ঢাকা ০৬:৫৮ পূর্বাহ্ন, শুক্রবার, ২১ নভেম্বর ২০২৫, ৭ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

সিলেটে বিএনপি নেতা খুন, হাসপাতাল থেকে অভিযুক্ত পলাতক

সিলেট প্রতিনিধি
  • Update Time : ০৮:০০:৩৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ নভেম্বর ২০২৫
  • / ৬০ Time View

সিলেটের শাহপরান থানার পীরেরবাজার এলাকার মোকামের গুলে তর্কতর্কির জেরে ইটের আঘাতে এক বিএনপি নেতা নিহত হয়েছেন। নিহত আব্দুর রহমান (৬৫) কাদিরপাড়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ও ওই এলাকার শাহ সুন্দর মাজারের খাদেম।বুধবার সন্ধ্যায় তর্কতর্কির জেরে ইটের আঘাতে তিনি আহত হন।

পরে ওসমানী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শনিবার সকালে তিনি মারা যান। আব্দুর রহমানকে আঘাতের দায়ে অভিযুক্ত সুমন আহমদও আহত হয়েছেন। তিনিও ওসমানী হাসপাতালে ভর্তি হয়েছিলেন। সেখান থেকে কোন এক সময় পালিয়ে যান।

স্থানীয়দের বরাত দিয়ে সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ কমিশনার (গণমাধ্যম) মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, বুধবার বিকেলে সড়কের পাশে প্রশ্রাব করছিলেন সুমন। এতে আব্দুর রহমান বাধা দেন।

এ নিয়ে তর্কতর্কির পর আব্দুর রহমানের ছেলো সুমকে মারধর করে। একপর্যায়ে সুমন ইট দিয়ে আব্দুর রহমানের মাথায় আঘাত করেন। সাইফুল ইসলাম আরো বলেন, আব্দুর রহমান ও সুমন দুজনই আহত হয়ে বুধবার রাতে ওসমানী হাসপাতালে ভর্তি হন। এদের মধ্যে আব্দুর রহমান বৃহস্পতিবার সকালে মারা যান। আর সুমন হাসপাতাল থেকে কোন এক সময় পালিয়ে যান। তিনি আরও বলেন, নিহতের ময়নােেন্তে শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কোন মামলা হয়নি। পুলিশের উর্ধতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন বলে জানান তিনি।

Please Share This Post in Your Social Media

সিলেটে বিএনপি নেতা খুন, হাসপাতাল থেকে অভিযুক্ত পলাতক

সিলেট প্রতিনিধি
Update Time : ০৮:০০:৩৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ নভেম্বর ২০২৫

সিলেটের শাহপরান থানার পীরেরবাজার এলাকার মোকামের গুলে তর্কতর্কির জেরে ইটের আঘাতে এক বিএনপি নেতা নিহত হয়েছেন। নিহত আব্দুর রহমান (৬৫) কাদিরপাড়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ও ওই এলাকার শাহ সুন্দর মাজারের খাদেম।বুধবার সন্ধ্যায় তর্কতর্কির জেরে ইটের আঘাতে তিনি আহত হন।

পরে ওসমানী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শনিবার সকালে তিনি মারা যান। আব্দুর রহমানকে আঘাতের দায়ে অভিযুক্ত সুমন আহমদও আহত হয়েছেন। তিনিও ওসমানী হাসপাতালে ভর্তি হয়েছিলেন। সেখান থেকে কোন এক সময় পালিয়ে যান।

স্থানীয়দের বরাত দিয়ে সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ কমিশনার (গণমাধ্যম) মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, বুধবার বিকেলে সড়কের পাশে প্রশ্রাব করছিলেন সুমন। এতে আব্দুর রহমান বাধা দেন।

এ নিয়ে তর্কতর্কির পর আব্দুর রহমানের ছেলো সুমকে মারধর করে। একপর্যায়ে সুমন ইট দিয়ে আব্দুর রহমানের মাথায় আঘাত করেন। সাইফুল ইসলাম আরো বলেন, আব্দুর রহমান ও সুমন দুজনই আহত হয়ে বুধবার রাতে ওসমানী হাসপাতালে ভর্তি হন। এদের মধ্যে আব্দুর রহমান বৃহস্পতিবার সকালে মারা যান। আর সুমন হাসপাতাল থেকে কোন এক সময় পালিয়ে যান। তিনি আরও বলেন, নিহতের ময়নােেন্তে শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কোন মামলা হয়নি। পুলিশের উর্ধতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন বলে জানান তিনি।