটে হত্যা করে গাড়ি ছিনিয়ে নেয় ডাকাত দল। পরে ধরা পড়ে ঐ ছিনতাইকারী চক্র। তারা পুলিশের জিজ্ঞাসাবাদে হত্যাকান্ডের দায় স্বীকার করে জানায়, সিএনজি অটোরিকশা ছিনতাই করার জন্যই গাড়ির চালক কামরুল ইসলামকে গলা কেটে নির্মমভাবে খুন করা হয়।

অন্যদিকে, সিলেট মহানগর পুলিশ জানায়, সিএনজিতে ছিনতাই ও চোর চক্র দিন দিন ভয়ংকর হয়ে উঠছে। এ থেকে রেহাই পেতে মানুষকে সর্তক হয়ে যাতায়াত করতে হবে। এব্যপারে পুলিশ প্রশাসন সর্তক রয়েছে বলে পুলিশ সুত্র জানায়। এ রকম কোন ঘটনা ঘটলে সাথে সাথে পুলিশকে জানানোর জন্য তাদের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়।