ঢাকা ০৬:২৫ পূর্বাহ্ন, শনিবার, ২৮ সেপ্টেম্বর ২০২৪, ১৩ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ

সিলেটে রেজিস্ট্রেশন বিহীন ও অবৈধ সিএনজির উপর অ্যাকশনে ট্রাফিক পুলিশ

সিলেট প্রতিনিধি
  • Update Time : ০৭:৩৬:১০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ সেপ্টেম্বর ২০২৪
  • / ১৬ Time View

সিলেট নগরীতে রেজিস্ট্রেশন বিহীন ও অবৈধ সিএনজি চালিত অটোরিকশা, ব্যাটারি চালিত রিকশা-অটো রিকশাসহ অন্যান্য অবৈধ যানবাহনের বিরুদ্ধে অ্যাকশনে নেমেছ সিলেট মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক বিভাগ।

মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) সকাল ৮ থেকে সিলেট নগরীর বিভিন্ন পয়েন্টে অভিযান পরিচালনা শুরু করা হয়েছে। এসময় কাগজপত্র বিহীন মোটরযানের বিরুদ্ধে মামলা রুজু করে পুলিশ।

সরেজমিনে নগরীর বিভিন্ন পয়েন্ট এলাকা ঘুরে দেখা যায়, অটোরিকশা (সিএনজি), লেগুনা ট্রাক প্রাইভেটকারসহ বিভিন্ন যানবাহনের কাগজপত্র যাচাই বাচাই করা হচ্ছে। যাদের কাগজ-পত্র ঠিক রয়েছে তাদেরকে ছেড়ে দেয়া হচ্ছে। আর যাদের যানবাহনের কাগজপত্র পাওয়া যায়নি তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। এছাড়া সিলেট মেট্রোপলিটন এলাকায় চলাচলকারী যেসব সিএনজিচালিত অটোরিকশা সবুজ রঙের উপর হলুদ রঙের বর্ডার দিয়ে চিহ্নিত করা হয়নি সেগুলোতে রঙ ব্যবহার করার জন্য বলে দেয়া হচ্ছে।

এর আগে এসএমপি’র ট্রাফিক শাখা বিজ্ঞপ্তি দিয়ে ও সপ্তাহ জুড়ে মাইকিং করে জানায়- সিএনজি চালিত বৈধ অটোরিকশা চালক ও মালিকদের প্রতি এসএমপি নির্দেশনা দিয়েছে- ২৩ সেপ্টেম্বরের মধ্যে সিলেট মেট্রোপলিটন এলাকায় চলাচলকারী অটোরিকশাগুলোতে সবুজ রঙের উপর হলুদ বর্ডার দিয়ে এবং মেট্রো এলাকার বাইরে চলাচলকারী অটোরিকশাগুলোতে সবুজ রঙের উপর সাদা রঙের বর্ডার দিয়ে চিহ্নিত করতে হবে।

এছাড়া, বিশেষ কারণ ছাড়া মেট্রো এলাকার বাইরের অটোরিকশাগুলো মেট্রো এলাকায় প্রবেশ করতে পারবে না ও নির্দেশ অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে জানানো হয়।

সোমবার (২৩ সেপ্টেম্বর) রাতে সিলেট মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক বিভাগের প্রেরিত বিজ্ঞপ্তি বলা হয়েছে-মঙ্গলবার, বুধবার ও বৃহস্পতিবার এই তিনদিন নগরীর বিভিন্ন এলাকায় অভিযান ট্রাফিক বিভাগ। প্রতিদিন সকাল ৮টা থেকে দুপুর ১২টা ও সন্ধ্যা ৬টা থেকে রাত ৮টা পর্যন্ত অভিযান পরিচালনা করা হবে। এদিকে, ট্রাফিক পুলিশের এমন অভিযানকে স্বাগত জানিয়েছেন বিভিন্ন শ্রেণী পেশার লোকজন। তারা বলছেন-সিলেটে অটোরিকশা (সিএনজি), ব্যাটারি চালিত রিকশার জন্য সড়কে দীর্ঘ সময় যানজট লেগে থাকে। সড়কে শৃঙ্খলা ফেরাতে পুলিশের এমন অভিযান অব্যাহত রাখার জন্য আহ্বান জানিয়েছেন।

অভিযান চলাকালে সাংবাদিকদের সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম এন্ড অপস্) মুহাম্মদ মাসুদ রানা জানান, রেজিস্ট্রেশন বিহীন অটোরিকশা, ব্যাটারি চালিত রিকশা-অটোরিকশাসহ অন্যান্য অবৈধ যানবাহনের বিরুদ্ধে আজ থেকে  আমাদের ট্রাফিক বিভাগের অভিযান শুরু হয়েছে। কাগজপত্র সঠিক না পেলে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

Please Share This Post in Your Social Media

সিলেটে রেজিস্ট্রেশন বিহীন ও অবৈধ সিএনজির উপর অ্যাকশনে ট্রাফিক পুলিশ

সিলেট প্রতিনিধি
Update Time : ০৭:৩৬:১০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ সেপ্টেম্বর ২০২৪

সিলেট নগরীতে রেজিস্ট্রেশন বিহীন ও অবৈধ সিএনজি চালিত অটোরিকশা, ব্যাটারি চালিত রিকশা-অটো রিকশাসহ অন্যান্য অবৈধ যানবাহনের বিরুদ্ধে অ্যাকশনে নেমেছ সিলেট মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক বিভাগ।

মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) সকাল ৮ থেকে সিলেট নগরীর বিভিন্ন পয়েন্টে অভিযান পরিচালনা শুরু করা হয়েছে। এসময় কাগজপত্র বিহীন মোটরযানের বিরুদ্ধে মামলা রুজু করে পুলিশ।

সরেজমিনে নগরীর বিভিন্ন পয়েন্ট এলাকা ঘুরে দেখা যায়, অটোরিকশা (সিএনজি), লেগুনা ট্রাক প্রাইভেটকারসহ বিভিন্ন যানবাহনের কাগজপত্র যাচাই বাচাই করা হচ্ছে। যাদের কাগজ-পত্র ঠিক রয়েছে তাদেরকে ছেড়ে দেয়া হচ্ছে। আর যাদের যানবাহনের কাগজপত্র পাওয়া যায়নি তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। এছাড়া সিলেট মেট্রোপলিটন এলাকায় চলাচলকারী যেসব সিএনজিচালিত অটোরিকশা সবুজ রঙের উপর হলুদ রঙের বর্ডার দিয়ে চিহ্নিত করা হয়নি সেগুলোতে রঙ ব্যবহার করার জন্য বলে দেয়া হচ্ছে।

এর আগে এসএমপি’র ট্রাফিক শাখা বিজ্ঞপ্তি দিয়ে ও সপ্তাহ জুড়ে মাইকিং করে জানায়- সিএনজি চালিত বৈধ অটোরিকশা চালক ও মালিকদের প্রতি এসএমপি নির্দেশনা দিয়েছে- ২৩ সেপ্টেম্বরের মধ্যে সিলেট মেট্রোপলিটন এলাকায় চলাচলকারী অটোরিকশাগুলোতে সবুজ রঙের উপর হলুদ বর্ডার দিয়ে এবং মেট্রো এলাকার বাইরে চলাচলকারী অটোরিকশাগুলোতে সবুজ রঙের উপর সাদা রঙের বর্ডার দিয়ে চিহ্নিত করতে হবে।

এছাড়া, বিশেষ কারণ ছাড়া মেট্রো এলাকার বাইরের অটোরিকশাগুলো মেট্রো এলাকায় প্রবেশ করতে পারবে না ও নির্দেশ অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে জানানো হয়।

সোমবার (২৩ সেপ্টেম্বর) রাতে সিলেট মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক বিভাগের প্রেরিত বিজ্ঞপ্তি বলা হয়েছে-মঙ্গলবার, বুধবার ও বৃহস্পতিবার এই তিনদিন নগরীর বিভিন্ন এলাকায় অভিযান ট্রাফিক বিভাগ। প্রতিদিন সকাল ৮টা থেকে দুপুর ১২টা ও সন্ধ্যা ৬টা থেকে রাত ৮টা পর্যন্ত অভিযান পরিচালনা করা হবে। এদিকে, ট্রাফিক পুলিশের এমন অভিযানকে স্বাগত জানিয়েছেন বিভিন্ন শ্রেণী পেশার লোকজন। তারা বলছেন-সিলেটে অটোরিকশা (সিএনজি), ব্যাটারি চালিত রিকশার জন্য সড়কে দীর্ঘ সময় যানজট লেগে থাকে। সড়কে শৃঙ্খলা ফেরাতে পুলিশের এমন অভিযান অব্যাহত রাখার জন্য আহ্বান জানিয়েছেন।

অভিযান চলাকালে সাংবাদিকদের সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম এন্ড অপস্) মুহাম্মদ মাসুদ রানা জানান, রেজিস্ট্রেশন বিহীন অটোরিকশা, ব্যাটারি চালিত রিকশা-অটোরিকশাসহ অন্যান্য অবৈধ যানবাহনের বিরুদ্ধে আজ থেকে  আমাদের ট্রাফিক বিভাগের অভিযান শুরু হয়েছে। কাগজপত্র সঠিক না পেলে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।