ঢাকা ০৭:২৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৮ অগাস্ট ২০২৫, ১৩ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজঃ
ফেসবুকের বিরুদ্ধে থানায় জিডি করেছেন মামুনুল হক সিলেটে সাদাপাথর লুটপাট নিয়ে তদন্ত কমিটির গণশুনানি আ’লীগ নেতাকর্মীদের গেরিলা প্রশিক্ষণ: গ্রেফতার শিমুল ৪ দিনের রিমান্ডে ‘তত্ত্বাবধায়ক সরকার’ বাতিলের রায়ের বিরুদ্ধে আপিল শুনবেন আদালত চন্দ্রনাথ পাহাড় ঘিরে উসকানিমূলক কার্যক্রমের চিহ্ন দেখামাত্র ব্যবস্থা নেয়ার নির্দেশ শাহজালালে ১৩০ কোটি টাকার কোকেন উদ্ধার, বিদেশি নাগরিক আটক লায়লাকে হত্যাচেষ্টা, প্রিন্স মামুনের বিরুদ্ধে সাক্ষ্য শুরু তত্ত্বাবধায়ক নিয়ে কার্যকর সমাধান চায় আপিল বিভাগ: প্রধান বিচারপতি পুরনো ভিডিও নিয়ে কটাক্ষ, কড়া জবাব দিলেন প্রভা শুভাঢ্যা খালকে ধলেশ্বরী ও বুড়িগঙ্গার সঙ্গে প্রবাহমান করা হবে: পানি সম্পদ উপদেষ্টা

সিলেটে সাদাপাথর লুটপাট নিয়ে তদন্ত কমিটির গণশুনানি

মো.মুহিবুর রহমান, সিলেট
  • Update Time : ১১:৩০:৪২ অপরাহ্ন, বুধবার, ২৭ অগাস্ট ২০২৫
  • / ২১ Time View

সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার ভোলাগঞ্জ সাদাপাথর পর্যটন কেন্দ্র ও রেলওয়ে বাংকার এলাকায় অবৈধ পাথর উত্তোলনের ঘটনায় পরিবেশ ও প্রাকৃতিক সৌন্দর্যের ভয়াবহ ক্ষতির প্রেক্ষিতে গণশুনানি হয়েছে।

বুধবার (২৭ আগস্ট) সকালে সিলেট সার্কিট হাউসে গণশুনানি আয়োজন করেছে মন্ত্রিপরিষদ বিভাগের গঠিত উচ্চ পর্যায়ের তদন্ত কমিটি।

গণশুনানিতে সভাপতিত্ব করেন তদন্ত কমিটির আহ্বায়ক ও মন্ত্রিপরিষদ সচিব (সমন্বয় ও সংস্কার) জাহেদা পারভীন।

শুনানিতে সিলেটের বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসক, উপজেলা প্রশাসন ও পুলিশ সুপারসহ প্রশাসনের শীর্ষ কর্মকর্তারা বক্তব্য দেন।

এ ছাড়া পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তা, পরিবেশবাদী সংগঠনের প্রতিনিধি, ট্রাক পরিবহন মালিক সমিতি, পাথর ব্যবসায়ী সমিতি ও প্রেস ক্লাব নেতারা বক্তব্য দেন।

শুনানিতে পরিবেশবাদী সংগঠনগুলো একাধিক সুপারিশ তুলে ধরে। এর মধ্যে রয়েছে অবৈধ পাথর উত্তোলনের পরিবেশগত প্রভাব যাচাই, সব পক্ষকে নিয়ে বিশেষায়িত মনিটরিং কমিটি গঠন এবং প্রভাবশালী যাদের সম্পৃক্ততা রয়েছে, তাদের আইনের আওতায় আনা।

গণশুনানি শেষে কমিটির আহ্বায়ক ও মন্ত্রিপরিষদ সচিব (সমন্বয় ও সংস্কার) জাহেদা পারভীন সাংবাদিকদের সঙ্গে তদন্তের বিষয়ে আলোচনা করেন।

এ সময় তিনি বলেন, ‘আমরা দুটো বিষয়কে সামনে রেখে কাজ করছি। প্রথমটি কারা এই ঘটনায় জড়িত, কার কি দায় আছে এবং ভবিষ্যতে এমন ঘটনা রোধে আমাদের প্রস্তাবনা। মাঠ পর্যায় থেকে আজকে আমরা সব তথ্য নিয়ে ঢাকায় যাবো। সেখানে পর্যালোচনা শেষে প্রতিবেদন জমা দেয়া হবে।’

এর আগে মঙ্গলবার (২৬ আগস্ট) এই তদন্ত কমিটি সরেজমিনে ভোলাগঞ্জ সাদাপাথর এলাকা পরিদর্শন করে। গত ২০ আগস্ট মন্ত্রিপরিষদ বিভাগের পক্ষ থেকে তদন্ত কমিটি গঠন করা হয়।

উল্লেখ্য, ২০ আগস্ট মন্ত্রিপরিষদ বিভাগের নির্দেশে এই কমিটি গঠিত হয়। এর আগেই সাদাপাথর লুটপাট সংক্রান্ত একটি বিস্ফোরক প্রতিবেদন জমা দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

তাদের অনুসন্ধানে সরকারি কর্মকর্তা, রাজনৈতিক নেতা ও ব্যবসায়ীসহ ৫২ জনের সংশ্লিষ্টতার প্রমাণ পাওয়া গেছে বলে জানানো হয়েছে।

প্রতিবেদনে বিভাগীয় কমিশনার, ডিসি, এসপি, ইউএনও, ওসি-সহ প্রশাসনের অনেককেই অভিযুক্ত করা হয়েছে। দুদকের পাশাপাশি জেলা প্রশাসন গঠিত আরেকটি তদন্ত কমিটিও প্রতিবেদন দিয়েছে, যেখানে শতাধিক ব্যক্তির জড়িত থাকার প্রমাণ মিলেছে। তবে নাম প্রকাশ করা হয়নি।পাথর লুটপাটে প্রশাসনের নিষ্ক্রিয়তা, দায় এড়াতে বিভিন্ন মহলের একে অপরকে দোষারোপ ও দীর্ঘদিন ধরে চলমান অনিয়মের বিষয়টি গণশুনানিতে বারবার উঠে আসে।

তদন্ত কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে, সকল তথ্য ও বক্তব্য যাচাই-বাছাই করে প্রয়োজনীয় সুপারিশসহ চূড়ান্ত প্রতিবেদন দ্রুত সময়ের মধ্যেই মন্ত্রিপরিষদ বিভাগে জমা দেওয়া হবে। গত দুদিন ধরে মন্ত্রিপরিষদ বিভাগের গঠিত উচ্চ পর্যায়ের তদন্ত কমিটির তদন্ত কার্যক্রম পরিচালনা করে আজ সিলেট সাকিট হাউজে সকলের অংশ গ্রহনে গনশুনানির আয়োজন করা হয়। এতে সকল সেক্টরের প্রতিনিধিরা অংশ নেন।

Please Share This Post in Your Social Media

সিলেটে সাদাপাথর লুটপাট নিয়ে তদন্ত কমিটির গণশুনানি

মো.মুহিবুর রহমান, সিলেট
Update Time : ১১:৩০:৪২ অপরাহ্ন, বুধবার, ২৭ অগাস্ট ২০২৫

সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার ভোলাগঞ্জ সাদাপাথর পর্যটন কেন্দ্র ও রেলওয়ে বাংকার এলাকায় অবৈধ পাথর উত্তোলনের ঘটনায় পরিবেশ ও প্রাকৃতিক সৌন্দর্যের ভয়াবহ ক্ষতির প্রেক্ষিতে গণশুনানি হয়েছে।

বুধবার (২৭ আগস্ট) সকালে সিলেট সার্কিট হাউসে গণশুনানি আয়োজন করেছে মন্ত্রিপরিষদ বিভাগের গঠিত উচ্চ পর্যায়ের তদন্ত কমিটি।

গণশুনানিতে সভাপতিত্ব করেন তদন্ত কমিটির আহ্বায়ক ও মন্ত্রিপরিষদ সচিব (সমন্বয় ও সংস্কার) জাহেদা পারভীন।

শুনানিতে সিলেটের বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসক, উপজেলা প্রশাসন ও পুলিশ সুপারসহ প্রশাসনের শীর্ষ কর্মকর্তারা বক্তব্য দেন।

এ ছাড়া পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তা, পরিবেশবাদী সংগঠনের প্রতিনিধি, ট্রাক পরিবহন মালিক সমিতি, পাথর ব্যবসায়ী সমিতি ও প্রেস ক্লাব নেতারা বক্তব্য দেন।

শুনানিতে পরিবেশবাদী সংগঠনগুলো একাধিক সুপারিশ তুলে ধরে। এর মধ্যে রয়েছে অবৈধ পাথর উত্তোলনের পরিবেশগত প্রভাব যাচাই, সব পক্ষকে নিয়ে বিশেষায়িত মনিটরিং কমিটি গঠন এবং প্রভাবশালী যাদের সম্পৃক্ততা রয়েছে, তাদের আইনের আওতায় আনা।

গণশুনানি শেষে কমিটির আহ্বায়ক ও মন্ত্রিপরিষদ সচিব (সমন্বয় ও সংস্কার) জাহেদা পারভীন সাংবাদিকদের সঙ্গে তদন্তের বিষয়ে আলোচনা করেন।

এ সময় তিনি বলেন, ‘আমরা দুটো বিষয়কে সামনে রেখে কাজ করছি। প্রথমটি কারা এই ঘটনায় জড়িত, কার কি দায় আছে এবং ভবিষ্যতে এমন ঘটনা রোধে আমাদের প্রস্তাবনা। মাঠ পর্যায় থেকে আজকে আমরা সব তথ্য নিয়ে ঢাকায় যাবো। সেখানে পর্যালোচনা শেষে প্রতিবেদন জমা দেয়া হবে।’

এর আগে মঙ্গলবার (২৬ আগস্ট) এই তদন্ত কমিটি সরেজমিনে ভোলাগঞ্জ সাদাপাথর এলাকা পরিদর্শন করে। গত ২০ আগস্ট মন্ত্রিপরিষদ বিভাগের পক্ষ থেকে তদন্ত কমিটি গঠন করা হয়।

উল্লেখ্য, ২০ আগস্ট মন্ত্রিপরিষদ বিভাগের নির্দেশে এই কমিটি গঠিত হয়। এর আগেই সাদাপাথর লুটপাট সংক্রান্ত একটি বিস্ফোরক প্রতিবেদন জমা দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

তাদের অনুসন্ধানে সরকারি কর্মকর্তা, রাজনৈতিক নেতা ও ব্যবসায়ীসহ ৫২ জনের সংশ্লিষ্টতার প্রমাণ পাওয়া গেছে বলে জানানো হয়েছে।

প্রতিবেদনে বিভাগীয় কমিশনার, ডিসি, এসপি, ইউএনও, ওসি-সহ প্রশাসনের অনেককেই অভিযুক্ত করা হয়েছে। দুদকের পাশাপাশি জেলা প্রশাসন গঠিত আরেকটি তদন্ত কমিটিও প্রতিবেদন দিয়েছে, যেখানে শতাধিক ব্যক্তির জড়িত থাকার প্রমাণ মিলেছে। তবে নাম প্রকাশ করা হয়নি।পাথর লুটপাটে প্রশাসনের নিষ্ক্রিয়তা, দায় এড়াতে বিভিন্ন মহলের একে অপরকে দোষারোপ ও দীর্ঘদিন ধরে চলমান অনিয়মের বিষয়টি গণশুনানিতে বারবার উঠে আসে।

তদন্ত কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে, সকল তথ্য ও বক্তব্য যাচাই-বাছাই করে প্রয়োজনীয় সুপারিশসহ চূড়ান্ত প্রতিবেদন দ্রুত সময়ের মধ্যেই মন্ত্রিপরিষদ বিভাগে জমা দেওয়া হবে। গত দুদিন ধরে মন্ত্রিপরিষদ বিভাগের গঠিত উচ্চ পর্যায়ের তদন্ত কমিটির তদন্ত কার্যক্রম পরিচালনা করে আজ সিলেট সাকিট হাউজে সকলের অংশ গ্রহনে গনশুনানির আয়োজন করা হয়। এতে সকল সেক্টরের প্রতিনিধিরা অংশ নেন।