সিলেটে মাসব্যাপী টাইফয়েড টিকাদান ক্যাম্পেইনের উদ্বোধন

- Update Time : ১২:২৬:৪৮ পূর্বাহ্ন, সোমবার, ১৩ অক্টোবর ২০২৫
- / ১৭৫ Time View
সিলেট বিভাগে শিশুদের সুস্বাস্থ্য ও রোগ প্রতিরোধ ক্ষমতা নিশ্চিত করতে শুরু হয়েছে মাসব্যাপী টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন। রোববার (১২ অক্টোবর) সিলেট সিটি কর্পোরেশনের উদ্যোগে ব্লু-বার্ড উচ্চ বিদ্যালয় ও কলেজে এই ক্যাম্পেইনের আনুষ্ঠানিক উদ্বোধন করেন বিভাগীয় কমিশনার ও সিটি কর্পোরেশনের প্রশাসক খান মো. রেজা-উন-নবী।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ‘শিশুদের সুন্দর ভবিষ্যৎ গড়ে তুলতে হলে প্রথমেই তাদের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করতে হবে। টাইফয়েড একটি প্রতিরোধযোগ্য রোগ—এই টিকা ক্যাম্পেইনের মাধ্যমে আমরা লাখো শিশুকে এই ভয়াবহ রোগের হাত থেকে রক্ষা করতে পারবো।’
সিটি কর্পোরেশন পর্যায়ে টিকাদান কার্যক্রম উদ্বোধন করেন প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রেজাই রাফিন সরকার। তিনি জানান, ৯ মাস থেকে ১৫ বছর বয়সী প্রতিটি শিশুকে বিনামূল্যে টাইফয়েড টিকা প্রদান করা হবে। গুজব ও মিথ্যা তথ্য উপেক্ষা করে অভিভাবকদের শিশুদের টিকা গ্রহণে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।
স্বাস্থ্য বিভাগ সিলেটের পরিচালক ডা. মো. আনিসুর রহমান জানান, পুরো বিভাগে প্রায় ৩০ লাখ শিশুকে টাইফয়েড টিকা প্রদান করা হবে। শুধু সিলেট জেলাতেই টিকা পাবে ৮ লাখ ৫৩ হাজার ৯৮০ শিশু এবং সিটি কর্পোরেশন এলাকায় ১ লাখ ৬২ হাজার ৫২২ জন শিশু।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন স্বাস্থ্য সেবা বিভাগের অতিরিক্ত সচিব (জনস্বাস্থ্য) এ টি এম সাইফুল ইসলাম, জাতীয় পুষ্টি পরিষদের মহাপরিচালক ডা. মো. রিজওয়ানুর রহমান, স্বাস্থ্য অধিপ্তরের পরিচালক (পিএইচসি) ডা. সৈয়দ কামরুল হাসান, ওসমানী মেডিকেল কলেজের অধ্যক্ষ ও শিশু বিভাগের প্রধান অধ্যাপক ডা. জিয়াউর রহমান চৌধুরী এবং ইউনিসেফ সিলেট ফিল্ড অফিসের প্রধান কাজী দিল আফরোজা ইসলাম।উদ্বোধনী অনুষ্ঠানে প্রতীকীভাবে দুই শিশুকে টিকা প্রদান করা হয়। পুরো অনুষ্ঠানটি সঞ্চালনা করেন স্বাস্থ্য বিভাগীয় পরিচালকের কার্যালয়ের মেডিকেল অফিসার ডা. এনি দে।