সিটি ইউনিভার্সিটিতে রাতভর জিম্মি অবস্থা থেকে মুক্ত ড্যাফোডিলের ২০-৩০ শিক্ষার্থী
- Update Time : ০৪:০২:৪৯ অপরাহ্ন, সোমবার, ২৭ অক্টোবর ২০২৫
- / ১৫৯ Time View
সিটি ইউনিভার্সিটিতে রাতভর জিম্মি অবস্থা থেকে মুক্তি পেয়েছেন ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির অন্তত ২০ থেকে ৩০ জন শিক্ষার্থী। জানা গেছে, তাদের ২০ ঘণ্টারও বেশি সময় ধরে আটক রেখে নির্যাতন চালানো হয়।
ঘটনার সূত্রপাত হয় ২৬ অক্টোবর সন্ধ্যায়, সিটি ইউনিভার্সিটির এক শিক্ষার্থীর মোটরসাইকেল থেকে থুথু পড়া নিয়ে। থুথুটি গিয়ে লাগে ড্যাফোডিলের এক শিক্ষার্থীর গায়ে। ঘটনাটি ঘটে সাভারের ব্যাচেলর খাগান এলাকার প্যারাডাইস নামের একটি ভবনের সামনে। এ নিয়ে দুই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে প্রথমে তর্কাতর্কি শুরু হয়।
পরে রাত ৯টার দিকে সিটি ইউনিভার্সিটির প্রায় ৪০ থেকে ৫০ জন শিক্ষার্থী দেশীয় অস্ত্র ও ইট-পাটকেল নিয়ে ড্যাফোডিল শিক্ষার্থীদের ওই বাসায় হামলা চালায় এবং ভাঙচুর করে। হামলার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে ড্যাফোডিলের এক হাজারেরও বেশি শিক্ষার্থী ঘটনাস্থলে জড়ো হন।
এরপর রাতভর দুই পক্ষের মধ্যে সংঘর্ষ চলে। এ ঘটনায় দুই বিশ্ববিদ্যালয়ের কয়েকশ শিক্ষার্থী আহত হয়েছেন বলে জানা গেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ এবং দুই বিশ্ববিদ্যালয়ের প্রশাসন কাজ করে যাচ্ছে।











































































































































































































