সিলেটে শাহ আরেফিন টিলার পাথর ভর্তি ৪টি গাড়ি হেফাজতে
- Update Time : ০৭:১৫:৫২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ নভেম্বর ২০২৫
- / ২৮৮ Time View
সিলেটে সাদাপাথরের পর এবার শাহ আরেফিন টিলার পাথর চুরি চলছেই। প্রায় প্রতিদিনই পাথর ভর্তি ২/১টা গাড়ি হেফাজতে নিচ্ছে প্রশাসন। তবু পাথরখেকোদের থামানো যাচ্ছেনা। আরও ৪টি পাথরভর্তি ট্রলি জাতীয় গাড়ি হেফাজতে নিয়েছে প্রশাসন।বৃহস্পতিবার (৬ নভেম্বর) বিষয়টি নিশ্চিত করেছেন কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রতন শেখ।
তিনি জানান, বুধবার দিবাগত গভীর রাতে সিলেটের কোম্পানীগঞ্জ হাইওয়ে সড়কে অভিযান চালায় ভ্রাম্যমান আদালত। এ সময় কোম্পানীগঞ্জের শাহ আরেফিন টিলার পাথর ভর্তি ৪টি মালবাহী ট্রলি জাতীয় গাড়ি হেফাজতে নেওয়া হয়। তবে কাউকে আটক করা সম্ভব হয়নি।
উপজেলর সহকারী ভূমি কর্মকর্তা পলাশ তালুকদারের নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমান আদালতে সার্বিক সহযোগীতা করে কোম্পানীগঞ্জ থানা পুলিশ।
সম্প্রতি এ ধরনের একটি ট্রলি সিএনজিচালিত একটি অটোরিকশাকে চাপা দিলে এক পর্যটক ঘটনাস্থলেই মৃত্যুবরণ করেন। এ ঘটনায় তার পরিবারের অপর ৪ সদস্য মারাত্মক আহত হয়েছিলেন। এছাড়া মহাসড়কটিতে এ ধরনের যানবাহনের বেপরোয়া চলাচলে মারাত্মক ঝুঁকিতে রয়েছেন স্থানীয় বিভিন্ন প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয় এবং ঘুরতে আসা পর্যটকরা। রতন শেখ আরও জানান, এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
জনপ্রিয়







































































































































































































