চালক আটক
সিলেটে ইউএনওর গাড়ি চাপায় নিহত ১

- Update Time : ০৪:২৮:৩৯ অপরাহ্ন, সোমবার, ৮ সেপ্টেম্বর ২০২৫
- / ৭১ Time View
সিলেটের দক্ষিণ সুরমা উপজেলায় উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) গাড়ির চাপায় ফরিদ মিয়া (৫৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। রোববার (৭ সেপ্টেম্বর) দুপুর ২টার দিকে উপজেলা কমপ্লেক্সের প্রধান ফটকের সামনে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। নিহত ফরিদ মিয়া দক্ষিণ সুরমার নৈখাই গ্রামের বাসিন্দা।
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়- দুপুরে ফরিদ মিয়া গরু চড়াতে উপজেলা কমপ্লেক্স এলাকায় যান। বেলা ২টার দিকে ইউএনও ঊর্মি রায়কে বহনকারী সরকারি গাড়িটি উপজেলা ভবনের প্রধান গেট দিয়ে প্রবেশ করার সময় তাকে চাপা দেয়। সঙ্গে সঙ্গেই গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। ঘটনার পরপরই মোগলাবাজার থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে গাড়িচালককে আটক করে।
নিহতের ভাই শরীফ মিয়া জানান, ‘গাড়ির চাপায় আমার ভাইয়ের এক হাত ভেঙে যায় এবং মাথা ও শরীরে গুরুতর আঘাত পায়। সে ঘটনাস্থলেই প্রাণ হারায়।’
এদিকে,এলাকাবাসী অভিযোগ করেছেন যে সরকারি কর্মকর্তাদের গাড়ি অনেক সময় বেপরোয়া গতিতে চলাচল করে, যা দুর্ঘটনার ঝুঁকি বৃদ্ধি করছে। তারা প্রশাসনের কার্যকর পদক্ষেপের দাবি করেছেন।
সিলেট এসএমপির মোগলাবাজার থানার পরিদর্শক (তদন্ত) কাজী তবারক হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, নিহতের মরদেহ বিনা ময়নাতদন্তে দাফনের জন্য অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটের কাছে আবেদন করা হয়েছে। পাশাপাশি স্থানীয়ভাবে আপস-মীমাংসার চেষ্টা চলছে।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
জনপ্রিয়