ঢাকা ০১:৩৪ পূর্বাহ্ন, সোমবার, ২৮ জুলাই ২০২৫, ১২ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজঃ
যুক্তরাষ্ট্র থেকে ২৫টি উড়োজাহাজ কিনবে সরকার রেহানার ছেলে ববির বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের মামলা স্টারলিংকের ৮ স্যাটেলাইট স্টেশন ধ্বংস করলো রাশিয়া! মহানবীকে (সা.) কটূক্তির অভিযোগে কিশোর গ্রেপ্তার, ১৩ বাড়িতে ভাঙচুর তিন দিনের মধ্যে ঐকমত্যের প্রক্রিয়া সম্পন্ন করতে পারব : আলী রীয়াজ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় কমিটি ছাড়া সব কমিটি স্থগিত দুর্নীতিবাজরাই কি বিচারপতি নিয়োগ পাচ্ছেন! গুলশানে চাঁদাবাজি করতে গিয়ে গ্রেপ্তার রিয়াদের ফেসবুক পোস্ট ভাইরাল হাসিনা ও আ.লীগ সন্ত্রাসীদের পুশইন করুন : নাহিদ ইসলাম মসজিদ নির্মাণকে কেন্দ্র করে নিহতের ঘটনায় ১৪৪ ধারা জারি

সিনেমার প্রিমিয়ারেই পরিচালককে জুতাপেটা করলেন অভিনেত্রী

বিনোদন ডেস্ক
  • Update Time : ১০:১৮:১৭ অপরাহ্ন, রবিবার, ২৭ জুলাই ২০২৫
  • / ৮ Time View

মুম্বাইয়ের এক প্রেক্ষাগৃহে ঘটে গেল এক নাটকীয় ঘটনা। সিনেমার প্রিমিয়ার অনুষ্ঠানেই হঠাৎ করে পরিচালক-প্রযোজক করন সিংকে পায়ের জুতা খুলে পেটালেন মডেল ও অভিনেত্রী রুচি গুজ্জার! এমন এক ঘটনার ভিডিও ভাইরাল সোশ্যাল মিডিয়ায়।

এ বছর কান চলচ্চিত্র উৎসবের লাল গালিচায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির লকেট গলায় ঝুলিয়ে নজর কেড়েছিলেন অভিনেত্রী রুচি গুজ্জার। বেশ আলোচনায় উঠে এসেছিলেন এ অভিনেত্রী। তবে এবার একেবারে ভিন্ন কারণে শিরোনামে তিনি। মুম্বাইয়ের এক সিনেমা হলে প্রকাশ্যে প্রযোজক করণ সিং চৌহান ও অভিনেতা মান সিংয়ের ওপর চড়াও হয়ে বেধড়ক জুতাপেটা করেছেন রুচি!

শনিবার (২৫ জুলাই) মুম্বাইয়ে অনুষ্ঠিত হয় হিন্দি ক্রাইম-থ্রিলার ঘরানার সিনেমা ‘সো লং ভ্যালি’-র প্রিমিয়ার। অনুষ্ঠানেই পরিচালক করন সিংয়ের মুখোমুখি হন রুচি। একপর্যায়ে উত্তপ্ত বাক্য বিনিময় হয়, আর তারপরই জুতা হাতে তুলে নেন অভিনেত্রী। তুমুল উত্তেজনার মাঝে উপস্থিত দর্শকদের অনেকেই পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন।

ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডের এক প্রতিবেদনে বলা হয়েছে, একটি স্পেশাল স্ক্রিনিং চলাকালে প্রযোজক ও অভিনেতা সেখানে ছিলেন। রুচি একদল বিক্ষোভকারী নিয়ে সিনেমা হলে ঢুকে সরাসরি চড়াও হন তাদের ওপর।

বিক্ষোভকারীদের হাতে প্রযোজকদের ছবিসহ প্ল্যাকার্ড, যার মুখে লাল ক্রস চিহ্ন। হলজুড়ে তখন স্লোগান, স্লোগান আর উত্তেজনা। কিন্তু কেন এত ক্ষোভ?

রুচির দাবি, গত বছর প্রযোজক চৌহান তাকে সহ-প্রযোজক হওয়ার প্রস্তাব দেন এক হিন্দি ধারাবাহিকের জন্য। ‘এসআর ইভেন্ট অ্যান্ড এন্টারটেইনমেন্ট’ নামে নিজের প্রযোজনা সংস্থা থেকে লাখ লাখ টাকা চৌহানের অ্যাকাউন্টে পাঠান রুচি।

কথা ছিল, ধারাবাহিকটি ‘সনি টিভি’তে সম্প্রচারিত হবে। কিন্তু এক বছর পেরিয়ে গেলেও ধারাবাহিকের কোনো খবর নেই! উল্টো রুচির টাকায় প্রযোজক বানিয়েছেন ‘সো লং ভ্যালি’ নামের একটি সিনেমা, যা মুক্তি পাচ্ছে ২৭শে জুলাই!

অভিযোগ রয়েছে, টাকা ফেরত চাইলে উল্টো হুমকি দিয়েছেন চৌহান। তাই আর কোনো উপায় না দেখে প্রকাশ্যেই ‘জুতা জবাব’ দিলেন অভিনেত্রী! ২৫ লক্ষ রুপি প্রতারণার অভিযোগে প্রযোজকের বিরুদ্ধে মামলা করেছেন রুচি। প্রমাণ হিসেবে ব্যাংক লেনদেনের নথি আদালতে জমা দিয়েছেন বলেও জানিয়েছেন গণমাধ্যমকে।

এই অভিযোগের ভিত্তিতে ২৪ জুলাই মুম্বাইয়ের ওশিওয়ারা থানায় করন সিংয়ের বিরুদ্ধে প্রতারণার মামলা করেছেন রুচি গুজ্জার। তার আইনজীবী জানিয়েছেন, শিগগিরই হামলার অভিযোগে আরও একটি মামলা করা হবে আম্বোলি থানায়।

তবে পুরো ঘটনাকে ‘পাবলিসিটি স্টান্ট’ হিসেবে উড়িয়ে দিয়েছেন অভিনেতা ও প্রযোজক মান সিং। তার দাবি, রুচি ছবিটির মুক্তি ঠেকাতে চেয়েছিলেন। আদালতের অনুমতি পেয়ে ছবি মুক্তি পেতেই তিনি ক্ষোভ ঝেড়েছেন।

সিনেমার প্রিমিয়ারে এভাবে প্রকাশ্যে হট্টগোল ও মারধরের ঘটনায় বলিউডে চলছে ব্যাপক আলোচনা। এখন দেখার বিষয়, আইনত এই ঘটনার কী পরিণতি হয়।

এদিকে, ‘সো লং ভ্যালি’ সিনেমার পরিচালক মান সিং জানিয়েছেন, রুচি গুজ্জার নানাভাবে সিনেমাটির মুক্তি ঠেকাতে চাইছেন। তবে আদালত ইতোমধ্যে সিনেমা মুক্তির বিষয়ে সবুজ সংকেত দিয়েছেন বলেও দাবি করেন তিনি। এ ঘটনায় বলিউডে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। কেউ রুচির সাহসিকতা নিয়ে কথা বলছেন, কেউ আবার প্রশ্ন তুলছেন এই কাণ্ডের সময় ও স্থান নিয়ে।

Please Share This Post in Your Social Media

সিনেমার প্রিমিয়ারেই পরিচালককে জুতাপেটা করলেন অভিনেত্রী

বিনোদন ডেস্ক
Update Time : ১০:১৮:১৭ অপরাহ্ন, রবিবার, ২৭ জুলাই ২০২৫

মুম্বাইয়ের এক প্রেক্ষাগৃহে ঘটে গেল এক নাটকীয় ঘটনা। সিনেমার প্রিমিয়ার অনুষ্ঠানেই হঠাৎ করে পরিচালক-প্রযোজক করন সিংকে পায়ের জুতা খুলে পেটালেন মডেল ও অভিনেত্রী রুচি গুজ্জার! এমন এক ঘটনার ভিডিও ভাইরাল সোশ্যাল মিডিয়ায়।

এ বছর কান চলচ্চিত্র উৎসবের লাল গালিচায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির লকেট গলায় ঝুলিয়ে নজর কেড়েছিলেন অভিনেত্রী রুচি গুজ্জার। বেশ আলোচনায় উঠে এসেছিলেন এ অভিনেত্রী। তবে এবার একেবারে ভিন্ন কারণে শিরোনামে তিনি। মুম্বাইয়ের এক সিনেমা হলে প্রকাশ্যে প্রযোজক করণ সিং চৌহান ও অভিনেতা মান সিংয়ের ওপর চড়াও হয়ে বেধড়ক জুতাপেটা করেছেন রুচি!

শনিবার (২৫ জুলাই) মুম্বাইয়ে অনুষ্ঠিত হয় হিন্দি ক্রাইম-থ্রিলার ঘরানার সিনেমা ‘সো লং ভ্যালি’-র প্রিমিয়ার। অনুষ্ঠানেই পরিচালক করন সিংয়ের মুখোমুখি হন রুচি। একপর্যায়ে উত্তপ্ত বাক্য বিনিময় হয়, আর তারপরই জুতা হাতে তুলে নেন অভিনেত্রী। তুমুল উত্তেজনার মাঝে উপস্থিত দর্শকদের অনেকেই পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন।

ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডের এক প্রতিবেদনে বলা হয়েছে, একটি স্পেশাল স্ক্রিনিং চলাকালে প্রযোজক ও অভিনেতা সেখানে ছিলেন। রুচি একদল বিক্ষোভকারী নিয়ে সিনেমা হলে ঢুকে সরাসরি চড়াও হন তাদের ওপর।

বিক্ষোভকারীদের হাতে প্রযোজকদের ছবিসহ প্ল্যাকার্ড, যার মুখে লাল ক্রস চিহ্ন। হলজুড়ে তখন স্লোগান, স্লোগান আর উত্তেজনা। কিন্তু কেন এত ক্ষোভ?

রুচির দাবি, গত বছর প্রযোজক চৌহান তাকে সহ-প্রযোজক হওয়ার প্রস্তাব দেন এক হিন্দি ধারাবাহিকের জন্য। ‘এসআর ইভেন্ট অ্যান্ড এন্টারটেইনমেন্ট’ নামে নিজের প্রযোজনা সংস্থা থেকে লাখ লাখ টাকা চৌহানের অ্যাকাউন্টে পাঠান রুচি।

কথা ছিল, ধারাবাহিকটি ‘সনি টিভি’তে সম্প্রচারিত হবে। কিন্তু এক বছর পেরিয়ে গেলেও ধারাবাহিকের কোনো খবর নেই! উল্টো রুচির টাকায় প্রযোজক বানিয়েছেন ‘সো লং ভ্যালি’ নামের একটি সিনেমা, যা মুক্তি পাচ্ছে ২৭শে জুলাই!

অভিযোগ রয়েছে, টাকা ফেরত চাইলে উল্টো হুমকি দিয়েছেন চৌহান। তাই আর কোনো উপায় না দেখে প্রকাশ্যেই ‘জুতা জবাব’ দিলেন অভিনেত্রী! ২৫ লক্ষ রুপি প্রতারণার অভিযোগে প্রযোজকের বিরুদ্ধে মামলা করেছেন রুচি। প্রমাণ হিসেবে ব্যাংক লেনদেনের নথি আদালতে জমা দিয়েছেন বলেও জানিয়েছেন গণমাধ্যমকে।

এই অভিযোগের ভিত্তিতে ২৪ জুলাই মুম্বাইয়ের ওশিওয়ারা থানায় করন সিংয়ের বিরুদ্ধে প্রতারণার মামলা করেছেন রুচি গুজ্জার। তার আইনজীবী জানিয়েছেন, শিগগিরই হামলার অভিযোগে আরও একটি মামলা করা হবে আম্বোলি থানায়।

তবে পুরো ঘটনাকে ‘পাবলিসিটি স্টান্ট’ হিসেবে উড়িয়ে দিয়েছেন অভিনেতা ও প্রযোজক মান সিং। তার দাবি, রুচি ছবিটির মুক্তি ঠেকাতে চেয়েছিলেন। আদালতের অনুমতি পেয়ে ছবি মুক্তি পেতেই তিনি ক্ষোভ ঝেড়েছেন।

সিনেমার প্রিমিয়ারে এভাবে প্রকাশ্যে হট্টগোল ও মারধরের ঘটনায় বলিউডে চলছে ব্যাপক আলোচনা। এখন দেখার বিষয়, আইনত এই ঘটনার কী পরিণতি হয়।

এদিকে, ‘সো লং ভ্যালি’ সিনেমার পরিচালক মান সিং জানিয়েছেন, রুচি গুজ্জার নানাভাবে সিনেমাটির মুক্তি ঠেকাতে চাইছেন। তবে আদালত ইতোমধ্যে সিনেমা মুক্তির বিষয়ে সবুজ সংকেত দিয়েছেন বলেও দাবি করেন তিনি। এ ঘটনায় বলিউডে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। কেউ রুচির সাহসিকতা নিয়ে কথা বলছেন, কেউ আবার প্রশ্ন তুলছেন এই কাণ্ডের সময় ও স্থান নিয়ে।