ঢাকা ১০:৪৩ অপরাহ্ন, রবিবার, ২৮ সেপ্টেম্বর ২০২৫, ১৩ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজঃ
টঙ্গীতে কেমিক্যাল গুদামে অগ্নিকাণ্ডে চারজনের মৃত্যু, মালিকদের বিরুদ্ধে মামলা দায়িত্ব পালনের মাধ্যমে জনগনের আস্থা অর্জন করা যায় – মনোয়ারা বেগম সাবেক প্রতিমন্ত্রী কামাল মজুমদারের ছেলে শাহেদ রিমান্ডে টেকসই পর্যটনের জন্য প্রকৃতি রক্ষা অপরিহার্য – পরিবেশ উপদেষ্টা ইসরাইলকে পশ্চিম তীর দখল করতে দেবো না: ট্রাম্প শাহরুখ-আরিয়ানের বিরুদ্ধে মামলা, আদালতে খারিজ শাহরুখ-আরিয়ানের বিরুদ্ধে মানহানির মামলা করলেন সমীর ওয়াংখেড়ে চেন্নাইয়ে থালাপতি বিজয়ের সমাবেশে পদপিষ্ট হয়ে ৩৪ জনের মৃত্যু জনগণ যেভাবে চায়, আমাদের সেভাবে চলতে হবে : তারেক রহমান বাদামতলীতে ঢাকা ৭ আসনের মনোনয়ন প্রত্যাশী রিয়াজ উদ্দিন আহমেদ মনি’র গণসংযোগ

সিলেটে কাঁচা মরিচের কেজি ৪০০ টাকা, লাগামহীন সবজির দাম

মো.মুহিবুর রহমান,সিলেট
  • Update Time : ০৫:৫৭:৩১ অপরাহ্ন, শনিবার, ১৩ জুলাই ২০২৪
  • / ৫৩৩ Time View

মাত্র এক সপ্তাহ আগে ২৫০ টাকা কেজি দরে কাঁচা মরিচ কিনে ছিলেন সিলেটের বিশ্বনাথ উপজেলার খাজাঞ্চি ইউনিয়নের প্রয়াগমহল গ্রামের বাসিন্দা আব্দুন নূর। তারও আগে কিনেছিলেন মাত্র ৬০ টাকায়। কিন্তু শনিবার (১৩ জুলাই) একই কাঁচামরিচ ৪০০ টাকা কেজি দরে স্থানীয় প্রতিগঞ্জ বাজার থেকে কিনেছেন। এতে ক্ষুব্ধ আলম। তবে সেই ক্ষোভ মনে চেপেই বাজার সারেন তিনি।

জানতে চাইলে এই প্রবীণ ব্যক্তি বলেন, শুধু কি কাঁচা মরিচ দাম বেড়েছে; চাল, কাঁচা মরিচ, ব্রয়লার মুরগি সব কিছুরই তো বেশি দাম দিয়ে কিনতে হচ্ছে। আয় রোজগার তো তেমন নেই। কিভাবে চলবো। তিনি জানান- সবজি বিক্রেতারা বলছেন বার বার বন্যার কারণে সিলেটে সবজিসহ নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম বাড়ছে।

কবিলপুর গ্রামের বাসিন্দা মো.সাহাব উদ্দিন  নামে একজন ক্রেতা বলেন, আড়াইশো গ্রাম কাঁচা মরিচ চাচ্ছে ১০০ টাকা। মানে কেজি ৪০০ টাকা। কি অবস্থা। দাম বৃদ্ধির কারণ নিয়ে বিক্রেতারা বলছেন, বৃষ্টি ও বন্যার কারণে কাঁচা মরিচ নষ্ট হয়। তাই দাম আগের তুলনায় বেড়েছে।

খোঁজ নিয়ে জানায়, সিলেট জেলার বিভিন্ম উপজেলায় ও মহানগরীতে কিছুদিন আগে পাইকারি বাজারে টমেটো ৭০ থেকে ৮০ টাকা দরে বিক্রি হয়েছে। কিন্তু গত সপ্তাহে পাইকারি বাজারে টমেটো ৮০ – ৯০ টাকা কেজি দরে বিক্রি হয়। আর আজ শনিবার  টমেটো ১৪০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। অন্যান্য শাকসবজির দামও বাড়তি। পাইকারি বাজারে দামের সরাসরি প্রভাব পড়েছে খুচরা বাজারে।

পাইকারি বাজারে প্রতি কেজি আলু বিক্রি হয় ৫৫-৬০ টাকায়। খুচরা বাজারে এ আলু বিক্রি হচ্ছে ৬০ থেকে ৭০ টাকা কেজি। এ ছাড়া গাজর ৬০-৭০ টাকা, কচুরমুখি ৭৫-৮০ টাকা, পেঁপে ৪০ টাকা, শসা ৫০-৬০ টাকা, পটোল ৩০ টাকা, করলা ৮০ টাকা, ঢ্যাঁড়স ৫০ টাকা কেজি দরে বিক্রি করা হয়। খুচরা বাজারে দেখা গেছে, পাইকারি বাজারের তুলনায় সব সবজিতেই কেজিপ্রতি ৩০ থেকে ৫০ টাকা বেশি দাম।

এ ব্যাপারে সিলেট কৃষি অধিদপ্তরের উপ – পরিচালক  আবুল খয়ের মোল্লা জানান, বন্যার কারণে  সিলেটের বিভিন্ন জায়গায় সবজি উৎপাদন ব্যাহত হয়েছে। এজন্য বাজারে সবজির সংকট রয়েছে বলে ধারণা করছি।

Please Share This Post in Your Social Media

সিলেটে কাঁচা মরিচের কেজি ৪০০ টাকা, লাগামহীন সবজির দাম

মো.মুহিবুর রহমান,সিলেট
Update Time : ০৫:৫৭:৩১ অপরাহ্ন, শনিবার, ১৩ জুলাই ২০২৪

মাত্র এক সপ্তাহ আগে ২৫০ টাকা কেজি দরে কাঁচা মরিচ কিনে ছিলেন সিলেটের বিশ্বনাথ উপজেলার খাজাঞ্চি ইউনিয়নের প্রয়াগমহল গ্রামের বাসিন্দা আব্দুন নূর। তারও আগে কিনেছিলেন মাত্র ৬০ টাকায়। কিন্তু শনিবার (১৩ জুলাই) একই কাঁচামরিচ ৪০০ টাকা কেজি দরে স্থানীয় প্রতিগঞ্জ বাজার থেকে কিনেছেন। এতে ক্ষুব্ধ আলম। তবে সেই ক্ষোভ মনে চেপেই বাজার সারেন তিনি।

জানতে চাইলে এই প্রবীণ ব্যক্তি বলেন, শুধু কি কাঁচা মরিচ দাম বেড়েছে; চাল, কাঁচা মরিচ, ব্রয়লার মুরগি সব কিছুরই তো বেশি দাম দিয়ে কিনতে হচ্ছে। আয় রোজগার তো তেমন নেই। কিভাবে চলবো। তিনি জানান- সবজি বিক্রেতারা বলছেন বার বার বন্যার কারণে সিলেটে সবজিসহ নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম বাড়ছে।

কবিলপুর গ্রামের বাসিন্দা মো.সাহাব উদ্দিন  নামে একজন ক্রেতা বলেন, আড়াইশো গ্রাম কাঁচা মরিচ চাচ্ছে ১০০ টাকা। মানে কেজি ৪০০ টাকা। কি অবস্থা। দাম বৃদ্ধির কারণ নিয়ে বিক্রেতারা বলছেন, বৃষ্টি ও বন্যার কারণে কাঁচা মরিচ নষ্ট হয়। তাই দাম আগের তুলনায় বেড়েছে।

খোঁজ নিয়ে জানায়, সিলেট জেলার বিভিন্ম উপজেলায় ও মহানগরীতে কিছুদিন আগে পাইকারি বাজারে টমেটো ৭০ থেকে ৮০ টাকা দরে বিক্রি হয়েছে। কিন্তু গত সপ্তাহে পাইকারি বাজারে টমেটো ৮০ – ৯০ টাকা কেজি দরে বিক্রি হয়। আর আজ শনিবার  টমেটো ১৪০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। অন্যান্য শাকসবজির দামও বাড়তি। পাইকারি বাজারে দামের সরাসরি প্রভাব পড়েছে খুচরা বাজারে।

পাইকারি বাজারে প্রতি কেজি আলু বিক্রি হয় ৫৫-৬০ টাকায়। খুচরা বাজারে এ আলু বিক্রি হচ্ছে ৬০ থেকে ৭০ টাকা কেজি। এ ছাড়া গাজর ৬০-৭০ টাকা, কচুরমুখি ৭৫-৮০ টাকা, পেঁপে ৪০ টাকা, শসা ৫০-৬০ টাকা, পটোল ৩০ টাকা, করলা ৮০ টাকা, ঢ্যাঁড়স ৫০ টাকা কেজি দরে বিক্রি করা হয়। খুচরা বাজারে দেখা গেছে, পাইকারি বাজারের তুলনায় সব সবজিতেই কেজিপ্রতি ৩০ থেকে ৫০ টাকা বেশি দাম।

এ ব্যাপারে সিলেট কৃষি অধিদপ্তরের উপ – পরিচালক  আবুল খয়ের মোল্লা জানান, বন্যার কারণে  সিলেটের বিভিন্ন জায়গায় সবজি উৎপাদন ব্যাহত হয়েছে। এজন্য বাজারে সবজির সংকট রয়েছে বলে ধারণা করছি।