সিলেটে ঈদ জামায়াত কখন কোথায়

- Update Time : ০৪:২৬:৫৩ পূর্বাহ্ন, বুধবার, ১০ এপ্রিল ২০২৪
- / ২৪৭ Time View
প্রতি বছরের ন্যায় এবারো পবিত্র ঈদুল ফিতরের প্রধান জামাত অনুষ্ঠিত হবে সিলেটের ঐতিহাসিক শাহী ঈদগাহ ময়দানে সকাল সাড়ে ৮টায়। শাহী ঈদগাহের ঈদ জামায়াতে ইমামতি করবেন বন্দরবাজার কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম মাওলানা আবু হুরায়রা। বয়ান পেশ করবেন নাইওরপুল জামে মসজিদের ইমাম মাওলানা নজমুদ্দিন ক্বাসেমী।
দরগাহে হযরত শাহজালাল (র.) জামে মসজিদঃ নগরীর দরগাহে হযরত শাহজালাল (রহ.) মাজার জামে মসজিদে পবিত্র ঈদুল ফিতরের জামায়াত একমাত্র সাড়ে ৮টায় অনুষ্ঠিত হবে।
সরকারি আলীয়া মাদরাসা মাঠঃ আন্জুমানে খেদমতে কুরআন সিলেট-এর উদ্যোগে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে সিলেট সরকারী আলীয়া মাদরাসা মাঠে ঈদের জামাত সকাল ৮টায় অনুষ্ঠিত হবে। জামাতে ইমামতি করবেন বিশিষ্ট আলেমে দ্বীন মাওলানা আব্দুস সালাম-আল মাদানী। এই জামায়াতে মহিলাদের জন্য বিশেষ ব্যবস্থা রয়েছে।
কুদরত উল্লাহ জামে মসজিদঃ নগরীর কুদরত উল্লাহ জামে মসজিদে পৃথক ৩টি জামাত অনুষ্ঠিত হবে। প্রথম জামাত অনুষ্ঠিত হবে সকাল সাড়ে ৭টায়, ইমামতি করবেন শায়েখ সাঈদ বিন নুরুজ্জামান আল মাদানী। দ্বিতীয় জামাত হবে সাড়ে ৮টায়, ইমামতি করবেন হাফেজ মাওলানা মিফতাহুদ্দীন এবং তৃতীয় জামাত সাড়ে ৯টায় অনুষ্ঠিত হবে, ইমামতি করবেন হাফেজ মাওলানা হোসাইন আহমদ।
কালেক্টরেট মসজিদঃ নগরীর কোর্ট পয়েন্ট সংলগ্ন কালেক্টরেট জামে মসজিদে ঈদুল ফিতরের জামায়াত অনুষ্ঠিত হবে সকাল সাড়ে ৮টায়।
এছাড়া হযরত শাহ্ পরাণ (রহ.) এর মাজার প্রাঙ্গণে সকাল আটটা ও সাড়ে আটটায় দুটি ঈদ জামাত অনুষ্ঠিত হবে। এদিকে সিলেট নগরীতে প্রায় ৪৩৯টি এবং জেলায় ২ হাজার ৫৮৯টি ঈদ জামাত অনুষ্ঠিত হবে।