ঢাকা ০৯:৫৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর ২০২৫, ৩ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজঃ
রূপগঞ্জে প্রধান শিক্ষকের অপসারণ দাবিতে মানববন্ধন ব্রাহ্মণবাড়িয়ায় বাজার থেকে ৬০০ কেজি সরকারি চাল উদ্ধার সিলেটে দুই বছরের শিশুকে ধর্ষণঃ অভিযুক্ত বালক কারাগারে নির্বাচন নিয়ে ষড়যন্ত্র চলছে তাই আন্দোলনে নেমেছি : গোলাম পরওয়ার আমি যে কাজ করেছি তা বাংলাদেশের ইতিহাসে কোনদিন হয়নিঃ আসিফ নজরুল রূপগঞ্জে চাঁদাবাজি ও প্রবাসীদের মারধরের অভিযোগে ১২ হিজড়া গ্রেফতার স্ত্রীকে তালাক দিয়ে যুবকের ৪০ কেজি দুধ দিয়ে গোসল সচিবালয়কে সিঙ্গেল-ইউজ প্লাস্টিক মুক্ত করতে সরকারের সিদ্ধান্ত কুবি শিক্ষার্থী সুমাইয়াকে ‘ধর্ষণের পর’ হত্যা করা হয়েছে: আসামির স্বীকারোক্তি ব্রাজিল সফরে প্রধান বিচারপতি

সিলেটে দুই বছরের শিশুকে ধর্ষণঃ অভিযুক্ত বালক কারাগারে

মো.মুহিবুর রহমান, সিলেট
  • Update Time : ০৮:৩৬:১০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর ২০২৫
  • / ২৫ Time View

সিলেটের মোগলাবাজার এলাকায় দুই বছরের এক শিশুকে যৌন নির্যাতনের অভিযোগে ধর্ষণ মামলা করেছে ওই শিশুর পরিবার। মামলা দায়েরের পর অভিযুক্ত বালককে গ্রেপ্তার করেছে পুলিশ। তারপর তাকে আদালতে হাজির করলে আদালত কারাগারে প্রেরণের নির্দেশ দেন।পরে পুলিশ তাকে কারাগারে নিয়ে যায়।

এ তথ্য জানিয়ে সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ কমিশনার (গণমাধ্যম) মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, মঙ্গলবার ওই শিশুর পরিবারের পক্ষ থেকে ধর্ষষের অভিযোগে মামলা দায়ের করা হয়। এরপর রাতেই অভিযুক্ত বালককে গ্রেপ্তার করা হয়েছে।

আটক বালকের বয়স ১২/১৩ বছর জানিয়ে তিনি বলেন, সে ওই শিশুদের প্রতিবেশি। আদালতের নির্দেশনা মোতাবেক তার বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে। দুই বছরের শিশুকে ধর্ষণ প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ওই শিশুর যৌনাঙ্গে আঘাতের চিহ্ন পেয়েছেন চিকিৎসকরা। তবে পুরুষাঙ্গ নাকি অন্য কিছু দিয়ে আঘাত করা হয়েছে তা এখনও নিশ্চিত হওয়া যায়নি। তবে যেভাবেই হোক শিশুটি যৌন হয়রানির শিকার হয়েছে।

এর আগে সোমবার শিশুটিকে গুরুতর শারীরিক সমস্যার কারণে সিলেট এম.এ.জি. ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান-স্টপ ক্রাইসিস সেন্টার (ওসিসি)-তে ভর্তি করা হয়।

শিশুটির মা জানান, ঘটনার পর থেকে মেয়েটি অস্বাভাবিক আচরণ করছে। সে সবসময় কান্না করছে পরে তাকে চিকিৎসকের কাছে নিয়ে গেলে হাসপাতালের চিকিৎসকরা শারীরিক পরীক্ষার পর বিষয়টিকে যৌন নির্যাতনের ঘটনা হিসেবে চিহ্নিত করেন এবং শিশুটিকে ওসিসি সেন্টারে ভর্তি করেন।

চিকিৎসকরা জানান, শিশুটিকে প্রাথমিকভাবে চিকিৎসা দেওয়া হচ্ছে এবং এটি একটি পুলিশ কেস হিসেবে নথিভুক্ত করা উচিত। এ বিষয়ে থানায় যোগাযোগ করার পরামর্শও দেওয়া হয়।

শিশুটির বাবা জানান, গত ১০ আগষ্ট এ ঘটনার পর একজন পুলিশ সদস্য ঘটনাস্থলে আসেন সে সময় স্থানীয় মুরুব্বিরা পুলিশের সাথে কথা বলেন তার পরই পুলিশ চলে যায়।

Please Share This Post in Your Social Media

সিলেটে দুই বছরের শিশুকে ধর্ষণঃ অভিযুক্ত বালক কারাগারে

মো.মুহিবুর রহমান, সিলেট
Update Time : ০৮:৩৬:১০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর ২০২৫

সিলেটের মোগলাবাজার এলাকায় দুই বছরের এক শিশুকে যৌন নির্যাতনের অভিযোগে ধর্ষণ মামলা করেছে ওই শিশুর পরিবার। মামলা দায়েরের পর অভিযুক্ত বালককে গ্রেপ্তার করেছে পুলিশ। তারপর তাকে আদালতে হাজির করলে আদালত কারাগারে প্রেরণের নির্দেশ দেন।পরে পুলিশ তাকে কারাগারে নিয়ে যায়।

এ তথ্য জানিয়ে সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ কমিশনার (গণমাধ্যম) মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, মঙ্গলবার ওই শিশুর পরিবারের পক্ষ থেকে ধর্ষষের অভিযোগে মামলা দায়ের করা হয়। এরপর রাতেই অভিযুক্ত বালককে গ্রেপ্তার করা হয়েছে।

আটক বালকের বয়স ১২/১৩ বছর জানিয়ে তিনি বলেন, সে ওই শিশুদের প্রতিবেশি। আদালতের নির্দেশনা মোতাবেক তার বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে। দুই বছরের শিশুকে ধর্ষণ প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ওই শিশুর যৌনাঙ্গে আঘাতের চিহ্ন পেয়েছেন চিকিৎসকরা। তবে পুরুষাঙ্গ নাকি অন্য কিছু দিয়ে আঘাত করা হয়েছে তা এখনও নিশ্চিত হওয়া যায়নি। তবে যেভাবেই হোক শিশুটি যৌন হয়রানির শিকার হয়েছে।

এর আগে সোমবার শিশুটিকে গুরুতর শারীরিক সমস্যার কারণে সিলেট এম.এ.জি. ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান-স্টপ ক্রাইসিস সেন্টার (ওসিসি)-তে ভর্তি করা হয়।

শিশুটির মা জানান, ঘটনার পর থেকে মেয়েটি অস্বাভাবিক আচরণ করছে। সে সবসময় কান্না করছে পরে তাকে চিকিৎসকের কাছে নিয়ে গেলে হাসপাতালের চিকিৎসকরা শারীরিক পরীক্ষার পর বিষয়টিকে যৌন নির্যাতনের ঘটনা হিসেবে চিহ্নিত করেন এবং শিশুটিকে ওসিসি সেন্টারে ভর্তি করেন।

চিকিৎসকরা জানান, শিশুটিকে প্রাথমিকভাবে চিকিৎসা দেওয়া হচ্ছে এবং এটি একটি পুলিশ কেস হিসেবে নথিভুক্ত করা উচিত। এ বিষয়ে থানায় যোগাযোগ করার পরামর্শও দেওয়া হয়।

শিশুটির বাবা জানান, গত ১০ আগষ্ট এ ঘটনার পর একজন পুলিশ সদস্য ঘটনাস্থলে আসেন সে সময় স্থানীয় মুরুব্বিরা পুলিশের সাথে কথা বলেন তার পরই পুলিশ চলে যায়।