সিলেটে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল, দুই ছাত্রলীগ নেতা আটক

- Update Time : ০৫:৩৪:৩৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ নভেম্বর ২০২৪
- / ৯৬ Time View
সিলেট নগরীতে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগানে ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে মিছিল করায় নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের দুই নেতাকে আটক করেছে র্যাব-৯। সোমবার মধ্যরতে মহানগরীর কোতোয়ালি থানা এলাকা থেকে তাদের আটক করা হয়। আটককৃতরা হলেন এয়ারপোর্ট থানা ছাত্রলীগের সহসভাপতি রাকিবুল হাসান নিরব ও সাংগঠনিক সম্পাদক পরিমল দেবনাথ।
মঙ্গলবার গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন র্যাব-৯ এর মিডিয়া অফিসার (সহকারী পুলিশ সুপার) মো. মশিহুর রহমান সোহেল।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, ১৮ নভেম্বর (সোমবার) সকালে সিলেট শহরে আওয়ামী লীগ নেতাকর্মীদের ঝটিকা মিছিলের প্রধান আহব্বায়ক নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সিলেট এয়ারপোর্ট থানার সহ-সভাপতি রাকিবুল হাসান নিরব ও তার একজন সহযোগীকে ১৮ নভেম্বর রাত ১১ টা ৪০ মিনিটের সময় কোতোয়ালি থানা এলাকায় অভিযান পরিচালনা করে গ্রেপ্তার করা হয়। তাদের বিরুদ্ধে কোতয়ালী থানায় নাশকতা ও বিস্ফোরক মামলা রয়েছে। এসব মামলায় গ্রেপ্তার দেখিয়ে দুজনকে কোতয়ালী থানায় হস্তান্তর করা হয়েছে।
গতকাল সোমবার সকাল ৭টার দিকে নগরের দরগাহ গেট এলাকায় ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগানে ঝটিকা মিছিল করে ১৫/২০ জনের একদল তরুণ। মিছিল থেকে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের পক্ষে স্লোগান দেয়া হয়।
এছাড়া ছাত্র বিক্ষোভের মুখে ক্ষমতা ছাড়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে ও অন্তর্র্বতী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহম্মদ ইউনূসের বিরুদ্ধে স্লোগান দেয়া হয়। মিছিলকারী প্রায় সকলের মুখেই মাস্ক পরিহিত ছিলো। মিছিলের ব্যানারে লেখা ছিলো- ‘সিলেটের মাটি শেখ হাসিনার ঘাটি’, ‘অবৈধ আইসিটি কোর্ট জনগন মানে না’, ‘গণহত্যাকারী খুনি ইউনুসের ফাঁসি চাই’।
ব্যানারের একপাশে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি ও অন্য পাশে শেখ হাসিনার ছবি ছিলো। এছাড়া ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ শ্লোগানও লেখা ছিলো।
গত ৫ আগস্ট শেখ হাসিনার নেতৃত্বাধিন আওয়ামী লীগ সরকার পতনের প্রথম এটিই ছিলো তার পক্ষে প্রথম কোন মিছিল।
নওরোজ/এসএইচ
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
জনপ্রিয়