ঢাকা ১১:০৭ অপরাহ্ন, রবিবার, ২৬ অক্টোবর ২০২৫, ১১ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজঃ
সরকারি অফিসে এখনও ফ্যাসিবাদীদের চাটুকার বসে আছে: সারজিস আলম ব্রাহ্মণবাড়িয়ায় লাশ দাফনে বাধা; ফের সংঘর্ষ ও অগ্নিসংযোগ ন্যায়বিচার প্রক্রিয়ায় পুলিশের ভূমিকা আদালতের সিদ্ধান্তকে প্রভাবিত করে : প্রধান বিচারপতি রায় ছিড়ে ফেলার ঘটনায় নিজেকে বাঁচাতে উল্টো ম্যাজিস্ট্রেটকে পুলিশে সোপর্দের হুমকি জজের নির্বাচনের দিনক্ষণ ঠিক না হওয়ায় জনমনে প্রশ্ন উঁকি দিচ্ছে বিএনপি ক্ষমতায় গেলে শিক্ষাখাতে সর্বোচ্চ বরাদ্দ দেবে: তারেক রহমান ন্যায় প্রতিষ্ঠিত হলে রাষ্ট্র দৃঢ় হয়, ব্যর্থ হলে ভেঙে পড়ে: প্রধান বিচারপতি মৌসুমের সেরা ফুটবলারের তালিকায় মেসি চীনের সঙ্গে কাজে কী ঝুঁকি- বাংলাদেশকে বোঝাবে যুক্তরাষ্ট্র নভেম্বরের মধ্যেই দেশে ফিরবেন তারেক রহমান

সিলেটে এনা পরিবহনের ১২ লাখ ৪০ হাজার টাকা ছিনতাই

সিলেট প্রতিনিধি
  • Update Time : ০৮:০৯:৩৫ অপরাহ্ন, রবিবার, ২৬ অক্টোবর ২০২৫
  • / ৪১ Time View

সিলেটের দক্ষিণ সুরমা থানার কদমতলি পয়েন্ট এলাকায় এনা পরিবহনের প্রায় ১২ লাখ ৪০ হাজার টাকা সশস্ত্র ছিনতাই হয়েছে। রোববার সকাল সাড়ে ১১টার দিকে সংঘটিত এই ঘটনায় হেলমেট পরা ১০ জন সশস্ত্র দুর্বৃত্ত জড়িত বলে পুলিশ সূত্রে জানা গেছে।

জানা যায়, এনা পরিবহনের কদমতলি কাউন্টার থেকে প্রতিষ্ঠানের ম্যানেজার শফিকুল ইসলাম, ক্যাশিয়ার সোহেল আহমদ ও নুর মুস্তফা—এই তিন কর্মচারী টাকা নিয়ে একটি সিএনজি অটোরিকশায় করে ব্যাংকে জমা দিতে যাচ্ছিলেন। হুমায়ুন রশীদ চত্বরের কাছে সততা রেস্টুরেন্টের সামনে পাঁচটি মোটরসাইকেলে করে আসা দুর্বৃত্তরা তাদের গতি রোধ করে।

প্রত্যক্ষদর্শী ও পুলিশের বরাতে জানা যায়, ছিনতাইকারীরা সবার মাথায় হেলমেট পরা ছিল এবং তারা ধারালো দা জাতীয় অস্ত্র দেখিয়ে কর্মচারীদের ভয়ভীতি প্রদর্শন করে। এরপর তারা সমস্ত নগদ টাকা ছিনিয়ে নিয়ে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। তবে এ ঘটনায় কেউ আহত হননি।

দক্ষিণ সুরমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান সংবাদমাধ্যমকে জানান, “পাঁচটি মোটরসাইকেলের মধ্যে মাত্র একটির নম্বর প্লেট ছিল, সেটিও স্কচটেপ দিয়ে ঢাকা করা। এ থেকে ধারণা করা হচ্ছে যে ঘটনাটি পূর্বপরিকল্পিত।”

তিনি আরও জানান, পুলিশ ইতিমধ্যে ঘটনাস্থল ও আশেপাশের এলাকার সিসিটিভি ফুটেজ সংগ্রহ করেছে এবং তদন্ত কাজ শুরু করেছে। এই ঘটনায় শীঘ্রই একটি মামলা দায়েরের প্রস্তুতি নেওয়া হচ্ছে বলে তিনি নিশ্চিত করেন।

এনা পরিবহনের ম্যানেজার শফিকুল ইসলাম বলেন, “দুর্বৃত্তরা সবার হেলমেট পরা ছিল এবং তাদের হাতে লম্বা ধারালো দা ছিল। আমরা চেষ্টা করেও টাকা রক্ষা করতে পারিনি।”

Please Share This Post in Your Social Media

সিলেটে এনা পরিবহনের ১২ লাখ ৪০ হাজার টাকা ছিনতাই

সিলেট প্রতিনিধি
Update Time : ০৮:০৯:৩৫ অপরাহ্ন, রবিবার, ২৬ অক্টোবর ২০২৫

সিলেটের দক্ষিণ সুরমা থানার কদমতলি পয়েন্ট এলাকায় এনা পরিবহনের প্রায় ১২ লাখ ৪০ হাজার টাকা সশস্ত্র ছিনতাই হয়েছে। রোববার সকাল সাড়ে ১১টার দিকে সংঘটিত এই ঘটনায় হেলমেট পরা ১০ জন সশস্ত্র দুর্বৃত্ত জড়িত বলে পুলিশ সূত্রে জানা গেছে।

জানা যায়, এনা পরিবহনের কদমতলি কাউন্টার থেকে প্রতিষ্ঠানের ম্যানেজার শফিকুল ইসলাম, ক্যাশিয়ার সোহেল আহমদ ও নুর মুস্তফা—এই তিন কর্মচারী টাকা নিয়ে একটি সিএনজি অটোরিকশায় করে ব্যাংকে জমা দিতে যাচ্ছিলেন। হুমায়ুন রশীদ চত্বরের কাছে সততা রেস্টুরেন্টের সামনে পাঁচটি মোটরসাইকেলে করে আসা দুর্বৃত্তরা তাদের গতি রোধ করে।

প্রত্যক্ষদর্শী ও পুলিশের বরাতে জানা যায়, ছিনতাইকারীরা সবার মাথায় হেলমেট পরা ছিল এবং তারা ধারালো দা জাতীয় অস্ত্র দেখিয়ে কর্মচারীদের ভয়ভীতি প্রদর্শন করে। এরপর তারা সমস্ত নগদ টাকা ছিনিয়ে নিয়ে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। তবে এ ঘটনায় কেউ আহত হননি।

দক্ষিণ সুরমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান সংবাদমাধ্যমকে জানান, “পাঁচটি মোটরসাইকেলের মধ্যে মাত্র একটির নম্বর প্লেট ছিল, সেটিও স্কচটেপ দিয়ে ঢাকা করা। এ থেকে ধারণা করা হচ্ছে যে ঘটনাটি পূর্বপরিকল্পিত।”

তিনি আরও জানান, পুলিশ ইতিমধ্যে ঘটনাস্থল ও আশেপাশের এলাকার সিসিটিভি ফুটেজ সংগ্রহ করেছে এবং তদন্ত কাজ শুরু করেছে। এই ঘটনায় শীঘ্রই একটি মামলা দায়েরের প্রস্তুতি নেওয়া হচ্ছে বলে তিনি নিশ্চিত করেন।

এনা পরিবহনের ম্যানেজার শফিকুল ইসলাম বলেন, “দুর্বৃত্তরা সবার হেলমেট পরা ছিল এবং তাদের হাতে লম্বা ধারালো দা ছিল। আমরা চেষ্টা করেও টাকা রক্ষা করতে পারিনি।”