সিলেটে শাবিপ্রবিতে শিশুপার্ক উদ্বোধন

- Update Time : ০৬:০৪:৩৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ ফেব্রুয়ারী ২০২৪
- / ১৮৮ Time View
সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে বিশ্ববিদ্যালয় ক্লাব সংলগ্ন নবনির্মিত শিশুপার্ক উদ্বোধন করেছেন উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ।
মঙ্গলবার (৬ ফেব্রুয়ারি) বেলা ১২টায় নবনির্মিত এই শিশুপার্ক উদ্বোধন কালে সংক্ষিপ্ত বক্তব্যে উপাচার্য বলেন, বিশ্ববিদ্যালয় পরিবারের জন্য সঠিক কর্ম পরিবেশ তৈরিতে বিশ্ববিদ্যালয় পরিবার সব সময়ই তৎপর। এরই ধারাবাহিকতায় বিশ্ববিদ্যালয় পরিবারের ছোট ছোট শিশুদের সঠিক মানসিক বিকাশ সাধনের জন্য এই মিনিপার্ক নির্মান করা হয়েছে। ইতোমধ্যে শিশুদের জন্য ডে-কেয়ার সেন্টার প্রতিষ্ঠা করা হয়েছে।
এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মো. কবির হোসেন, কোষাধ্যক্ষ প্রফেসর আমিনা পারভীন, বিশ্ববিদ্যালয় ক্লাবের সভাপতি প্রফেসর ড. তুলসি কুমার দাস। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার, হিসাব পরিচালক, অফিসার্স এসোসিয়েশনের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ বিভিন্ন বিভাগের শিক্ষক ও কর্মকর্তাবৃন্দ।
উদ্বোধন অনুষ্ঠান সঞ্চালনা করেন বিশ্ববিদ্যালয় ক্লাবের সাধারণ সম্পাদক প্রফেসর ড. মোহাম্মদ সাইফুল ইসলাম।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
জনপ্রিয়