সিরাজ মিয়া মেমোরিয়াল মডেল স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

- Update Time : ০৩:৪৪:০৭ অপরাহ্ন, শনিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৫
- / ১৭ Time View
রাজধানী বাডডা এলাকার দক্ষিণ বারিধারা ডিআইটি প্রজেক্টে শনিবার (২২ ফেব্রুয়ারি) সকাল ৯টায় সিরাজ মিয়া মেমোরিয়াল মডেল স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়। দানবীর আলহাজ্ব মনির হোসেন তার বাবার নামে স্কুলটি প্রতিষ্ঠা করেন |
জাতীয় পতাকা উত্তোলন, বেলুন ও পায়রা উড়িয়ে অনুষ্ঠান উদ্বোধন করেন প্রধান অতিথি বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র জাতীয় নির্বাহী কমিটির ক্ষুদ্র ঋণ বিষয়ক সম্পাদক ও ঢাকা মহানগর উত্তর বিএনপি’র সাবেক প্রতিষ্ঠাতা সভাপতি ড. এম এ কাইয়ুম। উদ্বোধন শেষে স্কুলের ছাত্র মশাল প্রজ্জ্বলন ও ছাত্র ছাত্রীরা মার্চ প্যারেড করেন |
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এম এ কাইয়ুম বলেন, শিক্ষাই জাতির মেরুদন্ড অথচ গত সরকার শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছে।
তিনি আরও বলেন, এদেশে যারা গণতন্ত্র রক্ষায় রাজনীতি করেছে তাদের কাউকে গত আওয়ামী ফ্যাসিবাদ সরকার ঘরে থাকতে দেয়নি। বহু মানুষকে গুম-খুন হত্যা করেছে। আওয়ামী ফ্যাসিবাদের বিচারের আওতায় আনতে হবে এবং তাদের বিচার অবশ্যই করতে হবে। এব্যাপারে কোন ছাড় দেওয়া হবে না।
উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, বাইতুর রহমান জামে মসজিদের সভাপতি ও বাডডা জাগরণী ক্লাবের আহবায়ক এ.জি.এম শামসুল হক।
তিনি বলেন, ছাত্র ছাত্রীরা দেশের ভবিষ্যৎ। ফ্যাসিবাদের নির্যাতন ও অন্যায় অবিচারের শিকার হয়েছেন এদেশের গণতন্ত্রকামী সকল ছাত্র ছাত্রী, রাজনীতিবিদ ও সাধারন মানুষ। ফ্যাসিবাদের ব্যাপারে ছাত্র-ছাত্রীসহ সকলকে সজাগ থাকতে হবে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, সিরাজ মিয়া মেমোরিয়াল ফাউন্ডেশনের সভাপতি রাফি হোসাইন। সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন স্কুলের প্রধান শিক্ষক ড. হারুন অর রশিদ ভূইয়া।
এসময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাডডা থানা বিএনপি’র যুগ্ম আহবায়ক এমদাদুল হক ও সাবেক মেম্বার আবুল বাশার।
অভিভাবক অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ নিউজ এডিটরস গিল্ড’র সভাপতি সাংবাদিক বাদল চৌধুরী ও স্কুলের শিক্ষক-শিক্ষিকা, ছাত্র-ছাত্রী, অভিভাবক, কর্মকর্তা কর্মচারীবৃন্দ।
নওরোজ/এসএইচ