সিলেটে প্রধান বিচারপতির সাথে জেলা আইনজীবী সমিতির নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ

- Update Time : ১১:০১:১৬ অপরাহ্ন, শনিবার, ১৬ অগাস্ট ২০২৫
- / ১৩৫ Time View
বাংলাদেশের প্রধান বিচারপতি বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ সিলেট সফরে আসায় আজ শনিবার সিলেট সার্কিট হাউজে সিলেট জেলা আইনজীবী সমিতির পক্ষে সৌজন্য সাক্ষাৎ ও তাকে ফুলেল শুভেচ্ছা জানানো হয় ।
এসময় সমিতির পক্ষ থেকে প্রধান বিচারপতির নিকট একটি “স্মারকলিপি” প্রদান করা হয়। সিলেট জেলা আইনজীবী সমিতি কর্তৃক উত্থাপিত বিভিন্ন সমস্যাবলী ও দাবী দাওয়া প্রধান বিচারপতি অত্যন্ত মনযোগ দিয়ে শুনেন ও আশু প্রতিকার করার আশ্বাস প্রদান করেন।
এ প্রসঙ্গে সমিতির নেতৃবৃন্দ জানান, সিলেট বারের ২০২৫ সালের নির্বাচিত কমিটি বিগত জানুয়ারী মাসে দায়িত্ব গ্রহণের পরপর প্রধান বিচারপতি সিলেট সফরে আসেন। তৎকালে প্রধান বিচারপতির নিকট সিলেট কোর্ট ও বারের বিভিন্ন সমস্যাবলী ও প্রস্তাবনা তুলে ধরা হয় ।
ইতোমধ্যেই তাঁর নির্দেশনায় ও সিলেটের সুযোগ্য জেলা ও দায়রা জজ শেখ আশফাকুর রহমান এর উদ্যোগে ও আন্তরিকতায় সিলেট কোর্টের সিভিল বেঞ্চসমূহের সমস্যা অনেকটাই সমাধান হয়ে গেছে। যা নি:সন্দেহে প্রশংসার দাবী রাখে। এ বিষয়েও প্রধান বিচারপতিকে অবগত করা হয । তিনি অত্যন্ত আনন্দিত ও উৎসাহিত হয়েছেন।
সিলেটের ১০তলা বিশিষ্ট চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট বিল্ডিং-এ অতিরিক্ত লিফট স্থাপনের কাজ দ্রুততম সময়ের মধ্যে সম্পন্ন হবে মর্মে প্রধান বিচারপতি আশ্বস্ত করেন। সিলেটে আরও একটি নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল স্থাপনের বিষয়েও তাঁকে অনুরোধ করা হয।
তিনি সিলেট জেলা আইনজীবী সমিতির নির্দলীয় নির্বাচন পদ্ধতি সম্পর্কে জেনে অত্যন্ত খুশি হন এবং এপ্রিশিয়েট করেন।
বাংলাদেশের বর্তমান প্রধান বিচারপতি উপমহাদেশ তথা এশিয়ার প্রখ্যাত আইনজীবী, তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা ব্যারিস্টার সৈয়দ ইশতিয়াক আহমেদ এর সুযোগ্য পুত্র। নি:সন্দেহে তিনি বিচার বিভাগের জন্য একজন আন্তরিক ব্যক্তিত্ব। বিচার বিভাগ তাঁর নেতৃত্বে বহুদূর এগিয়ে যাবে।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
জনপ্রিয়