সিলেটে আবারও চিনি ছিনতাইকালে হাতেনাতে আটক ৫ ছাত্রলীগ কর্মী

- Update Time : ১২:০০:১৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ জুন ২০২৪
- / ৯৪ Time View
সিলেট সদর উপজেলার সিলেট – কোম্পানীগঞ্জ সড়কের পাশে অ্যাডভেঞ্চার ওর্য়াল্ড পার্কের সামনে থেকে ৭ বস্তা চিনি ছিনতাইকালে ৫ ছাত্রলীগ কর্মীকে আটক করেছে বিমানবন্দর থানা পুলিশ।
বৃহস্পতিবার (১৩ জুন) রাত সাড়ে ১০টায় তাদেরকে আটক করা হয়।
সংশ্লিষ্ট সূত্র জানায় , কোম্পানীগঞ্জ উপজেলা থেকে এক ব্যবসায়ী সিএনজি অটোরিকশাযোগে সিলেট নগরীতে আসছিলেন। এসময় বেশ কয়েকজন দুর্বৃত্ত চিনি ছিনতাই করতে যান। চিনি ছিনতাইকালে বিমানবন্দর থানাধীন টহল পুলিশ পাঁচজনকে আটক করে। আটককৃতরা হলেন- রাজু, ফাহাদ, খুরশেদ, জুয়েল, লিটন। তারা সবাই সিলেট নগরীর বাসিন্দা এবং ছাত্রলীগের কর্মী হিসেবে এলাকায় পরিচিত। এসএমপির উপকমিশনার আজবাহার আলী শেখ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
এ ব্যাপরে বিমানবন্দর থানার ওসি মোহাম্মদ নুনু মিয়া জানান, চিনি ছিনতাইকালে তাদেরকে আটক করেছে আমাদের টহল পুলিশ। আটককৃতরা বর্তমানে থানা হাজতে আছে। মামলা প্রক্রিয়াধীন আছে। আাজ তাদের আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হবে।
এর আগে গত ৮ জুন বিয়ানীবাজারে যথাযথ প্রক্রিয়ায় সরকারিভাবে নিলামে কেনা বিপুল পরিমাণ চিনি গোদামে নিয়ে আসার পথে বিয়ানীবাজার থেকে লুট করে নিয়ে যায় একদল ছিনতাইকারী। এই ঘটনায়ও ছাত্রলীগের নেতাকর্মীদের নাম উঠে আসে। ইতিমধ্যে এ ঘটনায় ছাত্রলীগ নেতাসহ ১১ জনের নামে মামলা হয়েছে।